
শরৎ শেষে হেমন্তের আগমনী বার্তা
ফি বছর আসে যায়;
অনাহুত সময়ে অনাকাঙ্ক্ষিত বর্বরদশা-
ঢাকা পড়ে ভোরের কুয়াশার আড়ালে।
ভুল মানুষেরই হয়
আমরা সবসময় ভুল মানুষকে ভালোবাসি।
ভালোবাসাটুকুতো মিথ্যে নয়!
আবেগ কখনো মিথ্যে হতে পারেনা;
সত্যেকে আবৃত করেছে নচ্ছার দ্বিচারিতা।
কে জানে,পথের শেষে কি আছে!
তবুও শিশিরকে ভালোবেসে প্রতিক্ষণে,
কুহক মায়াবর্তীকার আড়ালে-আবডালে
বাড়িয়ে দেই নিজেদের হাত।
সত্যমিথ্যের প্রভেদ ভুলে প্রেম বাতায়নে
ধরাধামে আবারও হেমন্ত এসেছে;
নবউদ্যমে জরাজীর্ণতাকে পাশ কাটিয়ে-
মধুকুঞ্জে ভ্রমরের সুরেলা গুঞ্জনে।
[ছবি- নেট থেকে]
২৩টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
হেমন্ত এর অনেক শুভেচ্ছা রইল কবি দা
তৌহিদ
আপনাকেও অনেক শুভেচ্ছা দাদা।
ছাইরাছ হেলাল
হেমন্ত আমাদের নানা ভাবে ছুঁয়ে যায় সকল জরা গ্লানি পেছনে ফেলে,
স্বাগত হে হেমন্ত।
তৌহিদ
হেমন্ত ভালো কিছু বয়ে আনুক সকলের মাঝে এটাই প্রার্থনা।
ধন্যবাদ ভাই।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই হেমন্ত নতুন করে বাঁচার প্রেরণা, ভালোবাসার কথা বলে।নব হেমন্তের শিশিরে ধুয়ে মুছে যাক জরা, জঞ্জাল। নতুন স্বপ্ন রচিব নতুন ভাবে যদি ঈশ্বর সহায় হোন। এ ক্রান্তিলগ্ন থেকে মুক্তি চাই। নতুন ফসলে ভরে উঠুক কৃষাণের খোলা। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা
তৌহিদ
ধন্যবাদ আপু, শুভকামনা আপনার জন্যেও।
দিপালী
হেমন্ত ঋতুতে শীতের একটা আমেজ থাকে। এই সময় নবান্ন উৎসবে মেতে উঠে গ্রাম বাংলা। সুপাঠ্য কবিতা খানি পাঠে মুগ্ধ। ভাল থাকবেন।
তৌহিদ
মন্তব্যে প্রীত হলাম আপু। শুভকামনা নিরন্তর।
প্রদীপ চক্রবর্তী
হেমন্ত প্রকৃতির সবুজাভ আচ্ছাদিত ফসল হেমরূপে সেজে ওঠে।
হেমন্ত সেজে ওঠে গ্রামবাংলার নবান্ন উৎসবে।
নতুন ফসলে ভরপুর হোক কৃষকের গোলাভরা ধান।
.
ভালো প্রকাশ,দাদা।
তৌহিদ
ধন্যবাদ দাদা, ভালো থাকুন সবসময়।
শামীম চৌধুরী
হেমন্ত মানেই শীতের ছোঁয়া লাগার ভালোবাসা। হেমন্ত মানেই নবান্ন। হেমন্ত মানেই কিষানীর বুক ভরা ভালোবাসা। দারুন লাগলো তৌহিদ।
তৌহিদ
শুভকামনা জানবেন ভাই। মন্তব্যের ভালোলাগা রইলো।
আরজু মুক্তা
হেমন্ত কৃষকের প্রাণ।
হৈমন্তী শুভেচ্ছা।
তৌহিদ
ধন্যবাদ আপু, ভালো থাকুন।
রেজওয়ানা কবির
অনেকেই আমরা ভুল মানুষকে ভালোবাসি,হয়ত মানুষ টা ভুল থাকে কিন্তু ভালোবাসাটা সত্যি থাকে, আবেগও সত্যি থাকে,,,,সেই ভালোবাসার অর্থ বোঝার ক্ষমতা সেই ভুল মানুষটির নেই।
তৌহিদ
বাহ! চমৎকার বললেন আপু। অনেক ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
হেমন্তের শুভেচ্ছা রইল ভাইয়া।
শুভ কামনা।
তৌহিদ
আপনার জন্যেও শুভেচ্ছা রইলো আপু। ভালো থাকুন সবসময়।
খাদিজাতুল কুবরা
ভীষণ সুন্দর লিখেছেন ভাইয়া।
আসলে পরিণতি যা-ই হোক না কেন নিজের আবেগ ভালোবাসা কোনটিই মিথ্যে নয়।
আমার মনে হয় নিজের প্রতি নিজের আবেগের প্রতি বিশ্বাস থাকাটা খুব জরুরি।
মানুষটি ভুল হতে পারে সেটা তার দায় প্রকৃত প্রেমিকের নয়।
আর দ্বিচারিতা একটি সামাজিক ব্যাধি এটি সর্বাবস্থায় বর্জনীয়।
নিষ্কলুষ নিরীহ হেমন্তের মতো আমাদের সকলের জীবন হোক।
অনেক শুভেচ্ছা জানবেন ভাইয়া
তৌহিদ
সকল জরা কাটিয়ে হেমন্ত নিয়ে আসুক ভালোবাসার বৃষ্টি। সুন্দর মন্তব্যে অনেক ভালোলাগা রইলো আপু।
শুভকামনা সবসময়।
সুরাইয়া পারভীন
ভালোবাসাটুকু সত্য জানি
শুধু জানি না মানুষটি সত্য কিনা!
সবটা আবেগ গেলে দিয়ে যাকে ভালোবাসো হয়
সে কী আদৌও ভুল মানুষ হয়?
স্নিগ্ধ সত্য হেমন্তের মতোই হোক ভালোবাসার মানুষ টি
স্বচ্ছ সত্য । চমৎকার লিখেছেন ভাগয়া
সুরাইয়া পারভীন
*ভাইয়া
তৌহিদ
চমৎকার বললেনতো আপু!! অনেক ধন্যবাদ। কে জানে সামনে থাকা মানুষটিকে আমরা কতটুকু চিনতে পারি!!
শুভকামনা সবসময়।