কৌতূহল

জাহাঙ্গীর আলম অপূর্ব ৪ জানুয়ারি ২০২১, সোমবার, ০৭:২৩:২০পূর্বাহ্ন কবিতা ৮ মন্তব্য
এই যে শিশু

ভাবছ কিছু
তাকিয়ে গগনে প্রাণে
ও পথিক ভাই
এই গগনের তারকারাজির হিসাব কি,
এই ধরার কি কেউ জানে
আমি তো জানিনে বাপু।
শোন শোন পথিক ভাই বলি তোমারে
সাদা মেঘের ভেলা ভেসে বেড়ায় শূন্যে কি করে
এই প্রশ্নটি রইল পথিক ভাই তোমার তরে
জানো নাকি
না, না বাপু।
ও পথিক ভাই
সন্ধা হলে আঁধার নামে আলোর মাঝারে
চাঁদনী রাতে জোনাকিরা আলো জ্বালে কেমন করে
জানো নাকি
না,না বাপু।
ও পথিক ভাই
গগন পথে সকল পাখি উড়ে কেমনে
বিমান, উড়োজাহাজ চলে নাকি তেমনে
জানিনে বাপু।
রচনাকালঃ
০৬/১১/২০২০

 

৯৯০জন ৭৩৭জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ