একবার আমরা খুব মুখোমুখি হয়ে বসবো
আমি আমন্ত্রণ জানালে আপনার অজান্তে।
.
সেইদিন বৃষ্টি হবে-
বৃষ্টি তীব্রতায় আপনার অনুপস্থিতি
অধীর আগ্রহে প্রশ্ন তুলবে আপনার দিকে
খুব জানতে হবে- কোথায় ছিলেন আপনি?
যে কথা বলতে চেয়েছি আমি। বলবো না-
আপনি বলবেন- সেই থেকে আর ছিলাম না।
.
সাংকেতিক চিহ্নে আমি দুঃখ জানান দিলে
আমিই বলবো-
কারো কারো অনুপস্থিতি বৃষ্টির জল
নিঃসঙ্গতায় আমাকেও ডুবিয়ে রাখে।
.
অনেকদিন কিংবা অনেক বছর পরেও
আমন্ত্রণ জানালে আপনার মুখোমুখি
আমি বলবো আপনাকেই-
দীর্ঘদিন আটকে রাখা পোষা পাখির মতো
যে কথাটি ভেতরে ভেতরে পোষে রেখেছি।
.
মুখোমুখি আমার সেই কথাটি-
আপনার মুখে উড়ে অবাধ্য চুলের শাসন
হঠাৎ একটি আঙ্গুলের স্পর্শ সরিয়ে দিলে
আমি বলছি- সজ্ঞানে আপনি থেকে তুমি
হ্যাঁ! তোমার কপাল, তোমার চোখ।
আমি মুখোমুখি তোমার কাছে ভাষাহত
যে কথা বলতে চাই, আমি বলতে পারিনা।
.
২৭ শে অক্টোবর
আপনি মুখোমুখি বসে আছেন
ঝরা পাতার মতো লেপ্টে আছেন
আমার না-বলা আপনি; আমার সহস্র কথায়।
২৫৮জন
৮৭৫জন
১০টি মন্তব্য
রেহানা বীথি
কল্পনায় ডানা মেলা।
বেশ সুন্দর কবিতা।
নাজমুল হুদা
ধন্যবাদ আপু।
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির ছোঁয়া কবি দা
রোকসানা খন্দকার রুকু
কল্পনাতেও এত চাওয়া পাওয়ার আকুতি। বেশ ভালো লাগলো। শুভ কামনা ভাইয়া।
ফয়জুল মহী
অপূর্ব ভাব ও ভাষার গাঁথুনি।
মোঃ মজিবর রহমান
হ্যাঁ! তোমার কপাল, তোমার চোখ।
আমি মুখোমুখি তোমার কাছে ভাষাহত
যে কথা বলতে চাই, আমি বলতে পারিনা।
অনাহূত আহত চোখে দৃষ্টি তোমার পানে……………………
আরজু মুক্তা
বলে দেন, এতোদিন কোথায় ছিলেন বনলতা সেন?
সুপর্ণা ফাল্গুনী
আহারে ছোট ভাই এখনো কেন, কিসের অপেক্ষা? দেরী করা ঠিক হবে না। বলে দিন তাড়াতাড়ি। শুভেচ্ছা ও শুভকামনা রইলো
জিসান শা ইকরাম
পাতার মত লেপ্টে আছে অথচ বলা হয়না,
সাথেই তো থাকেন তিনি। বলার আবশ্যকতা কি?
শুভ কামনা।
জাহাঙ্গীর আলম অপূর্ব
দারুণ লিখেছেন কবিতা খানি
শুভকামনা রইল প্রিয় কবি