এসেছি এ ধরাতে অজস্র স্বপ্ন নিয়ে
পারবো কি করতে পূরণ স্বপ্ন গুলো
নাকি মৃত্যুর দূত দেবে তা ভস্ম করে
জীবনে কত শত বন্ধন আছে, মৃত্যু
হলো যেতে হবে সকল বন্ধন ছেড়ে
কাঁদবে গো আমার আত্মীয় স্বজনরা
আমায় শেষ বিদায় দেওয়ার জন্য
নিয়ে যাবে শ্মশানে হবে না ঠাঁই নীড়ে।
হবে না তো কখনো কারুর সাথে দেখা
আমায় ডাকবে না কেউ নামটি ধরে
বলব না আর কারুর সাথে আমার
মনের কোন কথা, হাসবো না আর কো
প্রাণ খুলে, দেখব না আর কোনো স্বপ্ন
কায়া ভস্ম ভাসবে মোর নদীর জলে।
রচনাকালঃ
২৭/১১/২০২০
৬৬৩জন
৫৬৮জন
৮টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
মৃত্যু চিরন্তন সত্য। তখন কেউ খুঁজবে না, ডাকবে না। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ মন্তব্য করেছেন প্রিয় পাঠক
সতত শুভকামনা রইল
আলমগীর সরকার লিটন
চমৎকার এক ভাবনার বহিঃপ্রকাশ কবি দা অনেক শুভেচ্ছা রইল
জাহাঙ্গীর আলম অপূর্ব
হৃদয় হার্দিক মন্তব্য করার জন্য ধন্যবাদ
শুভকামনা রইল সতত
আরজু মুক্তা
এরকম নিরাশাবাদী হলে চলবে না। কাজ মানুষকে মনে রাখে। এমন কাজ করতে হবে যেনো পৃথিবী মনে রাখে।
জাহাঙ্গীর আলম অপূর্ব
পৃথিবীর মানুষ যেন আমাকে রাখে
তেমন কাজ অবশ্য করতে
ভালো থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
এটাই চিরন্তন।
শুভ কামনা রইলো।
জাহাঙ্গীর আলম অপূর্ব
সকল মানুষকে একদিন শেষ বিদায় নিতে হবে
এটাই চিরন্তন সত্য।
শুভকামনা রইল।