পূর্ব দিগন্তে উঠেছে সূর্য,
উঠতে দাও
পূবালী দিঘিতে নাইছে সবাই,
নাইতে দাও
মনে অভিলাষে গাইছে পাখি,
গাইতে দাও
বিলে ঝিলে ফুটছে শাপলা শালুক,
ফুটতে দাও
সোনালী ফসল দেখে হাসছে কৃষক,
হাসতে দাও
সাগর মোহনায় ছুটেছে নদী,
ছুটতে দাও
অন্ধকারে জ্বলছে জোনাকি,
জ্বলতে দাও
নিঝুম দুপুরে চলছে পথিক,
চলতে দাও
উন্মাদ শ্রাবণে পড়ছে বৃষ্টি,
পড়তে দাও
উদাস মনে খেলছে বালক,
খেলতে দাও
বৃক্ষের শাখায় ধরছে ফল
ধরতে দাও
তরী নিয়ে বাইছে মাঝি
বাইতে দাও
ফটিক জল বলে হাঁকছে চাতক
হাঁকতে দাও
অধিকার সচেতন হচ্ছে সবাই
হতে দাও
সবাইকে তাদের মনের অভিলাষে
সব কাজ করতে দাও।
রচনাকালঃ
২৪/১০/২০২০
৬৮১জন
৫৯৩জন
১৪টি মন্তব্য
ফয়জুল মহী
অসাধারণ উপস্থাপন,নান্দনিক শব্দ সম্ভারে সাজানো কথামালা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
সুপর্ণা ফাল্গুনী
সব করতে দিলে তো হযবরল লেগে যাবে 😛😛। সুন্দর কবিতা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
জাহাঙ্গীর আলম অপূর্ব
অবশ্য হযবরল হবে না
শুভকামনা রইল প্রিয় পাঠক
রিমি রুম্মান
করুক যার যা খুশি। স্বাধীন দেশে স্বাধীনভাবে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল নিত্য প্রিয় পাঠক
রোকসানা খন্দকার রুকু
স্বাধীনতার ছড়াছড়ি।
শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
আলমগীর সরকার লিটন
চমৎকার অনুভূতি কবি দা
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
কান্ত রায়
শুভকামনা দাদাভাই 😍
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা
আরজু মুক্তা
সব সুন্দর হোক
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল।