বিষ্যুদবার আমার জন্মবার

কান্ত রায় ২৪ ডিসেম্বর ২০২০, বৃহস্পতিবার, ০৮:২১:১৫অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

পয়স্বিনী’—অনমনীয় স্পৃহায়;

লোহিত বর্ণের ধেনুর কাছে, সহজাত হার-হারে।

ভাঙ্গা মানচিত্রে একটা কোঙর গিরগিটি হয়ে,

চোখের বাতায়নের শিক—বেয়ে-ওঠে অভিসারে!

 

কেবল,অবরুদ্ধ পিঞ্জরের প্রাণনই জানে—

উড্ডীয়মান খেচরের আমোদ।

যেমনটা আমি জানি তোমার আগ্রাসিত জবানে;

কৈফিয়ত চাওয়া গঁজনা-প্রমুখ।

 

তোমার চলতি পথে,লাল স্মারকচিহ্ন;জ্বলে উঠে চিরতরে।

স্মারকচিহ্ন দেখে—

বিষ্ময়চিহ্নের মতোন বেবাক দাঁড়িয়ে যেতে হয় আমার।

আমি আর এগোতে পারি না— ‘শতরুপা’!

 

চক্ষুলজ্জার ভয়ে,তোমার কথায় জন্মবারে চুল কাটানো হয় না কতোকাল—

বিষ্যুদবার আমার জন্মবার!

ঐ মৌসুমে বুকের পানিপ্রবাহ; স্বাভাবিক রাখতেই—খোলা থাকে ফারাক্কা বাঁধ।

 

তোমার বিমুখকরণে—

উত্তর গোলার্ধের সবদেশ সহ, আমার বালিশে নামে—সর্বকালের দীর্ঘতম রাত!

তুমি—এমন এক বিবাদবান্ধব গাছ!

যার গায়ে কেটেকুটে যোগ করি আমাদের নামের প্রথম অক্ষর।

৭৭৯জন ৬৮২জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ