
121 Dialing…..
হ্যালো আসসালামু আলাইকুম, *** ফোন থেকে রু.. বলছি কিভাবে সাহায্য করতে পারি?
— আপনাকে বিয়ে করতে চাই।
— স্যরি! স্যার, আপনি মনে হয় ভুল নাম্বারে ডায়াল করেছেন।
— মোটেই না, আমি ঠিক নাম্বারেই ডায়াল করেছি। আপনি কি আমাকে বিয়ে করবেন? বিয়ে করলে প্যারিস, রোম অথবা সুইজারল্যান্ডে হানিমুন করতে পারি আমরা।
— স্যার আপনার সমস্যা কি বলবেন?
— ওই যে বললাম বিয়ে করতে চাই, করবেন?
— কিন্তু স্যার আমি তো বিয়েতে ইন্টারেস্টেড নই!
— আমি তো ইন্টারেস্টেড!
— বললাম তো স্যার আমি বিয়ে করতে চাই না, আপনি কেন আমাকে বারবার একই কথা বলছেন?
— ফ্রীতে ইউরোপ ট্যুরের কথা শুনেও আপনি বিয়েতে রাজি নন, তাহলে আমি না চাইলেও মোবাইলে চব্বিশ ঘন্টায় চৌদ্দবার এই টাকায় এত মিনিট ফ্রি, এই টাকা রিচার্জে অত জিবি ফ্রি! এই অফার ফ্রি! ঐ অফার ফ্রী! এসব দিয়ে আমাকে মেসেজ পাঠান কেন?
৮, ১২, ১৬, ২৪ ঘন্টা, ৩ দিন, ৫ দিন, ৭ দিন, ২১ দিন, ৩০ দিন উহ! হাঁপিয়ে গেলাম! এসব অফার মেসেজ পাঠিয়ে কেন বারবার ডিস্টার্ব করেন বলেনতো?
— সেটা তো আমাদের কোম্পানির পলিসি স্যার।
— এসব আমার জন্যেও বিরক্তির কারণ হতে পারে সেটা একবারও ভাবলেন না? ঘুম থেকে উঠেই এই ফ্রী’র এসএমএস দিয়ে দিন শুরু হয়, রাতে পর্যন্ত ছাড় দেন না!
অবস্থা এমন দাঁড়িয়েছে আপনাদের অত্যাচারের ভয়ে মেসেজ সিন করা বন্ধ করে দিয়েছি। টুঁট করে টোন বাজলেই মনে হয় ফ্রী’র অফার চলে এসেছে। ফলে অনেক জরুরী মেসেজ স্কিপ হয়ে যাচ্ছে।
প্লিজ আজ বৃহস্পতিবার ওম ডে! কাল শুক্রবার জিলিপি খাওয়ার আমেজে থাকবো, তার পরদিন শনিবারও ছুটি। আল্লাহর ওয়াস্তে এই তিনটা দিন আমার শান্তি বজায় রাখুন।
আর হ্যা, বিয়ের অফারটা কিন্তু রইল। আমার নাম্বারতো আপনি জানেনই তাই না?
টুঁট.. টুঁট… টুঁট!
এসএমএস এসেছে-
১২০ মিনিট ,১২০ এসএমএস এবং ১ জিবি ইন্টারনেট- ৩০দিন মাত্র ৳৯৯ পেতে ডায়াল **০০০*৯৯# অথবা **** App- এ লগইন করে কিনুন।
১৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
এ জ্বালা আর প্রাণে সয় না,
ফ্রী অফারের মেসেজ দেখার ভয়ে টেক্সট খুলে দেখি না, আর এরমধ্যে দরকারী মেসেজ ডেট ফেইল হয়ে গালাগালি করতে থাকে। যাচ্ছেতাই অবস্থা।
রম্য লেখা পড়ে হাসলাম কিন্তু তিক্তভাব রয়েই গেলো।
কবে রেহাই পাবে ভুক্তভোগী জনতা?/
তৌহিদ
এ এক চরম বিরক্তিকর অবস্থা। একাধিক সীম থাকলে আরো অবস্থা টাইট।
আজ ছুটির দিনেও কল এসেছিল। কি যে জ্বালা!!
ভালো থাকুন আপু।
রোকসানা খন্দকার রুকু
একদম ঠিকঠাক । কিন্তু আপনারা না হয় বিয়ের অফার দিয়ে কিছুটা হলেও শোধ নেবেন আমাদের কি হবে?
মজা পেলুম। শুভ কামনা।
তৌহিদ
ছেলে মেয়ে সমান অধিকার, আপনারাও দিয়ালান 😃
বোরহানুল ইসলাম লিটন
বেশ ভালো লেগেছে।
বেশ মনোহরা লেখা।
আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা রইল।
তৌহিদ
ভালো থাকুন আপনি। শুভকামনা সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
এই সমস্যা টা ব্যর্থ প্রেমের চেয়েও সহ্য করা কঠিন। 🤪🤪🤪🤪 বিয়ের প্রস্তাব টা দারুন ছিল।
প্রতিটা দিন এমন যণ্ত্রনা কাঁহাতক ভালো লাগে!!
সত্য ঘটনা নিয়ে রম্য রচনায় বরাবরই আপনি এগিয়ে।
একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
তৌহিদ
কি উপমা!! ব্যর্থ প্রেম!! 😆😆
বিয়ের প্রস্তাব আমার আইডিয়া, আপনি ফুচকা খাবার দাওয়াত দিতে পারেন। তারপর দেখা হলে আসল খবর করবেন ☺।
আসলে তাদের দোষ নাই, তবে একটু কম কম মেসেজ দিলে কি হয় তাই না!
ভালো থাকুন আপু।
আরজু মুক্তা
বিষম পিড়িতি!!
হাহা
তৌহিদ
হ্যা, গলার কাটার মতন। সীম ফেলে দিতে পারছিনা।
ভালো থাকুন আপু।
প্রদীপ চক্রবর্তী
দারুণ দুর্দান্ত অফার 😂
এসব সহ্য করার মতো না।
.
যাইহোক এই অফার থাকবে চলবে।
আপনার রম্য গল্প ভালো লাগলো,দাদা।
তৌহিদ
তাদের ব্যবসার কবলে আমরা হচ্ছি বিরক্ত। তবে এসব বন্ধ করা যায় শুনেছি।
আলমগীর সরকার লিটন
পাঠে মজাই পাইলাম তৌহিদ দা অনেক শুভেচ্ছা রইল
তৌহিদ
ধন্যবাদ ভাই, শুভকামনা জানবেন।
জিসান শা ইকরাম
এই মেসেজ যে কত বিরক্তিকর তা বলে বুঝানো যাবে না।
মোবাইলে এদের ম্যাসেজ দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি।
এর মধ্যে ম্যাসেজ ডিলিট করতে গিয়ে জমি সংক্রান্ত একটি ম্যাসেজ ডিলিট হয়ে গিয়েছে।
ম্যাসেজ অফ করার কোনো পদ্ধতি জানলে জানিয়েন ভাই।
সুন্দর উপস্থাপনা।
শুভ কামনা।
তৌহিদ
একই অবস্থা আমারো। জরুরী মেসেজ ডিলিট হয়ে বিড়ম্বনায় পড়েছিলাম ভাই। অবশ্যই জানাবো।
ধন্যবাদ ভাই।