
বিবর্ণ দিনগুলিতে একাকী নিশ্চুপ বসে থাকা
হতচ্ছারা সময় যেখানে থমকে দাঁড়িয়েছে,
উদ্বাস্তু শিবিরে লাল পিঁপড়ের আনাগোনায়
ইদানীং যেন বড্ড দিশাহারা সে-
গোধূমচূর্ণ আকস্মিক ব্যস্ততায়।
দিনক্ষণের পঞ্জিকায় চিহ্নমুক্ত আঁকাআঁকিতে
দিন কেটে যায়/যাচ্ছে সন্ধ্যারাগের মূর্ছনায়,
ভোরের আলো আসে পরাগের উষ্ম উত্তাপে!
আলোকবর্তিকা সেতো দূরপরাহত কুহকমায়া।
স্মৃতিতে ভেসে ওঠে পুরনো কাসন্দির গান
রিক্তহস্তে হাত বাড়ানো আলুথালু বিবৃতাক্ষরা
ভেসে যায় আপন মনের আপ্লাবনে-
আঁকাবাঁকা নদের শিরা উপশিরার মোহনা পথে।
নির্বাক বিস্ময়ে এ যেনো হস্তগত কোন নব্যতন্ত্র;
যার বশ্যতা স্বীকরণ দীর্ঘ কষ্টলভ্য।
ভাগশেষ শূন্য এই হিসেব একদিন মিলে যাবে,
ভয় শুধু বেদুঈনের দুর্বারণ ক্রোধকে।
১৮টি মন্তব্য
হালিম নজরুল
ভাগশেষ শূন্য এই হিসেব একদিন মিলে যাবে
————চমৎকার কথা।
তৌহিদ
অনেক ধন্যবাদ, ভাল থাকুন ভাই।
সুপর্ণা ফাল্গুনী
ইদানিং সবারি এমন দৈন্যদশা। ক্রোধকে সংবরণ করতে হবে, ভাগশেষ শূণ্য একদিন মিলে যাবে। হয়তো আমি , আপনি থাকবো না তবুও ভালো কিছু হবেই। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। শুভ রাত্রি
তৌহিদ
মাঝেমধ্যে এমন সব ঝামেলা সামনে চলে আসে মনে হয় হাত গুটিয়ে বসে থাকি। রাগের মাথায় আর কিছু করতে ইচ্ছা করে না। আপনিও ভালো থাকুন দিদিভাই।
প্রদীপ চক্রবর্তী
প্রতিটা লাইন ভাবার্থ।
যার অনুভবে বিশ্লেষণ অনেক।
সেখানে ভালো লাগা রেখে যাওয়াই উত্তম।
ভাগশেষ শূন্য এই হিসেব একদিন মিলে যাবে।
যথার্থ লেখনী, দাদা।
তৌহিদ
মানুষকে তার প্রতিটি কর্মের হিসাব দিতে হয়। যে হিসেব মিলাতে পারে সেই সুখী। অপেক্ষা শুধু সময়ের ।
ভালো থাকুন দাদা।
সাবিনা ইয়াসমিন
যাপিত জীবনে এমন কিছু দিন/ সময়ের মুখোমুখি হতে হয়। ফেলে আসা দিনের হিসেব নেয়া হয়না, আগামীর প্রতি প্রবল ঔদাসিন্য আসে, আর বর্তমানকে অস্বীকার করতে না পারার আক্ষেপ কেবলই নিস্ফল ক্রোধে পরিনত হয়। এরই নাম জীবন, জীবনের বাস্তব প্রতিবিম্ব।
শুভ কামনা 🌹🌹
তৌহিদ
আপনার চমৎকার মন্তব্য সবসময় প্রেরণাদায়ক। সময়ের অপেক্ষায় আমাদের অতীত , বর্তমান ভবিষ্যতের অনেক হিসেব মেলাতে কষ্ট হয়। তারপরেও যখন হিসাব মিলে যায় তখন কিঞ্চিৎ সুখবোধ আসে বৈকি ।
ভালো থাকুন আপু।
ছাইরাছ হেলাল
দিনশেষের হিসেবে সব্বাইকেই বসতে হবে/হয়।
অপেক্ষা সামান্য সময়ের।
তৌহিদ
অপেক্ষা শেষে কৃতকর্মের হিসেব একদিন মিলে যাবে তারই প্রতীক্ষা এখন।
ভালো থাকুন ভাইজান।
আলমগীর সরকার লিটন
চমৎকার অনুভুতির ছোঁয়া কবি দা অনেক শুভ কামনা
তৌহিদ
ধন্যবাদ ভাই, ভাল থাকুন সব সময়।
শামীম চৌধুরী
স্মৃতিতে ভেসে ওঠে পুরনো কাসন্দির গান
আহা…!! কতই না মধুর। স্মৃতি বরাবরই মধুর।
দারুন লাগলো ভাই কবিতাটি।
তৌহিদ
সুখস্মৃতি বরাবরই মধুর। তবে জীবনের অনেক কাজের হিসাব মিলানো মুশকিল। সে সবই কিন্তু আমাদেরকে তিক্ত ক্ষত হয়ে পোড়ায়।
লেখা পড়েছেন দেখে ভালো লাগলো ভাইয়া। শুভকামনা জানবেন।
সুপায়ন বড়ুয়া
ভাগশেষ শূন্য এই হিসেব একদিন মিলে যাবে,
ভয় শুধু বেদুঈনের দুর্বারণ ক্রোধকে।
ক্রোঘকে নিবারন করে যাবেন এগিয়ে
তখন বন্ধু তোমায় আর পায় কে ?
ভাল লাগলো। শুভ কামনা।
তৌহিদ
পড়ার জন্য ধন্যবাদ ভাই। ভালো থাকুন এটাই প্রার্থনা।
আরজু মুক্তা
সবকিছু কি বিশ্লেষণ করা সম্ভব? দিন শেষে হিসেবের খাতা শূন্য।
তৌহিদ
বিশ্লেষণ করে জীবন চলেনা এটা যেমন ঠিক তেমনি জীবনে অনেক হিসেব শুন্যই থেকে যায়।
ধন্যবাদ আপু।