
সামলাতে পারছি না সময়ের গতি কেমন গতি!
রবি শশী যেখানে অবস্থা ঘুরেফিরে একই স্থান;
কিছু তারার আস্ফালন দেখি মিটি মিটি-
তাও সময়ের গতি বহুগুণ নির্মূল দেয়াল
অথচ ভাবতে পারি না চলমান গতির আবেগ সমিতি!
এই দেখি কি মাটির মায়া শুকনো পাতার লাশ-
আর সবুজ ঘাসের বিছানা- ঐ এক ঘ্রাণ কাছে
ডেকে যায়- তবুও স্থির নয় সমযের গতি কেমন গতি।
শত জনমের প্রণয় মাঝে মাঝে আকাশ গড়ে বৃষ্টি
পুড়া দেহ বজ্রপাত ডাবগাছগুলো তেমনা দাঁড়িয়ে
সুপারিগাছ দোলছে ঠিক আগের গতিতেই শুধু
পান খাওনার থু থুটা ফেলার সময়ের গতি নেই- কেমন গতি
উড়া সাদা মেঘের দল ছুটছে গতি সীমানা জানা নেই;
তবুও মিছিল স্লোগানের আওয়াজ নেই থমকে
দাঁড়িয়েছে সময় জানাযায় মানুষ নেই শুধু ঘাসফড়িং
এর দল- অতঃপর হারায় না মাটির বন্দর সময়ের গতি কেমন গতি ।
১৮ কার্তিক ১৪২৬, ০৩ নভেম্বর ২০
—————————————–
১৮টি মন্তব্য
শামীম চৌধুরী
সত্যিই কবি দা
সময়ে গতি বুঝা খুবই কঠিন একটি কাজ।
মনে লাগার মতন কবিতা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি শামীম দা
সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————
ফয়জুল মহী
বাহ , অনবদ্য বেশ চমৎকার লিখনশৈলী
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা
সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————
আরজু মুক্তা
সময়, বৃদ্ধ। কিন্তু বোঝা মুশকিল
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মুক্তা আপু
সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————
সুপায়ন বড়ুয়া
হারায় না মাটির বন্দর
সময়ের গতি কেমন গতি ?
এটাই মোদের নিয়তি।
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপায়ন দা
সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————
রোকসানা খন্দকার রুকু
সন্তের গতি বোঝা সত্যিই মুশকিল। শুভ কামনা রইল ভাই।
রোকসানা খন্দকার রুকু
সরি সময়ের গতি হবে।
শুভ সকাল।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি রুকু আপু
সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————
আলমগীর সরকার লিটন
ধন্যবাদ রুকু আপু
রেজওয়ানা কবির
সময় নদীর স্রোতের মত চলমান, তাই এর গতি বোঝা সহজ নয়।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি কবির আপু
সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————
প্রদীপ চক্রবর্তী
সময়ের গতি বুঝা বড্ড কঠিন।
সে তার গতিতে বয়ে চলে সর্বদা।
ভালো লাগলো,দাদা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি প্রদীপ দা
সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————
সুপর্ণা ফাল্গুনী
সময়ের গতি বোঝা যায় না কবি। যদি যেত তাহলে সবকিছু হাতের মুঠোয় নিয়ে নিতো মানুষ। চমৎকার উপস্থাপন। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপর্ণা দিদি
সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা পেলাম
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————