আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যাঁর জন্য দেশপ্রেমিকরা আজো পাগলপারা,
যাঁর জন্য কাঁদছে মাটি বৃষ্টি ঝর্নাধারা।
যাঁর নামে প্রতিদিন হয় অজস্র কবিতা লেখা,
যাঁ জন্যই আজকের এ বাংলাদেশকে দেখা।
যাঁর জন্যই ধন্য আজ সব কবিতার পাতা,
যাহা দেখে মহাদেব সাহা লিখেছেন-
“মনে হয় এরা সকলেই আমার চেয়ে আরো
বড় কবি,শেখ মুজিবের নামে প্রতিদিন
লেখে তারা নতুন কবিতা”।
তাঁকেই খুঁজি দেশের প্রতি মায়ার জন্য
শত্রুরা কারাগারকে বানিয়েছিল যাঁর ঘর,
মানুষের জন্য হাজারো নির্যাতন নীরবে
সয়েছে যে তবু করেনি কাউকে পর।
যাঁর মত মায়াবী মন পৃথিবীতে আর নাই,
যে বলে-“বাংলার মানুষের জন্য জীবনে
যৌবন আমি কারাগারে কাটিয়ে দিয়েছি
এ মানুষের দুঃখ দেখলে পাগল হয়ে যাই”।
যে সেই মায়াবী মনের শ্রেষ্ট মায়ার সম্রাট
৮টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
আমি তাঁকেই খুঁজি,
“যাঁর জন্য দেশপ্রেমিকরা আজো পাগলপারা,
যাঁর জন্য কাঁদছে মাটি বৃষ্টি ঝর্নাধারা।
যাঁর নামে প্রতিদিন হয় অজস্র কবিতা লেখা,
যাঁ জন্যই আজকের এ বাংলাদেশকে দেখা।”
এক কথায় অসাধারন ! শুভ কামনা।
শামীনুল হক হীরা
ধন্যবাদ অনন্ত।। মন্তব্য পেয়ে আনন্দিত হলাম সম্মানিত।
আলমগীর সরকার লিটন
চমৎকার কবি দা বিনম্র শ্রদ্ধা রইল
শামীনুল হক হীরা
ধন্যবাদ সহ ভালবাসা নিবেন সম্মানিত।।
আরজু মুক্তা
শুধু কবিতা কেনো? তাঁর জীবন থেকে অনেক কিছু শেখার আছে।
শামীনুল হক হীরা
অবশ্যই ঠিক বলেছেন সম্মানিত।। মন্তব্য পেয়ে উৎসাহিত হলাম। ধন্যবাদ সতত।
শামীম চৌধুরী
বিনম্র শ্রদ্ধা।
শামীনুল হক হীরা
ধন্যবাদ সতত সম্মানিত।