
বাঁশবনে মেটোপথে কুয়াশার চাদর মুড়িয়ে
পৌষ আনাগোনার প্রস্তুতিপর্বে,
লেপ-কাঁথা-কম্বল শুকানোর পায়তারা
আনাচেকানাচে রৌদ্রতাপে মাঠেঘাটে।
উত্তর বাতাসে কাঠগোলাপের ঘ্রাণে
দিগন্তবৃত্তে প্রস্ফুটিত সোনালি ধানের ছড়ায়;
মাকড়শাজালে মুক্তোদানার রুপে
ঝলমলিয়ে ওঠে শিশিরবিন্দু লোলুপ মায়ায়।
স্পর্শে অনুভবের শীতল পরশে
বিরহী সাম্পানওয়ালার হাতছানি ডাকে,
মনেপ্রাণে বেজে ওঠা হেমন্তসঙ্গীতে
সিঁদুররাঙা রাঁধাচূরা দোলখেলে বাতাসে।
আলতোপায়ে সিক্ত ঘাসের আলবেয়ে
অনন্তকালের সাক্ষী বটবৃক্ষের ছায়াতলে,
ক্ষণিকের বিশ্রামে গালগপ্পে বয়ে যাওয়া সময়ে-
এইতো এসেই গেলো পৌষ পৌষালি রুপে।
২০টি মন্তব্য
আরজু মুক্তা
পৌষ এসে গেলো! বাতাসে, মিষ্টি রোদ আর শিশির বিন্দু বুঝিয়ে দিচ্ছে। আলতো পায়ে হেঁটে হালকা শীতের আমেজ শিরশিরে ছোঁয়ায় বুঝিয়ে দেয়।
শীত প্রিয় ঋতু। এ সময়ের টাটকা সবজি। দারুণ মজাদার। আর একটু আয়েশি সকালের ঘুম। ওটাও বা কম কিসে?
পৌষালি শুভেচ্ছা
তৌহিদ
শীতকালীন সবজী আমার খুবই পছন্দের। আজ কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে।
সাবধানে থাকুন আপু।
রেজওয়ানা কবির
আপনার লেখা পড়ে মনে হল ভাইয়া পৌষ এসে গেল। আর শীতে লেপ কাঁথা শুকানোর কথা মনে পড়ে বেঁচারী রুকু আপুর কাপড় ধোয়ার কথা মনে পরে গেল। আর কাঠগোলাপ খুব প্রিয় ফুল। ভালো থাকবেন। শুভকামনা।
তৌহিদ
কাঠগোলাপ আমার নিজেরও খুব পছন্দের ফুল। শীত এসেই গেলো। আজ ঠান্ডা পড়েছে বোঝা যাচ্ছে।
ভালো থাকুন আপু।
প্রদীপ চক্রবর্তী
স্পর্শে অনুভবের শীতল পরশে
বিরহী সাম্পানওয়ালার হাতছানি ডাকে,
মনেপ্রাণে বেজে ওঠা হেমন্তসঙ্গীতে
সিঁদুররাঙা রাঁধাচূরা দোলখেলে বাতাসে।
অগ্রহায়ণ তারপর পৌষ।
কিন্তু আপনার কবিতা জুড়ে পৌষের আনাগোনা।
খুবি ভালো লাগলো,দাদা।
তৌহিদ
ধন্যবাদ দাদা, ভালো থাকুন আপনিও।
রোকসানা খন্দকার রুকু
পৌষ তো এসেই গেল। এবার পালা পৌষি ভাবীদের হাতের পিঠা পুলি খাবার ধুম।
শুভ কামনা রইলো ভাইয়া।
তৌহিদ
আমিও পিঠা খেতে চাই। ভাপা পিঠা সাথে নারকেল আর খেজুর গুড়।
কবে খাওয়াবেন?
সুপায়ন বড়ুয়া
ভাই আমার লিখে যায়
কবিতায় লেখা।
পৌষের কুয়াশায় ঢাকা
অপরূপ দেখা।
ভাল লাগলো। শুভ কামনা।
তৌহিদ
ধন্যবাদ দাদা, শুভকামনা রইলো।
জিসান শা ইকরাম
একান্ত অনুভুতির মাঝে শীতের আগমনী বার্তা পেলাম আমরা।
কবিতা ভালো হয়েছে।
শুভ কামনা।
তৌহিদ
কবিতা লেখেন কবিরা। আমি কবি নই ভাইজান। তাই একান্ত অনুভূতিতে নিজের মনের কথা বলতে ভালোলাগে আমার।
আর আপনারা যখন মন্তব্য করেন তখন উৎসাহ পাই অনেক বেশি।
ভালো থাকুন ভাই।
আলমগীর সরকার লিটন
শীতপৌষের অনেক শুভেচ্ছা রইল কবি তৌহিদ দা
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা ভাই।
সুপর্ণা ফাল্গুনী
শীত টের পাচ্ছি দুদিন ধরে। কিন্তু আপনার কবিতা পড়ে শীতের কাঁথা মুড়ি দিতে হবে। কাব্যে, শব্দচয়নে আপনার কবিতাগুলো অসম্ভব মাধুর্যমন্ডিত হয়। শীত আমার ভীষণ প্রিয় ঋতু নানান সবজি, ঘুম আর ঘোরাঘুরির জন্য। ভালো থাকবেন সবসময় শুভ কামনা অবিরত
তৌহিদ
শীত এখানেও খুব বেশি। কম্বল গায়ে দেয়া লাগছে। শীত আমারও পছন্দের ঋতু সেই একই কারনে।
ভালো থাকুন দিদিভাই।
সঞ্জয় মালাকার
পৌষ এসেই গেল।
দাদা,কাব্যে, শব্দচয়নে আপনার কবিতা পড়ে মুগ্ধ হলাম।
আপনার জন্য শুভ কামনা রইল।
তৌহিদ
ধন্যবাদ দাদা, ভালো থাকুন আপনিও।
সামশুল মাওলা হৃদয়
শীতকালে খেজুরে রস দিয়ে পিন্নিটা বিষণ মিস করি। খেজুরের রস চুরি করে আনে পিন্নি পাকানো টা বিষণ আনন্দের ছিলো।
তৌহিদ
খেজুরের রস এবং গুড় দিয়ে বানানো যেকোন খাবারই আমার খুব পছন্দের।
ভালো থাকুন আপনিও।