স্বপ্নকে আর ছুঁই না না

কামরুল ইসলাম ১৮ ডিসেম্বর ২০২০, শুক্রবার, ১০:১৩:০৯অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য

 

স্বপ্নকে আর ছুঁই না এখন

চাঁপা পড়ে আছে ঝরা পাতার মর্মরে

সেই সুরে উদ্বেলিত হয় না মন

বিষাদ ভরা বুকের আঙিনা,  নির্ঝরে

দুচোখ বর্ণহীন, আলপনায়  ধুসর দৃষ্টি

গড়ি যত,  ভাঙে তত,  নিয়তির বর্বরে

স্বপ্নহীন পথে,  জীবনের সুচনা হোক সৃষ্টি  ।

 

যা চাই, ভুলে যাই,  ভাগ্যের বিড়ম্ভনা

না পাওয়ার মাঝে খুঁজে ফিরি সম্ভাবনা  ।।

 

রচনা কাল ঃ ১৮/১২/২০২০

ঢাকা

৫৯০জন ৫০৮জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ