
অনেকে বলে তুমি আর আমার নেই
আমিও জানি, তুমি আর আমার নেই।
তবে জানি,তোমার চোখের কাছে,ঠোঁটের কাছে
ভালোবাসা লেখা আছ//
আমার পথের শেষ প্রান্তে
দাঁড়িয়ে আছো তুমি।
তোমার পরে কিছু নেই
শুধু মরুভূমি।
তোমার ছবি দেখলেই
আমার মনে ছোট্ট ছোট্ট ইচ্ছে জাগে।
সব রাগ অভিমান ভেঙ্গে
ভালোবাসার টিপ দেয় গাঢ় অনুরাগে।
আজ আকাশটা রৌদ্রময়
খড়া প্রবল মতো সৃষ্টি হতে পারে
আমার হৃদয়ে ভালোবাসা খড়তর।
বুকের গভীরতা কষ্টে গড়ে পড়ে টুপ টুপ
তবুও তুমি -পাথরের মতো নিশ্চুপ।
১৫টি মন্তব্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
সত্যি যারা আসল প্রেমিক
তারা শুধু প্রেমিকার সুখ শান্তি কামনা করে।
শুভকামনা রইল নিত্য।
সামশুল মাওলা হৃদয়
হুম দাদা। ধন্যবাদ দাদা❤❤
ফয়জুল মহী
অনন্য ভাবনায় মহনীয় প্রকাশ।
সামশুল মাওলা হৃদয়
ধন্যবাদ দাদা।❤
সুপর্ণা ফাল্গুনী
আহা!প্রেম ! প্রিয় জনের প্রতি কত আবেগ, ভালোবাসা থাকলে তাকে নিয়ে এভাবে ভাবা যায়। ধন্যবাদ ভাইয়া। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সামশুল মাওলা হৃদয়
ধন্যবাদ প্রিয় আপু।ভালোবাসা রইল❤❤
রেজওয়ানা কবির
বেদনাদায়ক। তবে তুমি নেই বলেই হয়ত এত সুন্দর
করে লিখতে পেরেছেন। ভালো লিখেছেন।
সামশুল মাওলা হৃদয়
ধন্যবাদ আপু।ভালোবাসা রইল❤❤
খাদিজাতুল কুবরা
তোমার শেষ পদচিহ্নের পরেই মরুভূমি!
ধূ-ধূ বালুচরে অপেক্ষমান আমি,
ছুটে ছুটে ক্লান্ত পথের দুরত্ব পাথেয়,
তুমি কিন্তু এসো বিকেল ফুরোবার আগে নাইটিঙ্গেল হয়ে,
সুরের মূর্চ্ছনা তুলো, মুদিবো নয়ন শুধালে সুরের অমিয়।
সামশুল মাওলা হৃদয়
অসাধারণ আপু।ভালোবাসা রইল
মোঃ মজিবর রহমান
তাঁর পর পর নেই, সে আজ নাই তাঁর শান্তি কামনায় উত্তম। তাঁর প্রতি গভীর ভালোবাসায় আপনাকে সুন্দর একটি জীবন হোক কামনা করি।
সামশুল মাওলা হৃদয়
ধন্যবাদ দাদা,ভালোবাসা রইল❤❤
জিসান শা ইকরাম
যারা নিশ্চুপ, তাঁদেরকে ভেবে কষ্ট পাওয়া শুধুই,
মৃত দেহকে আমরা বেশীক্ষণ রাখিনা,
কবিতা ভালো লেগেছে।
নিয়মিত লিখুন, অন্যদেরও লেখা পড়ুন।
শুভ কামনা।
সামশুল মাওলা হৃদয়
ধন্যবাদ দাদা।ভালোবাসা রইল
আরজু মুক্তা
কবিতা ভালো লেগেছে