প্রতীক্ষা-দিনে

সাবিনা ইয়াসমিন ২৬ অক্টোবর ২০২০, সোমবার, ১০:৩৪:৩১অপরাহ্ন একান্ত অনুভূতি ৮ মন্তব্য

 

প্রতীক্ষায় সেদিনের,
যেদিন রবে না আগুন লাগা দুপুরের আলস্য
অথবা, ভাতঘুমে বেলা ফুরোবার পালা

আসবে না আর থিকথিকে হাটু কাঁদার ভয়ে প্রকৃতি উপেক্ষা করার দিন,
বৃষ্টির জলে ভেসে/ সাঁতরে পাড় হতে হবে না চৌরাস্তার মোড়!
রোদ-বৃষ্টির যৌথ আয়োজনে নির্বিঘ্নে সমাপ্ত হবে ব্যাঙ/ শেয়ালের বিয়ের আসর।

শারদীয় উৎসব শেষ হবে, এবারকার সব-বারের মতন,
বিদায়ী কাশফুল মুখ গুজবে নিজেরই আস্তরণে,
তখন দিন গুনবো ঋতু বদলের।

পালা বদল হলে,
পোড়া রোদ্দুরে জ্বলেপুড়ে খাক হবে ধান কাটা মাঠ,
ঘন কুয়াশায় ধুসর হবে মায়াময় নীলাকাশ,
সীমাহীন দিগন্তে, এপাড় থেকে ওপাড়ে পৌঁছাবে মাতাল হাওয়া;

তারপর একদিন পাখিরা গেয়ে উঠবে চিরচেনা সুরে,
বারতায় ছড়াবে কুহুতান,
কাননের কুসুমেরা বলবে কথা, স্নিগ্ধ হাসির পরশ মেখে;

তখন কী খুঁজে নেবে আমায়! আজন্ম সখীরে..

 

* অ-কবিতা

ছবি – আমার 🙂

১৩৭৭জন ১২২৮জন
0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ