ওহে ভাই সকল,
কালের পরিক্রমায়
জীবন পড়বে ঝরে
যদি তেমন কিছু করতে পারো
তোমার নাম লেখা রবে স্বর্ণাক্ষরে।
যেমন ঝরে পড়ে
শীতের হিমেল হাওয়ার স্পর্শে
বৃক্ষরাজির সকল পাতা
সরিষা ক্ষেতে মৌমাছির গুঞ্জন
আর মধুর জন্য কিছুক্ষণের গাঁতা ।
যেমন রাতের আঁধারে ফুল ফুটে পড়ে ঝরে
দেখে না ভোরের আলো
যারা কিছু করে নাই
সেই মানব জীবন গুলো তেমনি
অন্ধকারের মতো কালো।
রচনাকালঃ
২৫/১১/২০২০
৬২২জন
৫২৭জন
১৪টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
মানুষ তার কর্মের মধ্যেই অমর হয়।
থিম ভালো কিন্তু আরেকটু বড় আকারে লিখলে ভালো হয়।
অনেক শুভেচ্ছা রইল
জাহাঙ্গীর আলম অপূর্ব
লিখব আপাতত এইটুকু।
পরে পুরা লেখাটা ছাড়ব।
শুভকামনা রইল সতত প্রিয় পাঠক
মোঃ মজিবর রহমান
সুন্দর লিখেছেন ভাই। শুভেচ্ছা রইল।
জাহাঙ্গীর আলম অপূর্ব
মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয়
শুভকামনা রইল প্রিয় পাঠক
সুপর্ণা ফাল্গুনী
মানবকর্ম ই মানুষকে বাঁচিয়ে রাখে । ভালো কাজের প্রশংসা দেরীতে হলেও পায় কিন্তু খারাপ কাজের জন্য তার জীবনটা অন্ধকারেই রয়ে যায়। বিষয়বস্তু চমৎকার।
জাহাঙ্গীর আলম অপূর্ব
আসলে কীর্তিমানের মৃত্যু নেই কীর্তিমানের কখনো মরে না। তাই আমাদের কিছু করে যেতে হবে।
শুভকামনা কামনা রইল প্রিয় পাঠক
তৌহিদ
মানুষ বেঁচে থাকে তার কর্মে, একদিন আগে বা পরে সে গুনাবলি প্রকাশ পাবেই।
ভালো থাকুন।
জাহাঙ্গীর আলম অপূর্ব
নশ্বর এই পৃথিবীতে কেহই অবিনশ্বর নয়।
তাই সকলকে অমর কীর্তি রচনা করে যেতে হবে।
তাতে তাকে যুগ যুগান্তর মানুষ মনে রাখবে।
মানুষতো নশ্বর রচনাগুলো অবিনশ্বর।
শুভকামনা রইল প্রিয় পাঠক
ভালো থাকুন সদা
সুস্থ থাকুন।
রেজওয়ানা কবির
মানুষ আজীবন সবার অন্তরে বেঁচেই থাকে তার কর্মে।শুভকামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল
সামশুল মাওলা হৃদয়
পড়ে ভালো লাগল।শুভেচ্ছা রইল
জাহাঙ্গীর আলম অপূর্ব
শুভকামনা রইল প্রিয় পাঠক
মন্তব্য করে অনুপ্রেরণা দেবার জন্য ধন্যবাদ।
আরজু মুক্তা
কর্ম ছাড়া কেউ মনে রাখে না
জাহাঙ্গীর আলম অপূর্ব
সত্যি কর্ম ছাড়া কেউ কাউকে মনে রাখে না
শুভকামনা রইল প্রিয় পাঠক