
হাত বদলের তাড়নায় গর্জে উঠে অন্ধ-আলোর নরপিশাচ,
পিশাচ?
পিশাচ,
স্বেচ্ছাচারী ছদ্মবেশ
দায়হীন মিথ্যাচার
নীতিহীন রীতি
পৈশাচিক আবরণের হাত বাড়ায় সুপ্ত নরক হতে।
ওরা নিতে জানে,
কিছু করুণা, কিছু দয়া চাইতে জানে নিপুণ কৌশলে;
বাড়িয়ে রাখা হাতের দশ আঙ্গুলে লুকিয়ে থাকে বিষদন্ত..
ওদের চাওয়া ফুরোয়না,
ওদের ক্ষত-বিক্ষত তালুতে বিষাক্ত হয় বিশুদ্ধ প্রতিদান।
কতটা ঘৃণা জমে উঠলে সব নিঃশেষ হয়ে যায়?
কতটা ঘৃণ্য হলে চুকে যায় সমস্ত দায়-ঋণ?
যেভাবে মৃত্যু ভয়ে ভ্রষ্টেরা ভুলে যায় আজন্ম সৃষ্ট- স্মৃতি,
তেমন-ই নষ্টদের দানবমুঠোতে বন্দী সময়!
গন্তব্য?
ধ্বংস/
ধ্বংস-ধ্বনি বেজে ওঠে গাঢ় অন্ধকার চিড়ে,
শুধু জানি ঐ সময় পর্যন্ত বাঁচতে হবে..
জেগে থাকতে হবে।
ছবি-নেট থেকে।
১৮টি মন্তব্য
শামীনুল হক হীরা
খুব সুন্দর একটা লেখা পড়লাম।।ভাল লাগল অনেক।। শুভেচ্ছা জানবেন সতত সম্মানিত।
সাবিনা ইয়াসমিন
প্রথম মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
ভালো থাকুন আপনিও। শুভ কামনা 🌹🌹
বোরহানুল ইসলাম লিটন
বেশ ভালো লাগলো উপস্থাপনাটি।
হৃদয়ের অকৃত্রিম অনুভূতি প্রকাশিত হয়েছে কবিতায়।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা রেখে গেলাম প্রিয় কবি।
সাবিনা ইয়াসমিন
সুন্দর মতামতের জন্য আপনাকে ধন্যবাদ।
ভালো থাকুন। শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
হাত বদলের তাড়নায় গর্জে উঠে অন্ধ-আলোর নরপিশাচ,
এ নরপিশাচ, পিশাচ এরা যুগে যুগে আসে সময় সুযোগে কাজে লাগায় স্বার্থের হাতছানি।
তবে ধ্বংস আছে!
.
ভালো বলেছেন, দিদি।
সাবিনা ইয়াসমিন
কোনকিছুই চিরস্থায়ী নয়, পিশাচেরাও তাদের কর্মের শাস্তি ভোগ করবে। সকল মিথ্যাবাদী প্রতারকের একমাত্র গন্তব্য হলো ধ্বংসের পথ।
ভালো থেকো সারাক্ষণ, শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
এরা সব পারে। নিজের প্রয়োজনে, নিজের স্বার্থেই সব করে। ওত পেতে থাকা শিকারির মত পিশাচের বিচারের জন্য অপেক্ষা করতেই হবে॥ শক্ত প্রতিবাদে নামতে হবে আমাদেরও।
প্রতিবাদী কবিতা লেখিকাকে ধন্যবাদ এমন করে সাহসী হতে প্রেরণা দেবার জন্য। শুভ কামনা অনেক। শুভ রাত্রি।🥰🥰
সাবিনা ইয়াসমিন
নরপিশাচরা অদম্য, ভয়ংকর। এরা মুখোশের আড়ালে লুকিয়ে থাকে। কিন্তু ধরা তাকে পড়তেই হয়, ধ্বংসের হাত থেকে তাদের মুক্তি নেই।
সুপর্ণা ফাল্গুনী
এসব পিশাচদের গন্তব্য একটাই ধ্বংস। ততোদিন হয়তো অনেকেই থাকবো না তবুও বাঁচার সাধ রেখে যাই ততোদিন পর্যন্ত।
এসব অপশক্তির বিনাশ হোক, কঠিনতর শাস্তি হোক এই আশা নিয়েই থাকলাম।
নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা 🌹🌹
সাবিনা ইয়াসমিন
হ্যা হয়তো আমরা অনেকেই থাকবো না। ওদেরও দিন ফুরাবে। এইসব পিশাচ যতবার জন্ম নিবে ওদের ধ্বংকারী ঠিকই ওদের প্রতিদান দিবেন।
ভালোবাসা অবিরাম ❤️❤️
আরজু মুক্তা
নরপিশাচদের হচ্ছে স্বার্থের হাতছানি। এরা সমূলে নিপাত যাক। ধ্বংস হোক।
সাবিনা ইয়াসমিন
ধ্বংস হোক সব স্বার্থান্বেষী পিশাচের দল।
ভালো থাকুন, ভালোবাসা অবিরাম ❤️❤️
জিসান শা ইকরাম
” কতটা ঘৃণা জমে উঠলে সব নিঃশেষ হয়ে যাবে?
শুধু জানি ঐ সময় পর্যন্ত আমাকে বাঁচতে হবে…
জেগে থাকতে হবে।”
ধংশ হয়ে যাক এমন পিশাচ এবং পিশাচ এর দল।
লেখা ভালো লেগেছে।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
ধ্বংসই তাদের গন্তব্য। তারা নিজেরাই সেইপথ বেছে নিয়েছে।
ভালো থাকুন, সুস্থ আর নিরাপদে থাকুন।
শুভ কামনা 🌹🌹
তৌহিদ
স্বার্থপরতার যুগে যুগে মানুষ এখন অমানুষ হয়ে উঠছে। দিন কাল পাত্র ভুলে নিজেদের কু কার্য সম্পাদন করতে এতটুকু পিছপা হয়না তারা।
শান্তি আপা শান্তি রাখুন মনে ☺
সাবিনা ইয়াসমিন
এরা অতীতে ছিলো, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। স্বার্থ লোভ আর নীচুতা তাদেরকে মুক্তি দেয় না। শান্ত হোক ধরনী।
ধন্যবাদ ভাই। ভালো থাকুন, নিরাপদে থাকুন।
শুভ কামনা 🌹🌹
খাদিজাতুল কুবরা
পিশাচ কোথায় নেই!
আমার তো মনে হয় পিশাচে ছেয়ে গেছে ধরনী।
ঘরে বাইরে জ্বলে- স্থলে, বনে -জঙ্গলে সর্বত্র সার্থের কালোথাবা। তবুও আশা একদিন সব ঠিক হয়ে যাবে। পিশাচেরা হেরে যাবে, জিতবে মনুষ্যত্ব
বরাবরের মতোই অনবদ্য লেখনশৈলী!
খুব ভালো লাগলো।
সাবিনা ইয়াসমিন
আশাতেই বাঁচি। সব ফুরিয়ে এলেও এই আশার বাতিটা জ্বলতে থাকে আমাদের মাঝে।
শুভ কামনা 🌹🌹