মহাপ্রলয় পর্ব- ১

জাহাঙ্গীর আলম অপূর্ব ৭ ডিসেম্বর ২০২০, সোমবার, ১২:১৬:৫৩পূর্বাহ্ন কবিতা ১২ মন্তব্য
নিশ্চয়ই মহাপ্রলয় হবে
এটা সুনিশ্চিত
যে দিন ইস্রাফিল শিঙায় ফুঁক দিবে
সেই দিনই মহাপ্রলয় হবে
শুধু সৃষ্টিকর্তা আদেশের অপেক্ষা

সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো
আর পর্বতসমূহ হবে ধুনা পশমের মতো  উড়বে
সকলে পশ্চিম দিকে যাবে মহাসমাবেশে হাজির হওয়ার জন্য সেখানে ছুটে চলবে
সেই দিনে মানুষ জাররা পরিমান নেক নিয়ে গেলে  দেখবে
আর জাররা পরিমান পাপ নিয়ে গেলে দেখবে
যারা বিধাতার হুকুম তালিম করেছে
তারা পাবে বেহেশতে নামক স্থান
যেখানে আছে শুধু সকল নিয়ামত
শুধু সুখ শান্তিতে ভরা
মন যা চাবে তাই পাবে।
আর যারা পাপ করেছে তারা পাবে
চির কষ্টের স্থান
সেখানে শুধু কষ্ট আর কষ্ট
যেখানকার খাবার উত্তপ্ত গরম জল
আর রক্ত পুঁজ কণ্টকাকীর্ণ ফল হবে তাদের খাবার
তাই বিধাতার বিধান মেনে চলতে হবে।
রচনাকালঃ
২৮/১১/২০২০
৭২২জন ৬৪৪জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

সাম্প্রতিক মন্তব্যসমূহ

    ফেইসবুকে সোনেলা ব্লগ