
আজকাল রাতে ভাল ঘুম হয় না আমার।
স্পর্শহীন জীবনে এক ধরনের শীতলতা অনুভব করি!
প্রায়শঃ মাঝ রাতে ঘুম ভেঙ্গে বুক ধরফর করতে থাকে!
কাছের মানুষটির অনুপস্থিতি টের পাই!
পাশের রুমে ক্লান্ত মানুষটি ঘুমিয়ে আছে।
প্রতিদিন নিয়ম করে হাসপাতালে যেতে হয়
হৃদপিন্ডে রিং লাগানো মানুষটিকে!
মৃত্যুকে বড্ড ভয় হয় আমার!
তা সে নিজের হোক বা প্রিয় কোন মানুষের!
পৃথিবী এখন এক অতি-আনুবিক্ষণীক জীবানুর গ্রাসে!
দেশে দেশে চলছে কেবল মৃত্যুর মিছিল!
সারা বাড়িতে শব্দহীন পদচারনা চলে কিছুক্ষণ,
বাচ্চাদের দেখে পুনরায় ফিরে আসি নিজের ঘরে।
কি মনে করে দেরাজটা খুলতেই –
মোটা গোলাপী রঙের ফাইলটা চোখে পরল।
কতগুলি কাগজের টুকরো ছাড়া আর কিছুই নেই তাতে!
আমার মধ্যবিও জীবনের একমাত্র সঞ্চয়!
আমার মৃত্যুর পর যা একেবারেই অর্থহীন, মূল্যহীন!
মনে মনে একটু হাসি!
হাসির রেস কেটে না যেতেই চোখ পরল
দেরাজের এক কোনে ঝুলে থাকা
লাল বেনারসিটার দিকে!
কোন কবে ঢাকার সবচেয়ে ভাল ড্রাই ক্লিনার থেকে
ওয়াস করিয়ে রেখেছিলাম তাও মনে নেই আর!
শাড়ীটা থেকে তেইশ বছরের পুরোনো একটা গন্ধ নিলাম!
একটা বার হাত শাড়ীর মধ্যে লুকিয়ে থাকা
এক তরুনীর সুখ স্বপ্নের যেন স্পর্শ পেলাম।
বিয়ের পর আর কোনদিন পরা হয়নি শাড়ীটা।
দেরাজের কপাট লাগিয়ে দিয়ে জানালায় গিয়ে দাঁড়ালাম!
রাতের আধার ধীরে ধীরে কেটে গিয়ে
একটু একটু করে ভোরের আলো উকি দিচ্ছে!
পাখ পাখালির কলতানের ছন্দে
মুখরিত হয়ে উঠছে ধরাতল।
চিরকাল অন্ধকার থাকে না!
একদিন পৃথিবী তার দুর্দিন কাটিয়ে স্বাভাবিক হয়ে আসবে,
এবং তাকে আসতেই হবে।।
==========
দিপালী দুলু
বিঃদ্রঃ কবিতাটি ঢাকার লকডাউনের শুরুতে লেখা।
২৭টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
সুন্দর এককবিতা পাঠ করলাম অনেক শুভ কামনা রইল আপু
দিপালী
আপনার কথায় অনুপ্রানিত হলাম। অনেক ধন্যবাদ ভাইয়া।
আরজু মুক্তা
আসলেই দিনের পর রাত। আলো আসবেই। সব আগের মতো হবে।
শুভকামনা
দিপালী
সেই আশাতেই আছি সবাই। ভাল লাগল। অনেক ভাল থাকবেন।
সুরাইয়া পারভীন
শাড়ীটা থেকে তেইশ বছরের পুরোনো একটা গন্ধ নিলাম…. চমৎকার লেগেছে লাইনটি। করোনার বিভৎস সময় স্মৃতি হাতড়ে দেখার সুযোগ দিয়েছে
দিপালী
ঠিক বলেছেন। প্রথম দিকে খুব ভয় পেয়েছিলাম। তখন কত কি মনে হতো। ছোট বেলার কথা, আনন্দ বেদনার কথা। অনেক ভাল লাগল। ভাল থাকবেন।
সুপর্ণা ফাল্গুনী
একদিন আবার সবকিছু স্বাভাবিক হবে এটাই বিধাতার নিয়ম কিন্তু যা হারিয়ে যায় তা আর চাইলেও পাওয়া যায় না। মৃত্যুকে আমার ও বড্ড ভয় কারণ একবার আত্না দেহ ছাড়া হলে আর ফিরে আসে না। খুব সুন্দর একটি কবিতা পড়লাম। অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
সুপর্ণা ফাল্গুনী
সোনেলার উঠোনে আপনার পদচারণা শুভ হোক। স্বাগতম আপনাকে
দিপালী
সোনেলাকে পেয়ে খুব ভাল লাগছে। এই জন্য বন্ধু ইঞ্জাকে আন্তরিক ধন্যবাদ। সুপর্না আপাকেও আমার অশেষ ধন্যবাদ। আশা করি সামনের দিন গুলো সুন্দর এবং আনন্দের হবে।
দিপালী
পৃথিবীর মানুষ নামের সৃষ্টিটা যেন একটু বেশি নিজেকে জয়ী ভাবতে শুরু করেছিল তাই বিধাতা বুঝিয়ে দিলেন অতি আনুবিক্ষনিক প্রানীর কাছেও মানুষ দেখ তুমি কত অসহায়। এক সময় সব আগের মত স্বাভাবিক হয়ে উঠুক। আপনার মন্তব্যের অনুপ্রানিত হলাম। আপনিও ভাল থাকবেন অনেক।
সুপর্ণা ফাল্গুনী
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা মন্তব্যের জবাব দেবার জন্য। খুব ভালো লাগলো আপনার কথাগুলো। শুভ কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন
ইঞ্জা
মন্ত্রমুগ্ধ হলাম বন্ধু।
দুঃখজনক যে কবিতার রস আস্বাদন করতে পারলেও তা সম্পর্কে বিশ্লেষণে আমি অপারগ, তাই ক্ষমাপ্রার্থী আমি।
দিপালী
ক্ষমা চাওয়ার কিছু নেই বন্ধু। তুমি যে ব্যস্ততার মধ্যে পড়েছো তাতেই আমি অনুপ্রনিত। খুব ভাল লাগল। ভাল থেকো অনেক।
ইঞ্জা
তুমিও ভালো থেকো সবসময় বন্ধু।
তৌহিদ
সোনেলা পরিবারে স্বাগতম জানাচ্ছি আপু। আপনার লেখা পড়ে সত্যি আপ্লুত হলাম। লিখনশৈলীতে আপনি যে পটু তা এই প্রথম লেখাতেই প্রমাণ করে দিলেন।
সকল অন্ধকার দূর হয়ে আলো একদিন আসবে। সাথে করে নিয়ে আসবে ভালোবাসা ভালোলাগার স্মৃতিকথাগুলোকেও।
নিয়মিত আপনার লেখা পাবো আশাকরি। অন্য লেখকদের লেখা পড়ুন, আপনার সুগঠিত মন্তব্য আমাদের অনুপ্রেরিত করবে নিশ্চিত।
শুভকামনা সমসময়।
দিপালী
প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি দেরী করে জবাব দেবার জন্য। আমি লেখালেখিতে নবীন তাই আপনার কথাগুলো আমার জন্য ভীষন রকমের প্রেরনার। চাকুরী সংসার সব সামলে চেষ্টা করবো নিয়মিত লেখা দিতে।
আমারা সারা পৃথিবী এখন সুদিনের অপেক্ষায় প্রহর গুনছি। আশা করি অচীরেই আলো দেখা দেবে।
তৌহিদ
ভালো থাকুন সবসময়।
মনির হোসেন মমি
সোনেলা পরিবারে অভিনন্দন।
জীবনে কিছু সময় আসে তখন আর কারো কিছু করার থাকে না।স্মৃতির পাতায় ভর করে চলে দিবারাত্রী। খুব চমৎকার একটি কবিতা।
দিপালী
সোনেলা পরিবারে যুক্ত হতে পেরে সত্যি খুব আনন্দিত আমি। কবিতাটি আপনাদের ভাল লাগায় স্হান পাওয়ায় কৃতজ্ঞ। অনেক ভালো থাকবেন।
মোঃ মজিবর রহমান
একটি জীবনে মানুষের চাওয়া পাওয়া ও ব্যাথা তুলএ আনলেন। সৃতি আপন কিবা দূর কিন্তু অন্তরে স্থির।
সকল মেঘলা আকাশ সাদা শুভ্র ভোরের আলোয় দূর হোক এই প্রত্যাশা আমরাও করি।
সোনেলায় আপনাকে সুস্বাগতম। সুন্দর লিখন শৌলী আপনার। আরো সুন্দর লিখা পরার অপেক্ষায় রইলাম।
শুভএচ্ছা রইল।
দিপালী
আপনার মন্তব্য পড়ে চমৎকৃত হলাম। আমাকে এভাবে আপন করে নেয়াতে ভীষণ ভাল লাগছে সোনেলা পরিবারের সবাইকে। ভাল থাকবেন।
রোকসানা খন্দকার রুকু
স্বাগতম সোনেলা পরিবারে। শুভ কামনা রইলো।
দিপালী
অনেক ধন্যবাদ আপু। আপনার জন্যও শুভকামনা। ভাল থাকবেন।
নাজমুল হুদা
সোনেলায় আপনাকে স্বাগত।
কবিতাটির মধ্যে অতীতের স্মৃতি, বর্তমানের ভয়াবহতা, আর প্রিয় মানুষকে নতুন করে কাছে পাওয়ার প্রচন্ড বাসনা জেগে উঠেছে। শেষদিকে একটা নতুন দিনের আহ্বান করে শেষ।
ভালো লেগেছে খুব।
দিপালী
আন্তরিক ধন্যবাদ আপনার মুল্যবান সময় থেকে এই টুকু সময় দেবার জন্য। আপনার অনুধাবন চমৎকার। ভাল থাকবেন।
সাবিনা ইয়াসমিন
লকডাউনের দিনগুলো আমাদের ব্যস্ত জীবনে এক মুঠো রোদ হয়ে এসেছিলো। সেই সোনালী রোদ মেখে স্মৃতিরাও অবসর ভেঙেছিলো মনের ভিতর। খুব সুন্দর লিখেছেন। সোনেলা পরিবারে আপনি স্বাগত। ভালো থাকুন সারাক্ষন। শুভ কামনা 🌹🌹
দিপালী
খুব সঠিক বলেছেন। আমরা অনেকেই যারা ব্যস্তময় জীবনে নিজের কথা ভাবতে ভুলে যাই এই লকডাউনে তারা অনেকেই যেন একটা সুযোগ বা সময় পেয়েছে নিজের ভিতর লুকিয়ে থাকা আবেগ গুলো প্রকাশের। অনেক ভাল লাগল। শুভকামনা।