
আমি আর আকাশ দেখি না,
মুগ্ধ চোখে তাকিয়ে থেকে বুদ হয়ে রই না নীল-সাদা খেয়ায়,
ঝিরিঝিরি কাশফুল হলদেটে হয়ে গেছে গেলো দিনেই,
রিমঝিম বৃষ্টি-বিন্দু আগ্রহ হারিয়েছে সেই শুভ্রতা ফিরিয়ে আনতে।
এখন আর শুনি না কোন গান,
শঠতার সুরে গাওয়া, নিরত্তাপ স্বরের বাক্যবাণে জর্জরিত হয়েছে আমার কর্ণকুহর!
কোন গান-ই এখন আমার নয়, আমার জন্য নয়-ই।
একই পথে পথ খুঁজে চলা আমি পথ হারাই বারবার,
চলার পথটা চলমানই থাকে
পাহাড়, নদী, বালিয়াড়ি কোথায় না গেছি!
পথ হারানোর রেশটুকুতে খুঁজে দেখিনি গন্তব্যের মানচিত্র।
নদী হতে চেয়েছি কতকাল, কত যুগ ধরে!
জন্ম-জন্মান্তরের নদী আমি, তবুও স্রোতশূন্যতা রয়ে গেলো গহীনে-ই
দু’চোখের নির্লিপ্ত আঁধারে নিমজ্জিত আজ অন্ধ প্রত্যাশারা.
আমি আর স্বপ্ন আঁকি না সাগর-মোহনার।
শর্তহীন সমর্পণে যা কিছু হয়েছিলো অর্পণ
সেইসব অর্জনের হিসেব মিলাই না আর,
অজ্ঞ-মূর্খ আমি’টাকে অবসরে পাঠিয়েছি যোগ-বিয়োগ-গূণ-ভাগের জটিলতা থেকে,
নগদ নগরীর হিসাবে চলবো! এমন নাগরিক নই।
* অ-কবিতা।
* ছবি-আমার-ই।
২৯টি মন্তব্য
তৌহিদ
হিসেব মিলিয়ে জীবন চলেনা আপু। জীবন তার নিজের গতিতেই চলে। উত্থানপতন জীবনেরই অংশ, বহমান নদীর মত জীবনের গতিকে থমকে দেবে কার সাধ্যি!
নিজের আমিত্বকে নিয়েই সুখে থাকার মত আর কিছু হতে পারেনা।
শুভকামনা সবসময় আপু 🌹
সাবিনা ইয়াসমিন
নদীরও কথা থাকে,থাকে গহীনে ব্যাথা। আমাদের জীবন বহমান নদীর মতন। যতদিন বইতে পারে ততোদিনই বেঁচে থাকা।
ধন্যবাদ আপনাকে 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
কি অসাধারণ! বিরহের মাঝেও এত স্বাদ পাঠকের জন্য।
এমনটাই হয় হয়তোবা, কিংবা জীবনই এমন কখনোই হিসেব মেলেনা। মিলিয়ে দেখবার চেষ্টা করাও অযথা।
মানিয়ে, পুশিয়ে, ছাড় দিয়ে চলতে হয়।
সোনেলার প্রান ফিরেছে। শুভ কামনা ও ভালোবাসা অবিরাম।
সাবিনা ইয়াসমিন
আপনার মন্তব্য বরাবরই উপভোগ্য, এবং অবশ্যই অনুপ্রেরণাময়। এমন মন্তব্য পেলে লেখার স্পৃহা বাড়ে, ভালো হলো কি খারাপ হলো, কোন কিছু না ভেবেই।
শুভ কামনা নিরন্তর 🌹🌹
ছাইরাছ হেলাল
দেখি বা না-দেখার ভান করি, আকাশ আকাশেই থাকে নীল হয়ে,
আকীর্ণ-রৌদ্র গায়ে ঢালি বা না-ঢালি, রৌদ্র রৌদ্র হয়েই জ্বলে,
ধ্বনিত-ধ্বনি প্রতিধ্বনি হয়েই রূপসীর জলে ভাসে,
রোদন-ধ্বনি শুনি হাসাহাসি-বীণার রাগ-রাগিনীতে,
আমরাই!!
সাবিনা ইয়াসমিন
আকাশটা আকাশেই থাকে
তেমনি বাতাসে উড়ে যায় মন খারাপের মেঘ!
তবুও হাসি
তবুও ভাসি
তবুও অভিমানে ফোটাই মরুতে বকুল!
আমরা তো আর আমড়া নই 😉
সুপায়ন বড়ুয়া
আমি আর আকাশ দেখি না,
শান্ত নদীর বুকে
মৃদু ঢেউয়ের উচ্ছাস দেখি
যেখানে থাকে জীবনের স্পন্দন
সুর্যালোকের তারায় আলো।
আপুর জন্য শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
জীবনের স্পন্দনে নদী হয়ে উঠুক স্রোতস্বিনী
মায়াবী নির্ঝরিণী। এই প্রত্যাশা আমাদেরও।
শুভ কামনা 🌹🌹
হালিম নজরুল
“শর্তহীন সমর্পণে যা কিছু হয়েছিলো অর্পণ
সেইসব অর্জনের হিসেব মিলাই না আর”
—————-অভিমান, নাকি আক্ষেপ?
সাবিনা ইয়াসমিন
অভিমানের সাথে আক্ষেপ অঙ্গাঙ্গী ভাবে জড়িত। আলাদা করার উপায় নেই 🙂
ধন্যবাদ ও শুভ কামনা 🌹🌹
রেজওয়ানা কবির
আমি আর সত্যি স্বপ্ন দেখি না, আমি আর বার বার অবহেলার পর ও ফিরে আসি না, আমি আর চেনা পথেও হাঁটি না আগের মত। আমি জীবনের শিকল থেকে মুক্ত হতে চাই। খুব সুন্দর লিখেছেন আপু।ভালো থাকবেন। শুভকামনা ।
সাবিনা ইয়াসমিন
খুব সুন্দর লিখেছেন! ধন্যবাদ এমন করে বলার জন্যে। আপনি লিখলে হয়তো বেশি ভালো হতো। নতুন লেখা দিন। শুভ কামনা 🌹🌹
দালান জাহান
জীবনের স্পন্দন শুনি তাই
“আমি আর আকাশ দেখি না” অবশ্য আমি ঘরে শুইয়ে শুইয়ে আকাশ দেখি। খুব সুন্দর লিখেছেন দিদি।
সাবিনা ইয়াসমিন
আপনি মহা সুখী, ঘরে যদি আকাশ থাকে খোলা আকাশের নীচে যাওয়াই লাগে না 🙂
শুভ কামনা আপনাকে 🌹🌹
খাদিজাতুল কুবরা
“নদী হতে চেয়েছি কতকাল, কত যুগ ধরে!
জন্ম-জন্মান্তরের নদী আমি, তবুও স্রোতশূন্যতা রয়ে গেলো গহীনে-ই”।
আমার সবসময়ই আপনার লেখা পড়ে মনে হয় এতো আমার মনের কথা।
খুব ভালো লেগেছে আপু প্রতিটি লাইন।
কবিতার পরতে পরতে বিষন্ন সুন্দর ছড়িয়ে পড়েছে।
সাবিনা ইয়াসমিন
আমার ভালো লাগে আপনার এমন সব কমেন্ট পড়তে। মনেহয় একান্ত আপন কেউ কাছে বসে সুখ কষ্টের অংশীদার হয়েছে।
শুভ কামনা ❤️❤️
খাদিজাতুল কুবরা
অনেক ভালোবাসা রইলো আপু।
খাদিজাতুল কুবরা
প্রিয়তে নিলাম আপু।
সাবিনা ইয়াসমিন
কৃতজ্ঞতা নিরন্তর ❤️❤️
সঞ্জয় মালাকার
নদী হতে চেয়েছি কতকাল, কত যুগ ধরে!
জন্ম-জন্মান্তরের নদী আমি, তবুও স্রোতশূন্যতা রয়ে গেলো গহীনে-ই
দু’চোখের নির্লিপ্ত আঁধারে নিমজ্জিত আজ অন্ধ প্রত্যাশারা.
আমি আর স্বপ্ন আঁকি না সাগর-মোহনার।
দিদি অনেক দিন পর ব্লগে এসে আপনার লেখা পড়ে মুগ্ধ হলাম ।
পড়ে বেশ ভালো লাগলো দিদি,
আপনাকে জানাই শারদীয় শুভেচ্ছা ,
ভালো থাকবেন শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
অনেক দিন পর আপনার মতামত জানতে পেয়ে আমিও খুশি হয়েছি দাদা।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
আবারো চমৎকার অ-কবিতা পেলাম, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নদী আর জীবন কারো জন্য কখনো থেমে থাকে না শুধু ই বয়ে চলে আপন গতিতে। জীবনের হিসাব কখনোই মেলানো যায় না, শুধুই ব্যর্থ চেষ্টা। তার চেয়ে তা পাই তাই নিয়ে বেঁচে থাকা এটাই ভালো থাকার মূলমন্ত্র। বিজয়া দশমীর শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সাবিনা ইয়াসমিন
চেষ্টা করেছি আপনার দাবী পুরণ করতে! যেভাবে অকবিতা চাইছিলেন, আমি ঘুমের মধ্যেও স্বপ্ন দেখেছি! আপনার ভালো লেগেছে জেনে পরিশ্রম সার্থক হলো 😇😇
সুপর্ণা ফাল্গুনী
আপনার অ-কবিতা অসম্ভব ভালো লাগে। আহারে আমারও কিন্তু এমন হয় কোন কিছু নিয়ে কেউ আবদার করলে সেটা পূরণ না হোক স্বপ্নে ঠিক ধরা দেয় ভাবতে ভাবতে। আমার দাবী পূরণ করার জন্য লিখেছেন এটা শুনে কি যে ভালো লাগছে। অ-নে-ক অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপু। শুভ কামনা অহর্নিশি
শামীম চৌধুরী
আমি আকাশ দেখি
মেঘবালিকাকে খুঁজি
আমি আকাশে রংধনু দেখি
মেঘের আড়ালে মুখ বুজি।
দারুন ভাল লাগলো আপু।
সাবিনা ইয়াসমিন
আপনার দেখার আগ্রহ বাড়ুক,
পূর্ণ হোক সকল চাওয়া।
শুভ কামনা অনেক অনেক 🌹🌹
আরজু মুক্তা
মনে হচ্ছে, চাইনা/ খুঁজি না/ পাইনা/ এসব কথার মাঝে অভিমানের নীরব সুর ঝরে পরছে।
থাক না দূরে সরে ঐ তারাগুলো। মনের আকাশের তারাগুলো গুণি।
শুভকামনা
সাবিনা ইয়াসমিন
আচ্ছা আমি কখনো বলেছি, আপনার কমেন্ট পড়ার আগে আমি মনে মনে সুরা পড়ি? মনেহয় বলিনি।
ক্রাইম রিপোর্টার সান্তার ভূত এখনো আপনার ঘাড়েই আছে!
আরজু মুক্তা
কারও গল্প, কবিতা যখন পড়ি। তখন আমি আমার মতো পড়ি। ব্যক্তিগত মনে করে পড়ি না।
আচ্ছা এখন থেকে কমেন্টে “ভালো লাগলো” লিখবো। আর না হলে পড়েই যাবো শুধু।
শুভকামনা