অভিলাষ- অনন্তের আশ্বাস

অনন্য অর্ণব ১০ নভেম্বর ২০২০, মঙ্গলবার, ১২:৩১:০১পূর্বাহ্ন কবিতা ৯ মন্তব্য

এক টুকরো সুখের দামে এক পৃথিবীর আশা

এক নিমিষেই ছাড়লে তারেই বলি ভালোবাসা

তবুও তার পিছুটানে ঘরে ফেরার দায়

পুরুষ আমি বল্গাহরিণ হওয়ায় উপায় নাই ।।

 

হাজার প্রহর পথের ধারে নূঁড়ির স্বরূপ বেশ –

অবহেলায় অনন্ত যার পান্থ নিরুদ্দেশ

সবহারাদের ভয় কি বলো দস্যু হানার হাকে

রিক্ত বেদন বাজবে কি আর সিক্ত সিন্ধু বাঁকে ।।

 

অনেক স্বাদের স্বপ্ন যখন সঞ্চিত হয় ধুঁকে

চিলেকোঠার ছোট্ট দেরাজ ঘাম ভেজা ঐ বুকে

হাজার প্রাপ্তি তুচ্ছ যে হয় তিলেক হাসির দামে

একটা জীবন লিখেই না হয় দিলাম তাহার নামে ।।

 

এক দুনিয়া যাকনা কেটে আরেক জন্মে আমি

লক্ষ জনম চাইবো প্রিয় সঙ্গী হলেই তুমি

সারাদিনের খুনসুটি আর দণ্ড অভিমান

ভুলি তখন যখন তাকাও ফিরে পাই যে প্রাণ ।।

সদর, নোয়াখালী।

৯৯৭জন ৮৭১জন
0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ