
আজো হয়নি বলা ভালোবাসি
আমি আকাশটাকে তোমার কথা বলেছি,,,,
নদীর জলে তোমার ছায়া দেখছি,,,,,
এ’ মন বলে তোমায় ভালোবেসেছি,,,,,
পাখির ঝাঁকে তোমার কথা বলেছি,,,,,
ফুলের কানে তোমার কথা বলেছি,,,,
আমি স্বপ্ন গুলো তোমায় নিয়ে সাজিয়েছি,,,,
আমি বিধাতার কাছে তোমার কথা বলেছি,,,,
আমি প্রজাপ্রতির ডানায় তোমার নাম লিখেছি,,,,
আমি পৃথিবীতে সবাইকে তোমার কথা জানিয়েছি,,,,
আমি তারায় তারায় তোমার কথা লিখে রেখেছি,,,
আমি শিল্পীর তুলির ছোঁয়াতে তোমায় এঁকেছি,,,,
আমি সকল প্রার্থনায় শুধু তোমায় চেয়েছি,,,,
আমার হাজার মানুষের ভিড়ে শুধু তোমায় খোঁজি,,,,
পৃথিবীর কানায় কানায় ছড়িয়ে পড়েছে তোমার আমার ভালোবাসার কথা,,,,চ
কিন্তু,,, আজো হয়নি বলা তোমাকে ভালোবাসি,,,,
আলিফ
৯টি মন্তব্য
ফয়জুল মহী
চমৎকার শব্দ, অনুষঙ্গ , আর ভাব। সবসময় শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
আজো যে কথা হয়নি বলা তা বলতে বেশি দেরি করা ঠিক নয়।
বলে ফেলাই ভালো।
শুভ কামনা আপুনি। ভালো থাকবেন।
রেহানা বীথি
ভালোবাসার কথা তাড়াতাড়ি বলে ফেলাই ভালো। ভালো লিখেছেন।
দালান জাহান
ভালোবাসি বলে দিতে হয়। খুব সুন্দর
সুপায়ন বড়ুয়া
বলতে চাইলে বলা যায়
ভালবাসার এমন কি দায় ?
ভাল লাগলো। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসি, ভালোবাসি আমি তোমায় ভালোবাসি, যতটা ভাবছো তার ও বেশী।-বন্ধু আমার সিনেমার গানটির কথা মনে পড়ে গেল। অনেক অনেক দিন পর আপনার লেখা পড়লাম খুব ভালো লাগলো আপু। নিয়মিত পাবো আশা করি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আরজু মুক্তা
ডিজিটাল যুগ। হোয়াটস এ্যাপ, মেসেঞ্জার। তারপর বাহাটি জিফ, ইমো। ওহ্! তবুও দেরি কেন? পথিক কিন্তু থমকে আছে!
জিসান শা ইকরাম
আবেগপুর্ন কবিতা ভালো লেগেছে খুব,
শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর মনভাব কবি আপু