
চোখ আটকে আছে কুয়াশা ভেজা শহরের কালো রঙের গ্লাসের ভেতর। কত শত রমণীদের চুল উড়ে আসে গাড়ির জানলা দিয়ে তা নোটিশ করা অসাধ্য! চোখ আটকে আছে ‘ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় প্রেমিক-প্রেমিকাদের হাসি দেখে। প্রতিদিন কত শত প্রেমিকা হাসিমুখে নিজেকে বিসর্জন দেয়, তা মনে রাখাটাও অসাধ্য! আজকাল খুব করে চোখ আটকে যায়, কারণ ছাড়াই মন ফিকে হয়ে যায় অপেক্ষিত প্রেমিকদের ভীরে। জানো প্রেমিকা, ‘রোজ কত শত রমণী দেখি। কিন্তু কোথাও তোমাকে দেখিনা!!
১০টি মন্তব্য
বন্যা লিপি
শহরের গোলকধাঁধার রোশনাইএ কত শত রমনীরা হাঁটে চলে, অপেক্ষায় থাকে নিরব নিয়ন আলোর নীচে! তবু একজন খাঁটি প্রেমিকা নিখোঁজ। ছোট্ট লেখায় গভীর ভাবনার প্রকাশ।
মাছুম হাবিবী
অনেক অনেক ধন্যবাদ দিদি
ফয়জুল মহী
অসাধারণ লেখা দারুণ হয়েছে
মাছুম হাবিবী
ধন্যবাদ
প্রদীপ চক্রবর্তী
হাজারের ভিড়ে হয়তো সে লুকিয়ে আছে।
নিশ্চয় একদিন দেখা পাবেন।
শুভকামনা, দাদা।
মাছুম হাবিবী
অনেক ধন্যবাদ দাদা
সুপর্ণা ফাল্গুনী
হ্যাঁ আমরা কত শত লোক নিত্য দেখি, পরিচয় হয় তবুও খাঁটি প্রেমিক/প্রেমিকা নিখোঁজ। আশা করি আপনি আপনার কাঙ্খিত সে-ই জন পেয়ে যাবেন অতি শীঘ্রই। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
আরজু মুক্তা
তবুও খুঁজি ফিরি।
অল্প কথায় দারুণ ভাব প্রকাশ।
শুভকামনা
রোকসানা খন্দকার রুকু
সত্যিকারের প্রেমী খুঁজে পাওয়া মুশকিল।
অল্প কথায় অসাধারণ প্রকাশ।
শুভ কামনা রইলো ভাইয়া।
জিসান শা ইকরাম
আসল প্রেমিকাদের দেখা মিলবেও না কখনো।
অপেক্ষা শুধু দির্ঘতরই হতে থাকবে।
ভালো লেগেছে ভাই,
শুভ কামনা।