পুরুষ তুমি মানুষ হও

ইরিনা আহমেদ ১৩ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ০৯:৫৪:৫৭অপরাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য

পর্ণোগ্রাফি দেখে যদি আপনি সকল মেয়েকেই পর্ণস্টার ভাবতে শুরু করে দিন তবে সেই দোষটা কেবলই আপনার, শুধু মাত্র আপনার। একবার পড়ুন হাজারবার পড়ুন। হ্যাঁ,দোষটা আপনারই।

কে কীরাম ড্রেসআপ করবে সেই স্বাধীনতা তার, শুধুমাত্র তার, আপনার নয়। আপনি যদি নিজের ওপর কন্ট্রোল রাখতে না পারেন তবে আপনার বেঁচে থাকার মধ্যে বিন্দু পরিমাণও স্বার্থকতা নেই। নিজ দায়িত্বে জবাই হয়ে যান।

একটা প্রবাদ আছে জানেন তো? ” দুষ্ট গোরুর চেয়ে শূন্য গোয়াল  ভীষন ভালো ”
সুতরাং বুঝতেই পারছেন, আপনার মতো মানুষ থাকার চেয়ে না থাকাটা পৃথিবীর পক্ষে কতোটা মঙ্গলজনক!
আপনার মতো মানুষ না থাকলে পৃথিবীর সামান্যতমও ক্ষতি হবে না, কারও কিচ্ছু এসে যাবে না। বরং আপনার না থাকাতে প্রকৃতি স্বস্তির নিঃস্বাস ফেলবে।

সুতরাং আপনার বিকৃত মস্তিষ্কের জন্য এটা দায়ী, ওটা দায়ী এসব আজাইরা এক্সকিউজ না দেখিয়ে নিজেকে শোধরান, নিজের নষ্ট মস্তিষ্ককে নিজের কন্ট্রোলে রাখুন। আর এটাই হবে আপনার স্বার্থকতা।

৬৩৩জন ৫০১জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ