
এক টুকরো সুখের দামে এক পৃথিবীর আশা
এক নিমিষেই ছাড়লে তারেই বলি ভালোবাসা
তবুও তার পিছুটানে ঘরে ফেরার দায়
পুরুষ আমি বল্গাহরিণ হওয়ায় উপায় নাই ।।
হাজার প্রহর পথের ধারে নূঁড়ির স্বরূপ বেশ –
অবহেলায় অনন্ত যার পান্থ নিরুদ্দেশ
সবহারাদের ভয় কি বলো দস্যু হানার হাকে
রিক্ত বেদন বাজবে কি আর সিক্ত সিন্ধু বাঁকে ।।
অনেক স্বাদের স্বপ্ন যখন সঞ্চিত হয় ধুঁকে
চিলেকোঠার ছোট্ট দেরাজ ঘাম ভেজা ঐ বুকে
হাজার প্রাপ্তি তুচ্ছ যে হয় তিলেক হাসির দামে
একটা জীবন লিখেই না হয় দিলাম তাহার নামে ।।
এক দুনিয়া যাকনা কেটে আরেক জন্মে আমি
লক্ষ জনম চাইবো প্রিয় সঙ্গী হলেই তুমি
সারাদিনের খুনসুটি আর দণ্ড অভিমান
ভুলি তখন যখন তাকাও ফিরে পাই যে প্রাণ ।।
সদর, নোয়াখালী।
৯টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ ছন্দময় কবি দা
হালিম নজরুল
চমৎকার কবিতা পড়লাম।
ফয়জুল মহী
অপূর্ব প্রকাশ l বিমোহিত 💙 I
মোঃ মজিবর রহমান
বেশ ভাল লাগল ব্রাদার।
সুপর্ণা ফাল্গুনী
আপনার অভিলাষ পূর্ণ হোক। প্রিয় জনের একটু চাহনিতেই প্রাণ পায় কত শত নারী পুরুষ। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো আছেন নিশ্চয়ই
আরজু মুক্তা
প্রিয়জন এভাবে পাশে থাকলে কতো কিছুই পূর্ণ হয়।
শুভকামনা ভাই
জিসান শা ইকরাম
প্রিয় মানুষের জন্য লক্ষ জনম চাওয়াই যায়।
অনেক দিন পরে দেখলাম ব্লগে,
শুভ কামনা।
তৌহিদ
প্রিয় মানুষের ভালোবাসা পেতে আমরা কতকিছুইনা করি, করতে চাই। কেউ ভালোবাসায় পূর্ণতা পায় কেউ পায়না।
ভালো থাকুন ভাই।
রোকসানা খন্দকার রুকু
একটা জীবন দিলাম লিখে তাহার নামে। এমন আহ্ববান।
ভালো লাগলো। শুভ কামনা রইলো ভাইয়া।