প্রেমিকা

মাছুম হাবিবী ৯ ডিসেম্বর ২০২০, বুধবার, ১১:০১:৫১অপরাহ্ন একান্ত অনুভূতি ১০ মন্তব্য

চোখ আটকে আছে কুয়াশা ভেজা শহরের কালো রঙের গ্লাসের ভেতর। কত শত রমণীদের চুল উড়ে আসে গাড়ির জানলা দিয়ে তা নোটিশ করা অসাধ্য! চোখ আটকে আছে ‘ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় প্রেমিক-প্রেমিকাদের হাসি দেখে। প্রতিদিন কত শত প্রেমিকা হাসিমুখে নিজেকে বিসর্জন দেয়, তা মনে রাখাটাও অসাধ্য! আজকাল খুব করে চোখ আটকে যায়, কারণ ছাড়াই মন ফিকে হয়ে যায় অপেক্ষিত প্রেমিকদের ভীরে। জানো প্রেমিকা, ‘রোজ কত শত রমণী দেখি। কিন্তু কোথাও তোমাকে দেখিনা!!

৭১৭জন ৫৬৭জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ