
প্রিয় অনির্বাণ,
তুমিই প্রথম শেখালে কিভাবে সীমাহীন যন্ত্রণা সাথে নিয়ে প্রিয়জনের থেকে দূরে সরে থাকতে হয়! তুমিই শেখালে কিভাবে ঝংকার তোলা হাসির অন্তরালে অথবা ওষ্ঠে চওড়া হাসি টেনে প্রতিনিয়ত ভালো থাকার অভিনয় করতে হয়! তুমি, হ্যাঁ তুমিই প্রথম শেখালে কিভাবে দু’চোখে অশ্রুর ফোয়ারার বদলে সেখানে আগ্নেয় গিরির জলন্ত লাভার উত্তপ্ত লেলিহান শিখা জ্বালাতে হয়! অকারণ রাত জাগা তোমার একদম পছন্দ ছিল না বলে সময় নির্ধারণ করে দিয়ে একটা ছকে বেঁধে দিলে আমার জীবন। গান শুনি না জেনে অবাক হয়ে বলেছিলে কোন যুগে আছো পড়ে? তারপর তোমার কিছু প্রিয় গান বাছাই করে দিলে আমাকে শুনতে।
জানো অনির্বাণ, আজ এই দু’চোখে অশ্রু ঝরার বদলে আগুন ঝরে। ঝংকার তোলা অট্টহাসিতে ত্রাসে কেঁপে উঠে কেউ কেউ। এখন আর রাত জাগি না মিছেমিছে। তোমার দেওয়া নির্ধারিত নিয়ম মেনেই জীবন চলছে। গান শুনি খুব মন দিয়ে। কোনো গান ভালো লাগলে তা তিরিশ বারও শুনি বসে বসে। তোমার প্রিয় গানগুলোই শুনি বেশি, শুধু শুনিই না গানের কথা গুলো বোঝার চেষ্টাও করি খুব করে।
অনির্বাণ তুমি জেনে আশ্চর্য হবে!
এখন আর কারো জন্য মন দোলে না অকারণ,
প্রজাপতিএঁকে রঙ মাখাই না ইচ্ছে মতন,
ঘুটঘুটে অন্ধকারে জোনাক জ্বালাই না যখন তখন।
বৃষ্টিস্নাত দিন রাতে অশ্রুস্নাত করি না আঁখি পল্লব!
যে চোখে আগুন মানায় সে চোখে কান্না বড্ড বেমানান তোমারই ভাষ্য মতে।
জানো অনির্বাণ আজ কী মনে হচ্ছে? মনে হচ্ছে দীক্ষাগুরু হিসাবে তুমি পারফেক্ট। তোমার দেওয়া দীক্ষায় দীক্ষিত হয়ে, দুঃখ কষ্ট হতাশা পাওয়া না পাওয়ার যন্ত্রণা গিয়েছি ভুলে। প্রিয়জন কাছে কিংবা দূরে তাই নিয়ে ভেবে ভেবে মস্তিষ্কের কার্যক্ষমতা যায় না আর হারিয়ে।
ইতি,
প্রিয়দর্শিনী আকাশনীলা
ছবি-নেট
২৪টি মন্তব্য
শামীম চৌধুরী
কি সুন্দর যে চিঠিটা। অনির্বানের শিক্ষাই আপনাকে পথ চলার শক্তি জুগিয়েছে।
ধন্যবাদ আপু চিঠির জন্য।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদাভাই
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
খুব সুন্দর চিঠি, এমন অনির্বান সবার হলে খুব ভাল হতো।
সব বেদনা ভুলে সুখের জয়জয়কার হতো।
সুরাইয়া পারভীন
হা হা হা হা হা
তা কিন্তু বেশ বলেছেন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
অনির্বান আগুন চোখে অশ্রু বড়ই বেমানান
যেমন তুমি দীক্ষা গুরু দিয়েছ আপুকে সম্মান।
সুন্দর চিঠি। ভাল লাগলো। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
বেশ গাম্ভীর্যপূর্ণ ভাবনা l
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ
ভালো থাকবেন সবসময়
রোকসানা খন্দকার রুকু
অনির্বাণ তুমি জেনে আশ্চর্য হবে!
এখন আর কারো জন্য মন দোলে না অকারণ, প্রজাপতি এঁকে রঙ মাখাই না ইচ্ছে মতন,
ঘুটঘুটে অন্ধকারে জোনাক জ্বালাই না যখন তখন।
বৃষ্টিস্নাত দিন রাতে অশ্রুস্নাত করি না আঁখি পল্লব!
যে চোখে আগুন মানায় সে চোখে কান্না বড্ড বেমানান তোমারই ভাষ্য মতে।****
ভীষন ভালো লাগল এ কথাগুলো।
শুভ কামনা অবিরত।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
চিঠিটি পড়ে দারুন অনুভুতি হলো। এমন অনির্বাণ সবার জন্য ই দরকার। অনির্বাণ রা বেঁচে থাকুক এমন করে সবার অন্তরে, ভালোবাসায়। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দিদিভাই
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রেজওয়ানা কবির
খুব সুন্দর হয়েছে চিঠিটা। তবে অনির্বান আপনাকে কিছু বাজে অভ্যেস করিয়ে দিয়ে চলে গেছে। যেমন,রাত জাগা।আবার ভালো অভ্যাস ও করিয়েছে,নতুন গান শোনা। অনির্বান নাইতো কি হয়েছে, অনির্বানের দেয়া স্মৃতি তো আছে।কিছু অনির্বান এমনই যারা সব শিখিয়ে চলে যায়। সবমিলিয়ে ভালো লেগেছে আপু।তবে একটা কথা আমার মনে হয়েছে চিঠির সাথে ফিচারের ছবিটি না দিলে লেখাটি আরও বেশি মানসম্মত হত। ভালো থাকবেন। শুভকামনা।
সুরাইয়া পারভীন
আপু কোথাও একটু ভুল হচ্ছে। রাত জাগা অনির্বাণের অপছন্দ ছিল।
অকারণ রাত জাগা তোমার একদম পছন্দ ছিল না বলে সময় নির্ধারণ করে দিয়ে একটা ছকে বেঁধে দিলে আমার জীবন। গান শুনি না জেনে অবাক হয়ে বলেছিলে কোন যুগে আছো পড়ে? তারপর তোমার কিছু প্রিয় গান বাছাই করে দিলে আমাকে শুনতে।
জানো অনির্বাণ, আজ এই দু’চোখে অশ্রু ঝরার বদলে আগুন ঝরে। ঝংকার তোলা অট্টহাসিতে ত্রাসে কেঁপে উঠে কেউ কেউ। এখন আর রাত জাগি না মিছেমিছে
সুরাইয়া পারভীন
চেঞ্জ করে দিয়েছি। সুন্দর মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
রেজওয়ানা কবির
ওহোো সত্যি সরি আপনার অনির্বানের জায়গায় নিজেকে গুলিয়ে ফেলেছিলাম।ধন্যবাদ। ভালো থাকুক অনির্বান,বেঁচে থাকুক ভালোবাসা।
প্রদীপ চক্রবর্তী
আপনি প্রতিনিয়ত ভালো লিখেন।
অনেকদিন হলো চিঠি পড়ি নাই।
আপনার লেখা চিঠি পড়ে সত্যি মুগ্ধ,দিদি।
খুবি ভালো লিখেছেন।
সুরাইয়া পারভীন
ভালো লেগেছে জেনে খুশি হলাম দাদা
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
কান্না নয়, এখন সময় প্রতিবাদের। এমন অনির্বাণ আমাদের সকলেরই প্রয়োজন।
ভালো থাকুন আপু।
সুরাইয়া পারভীন
একদম ঠিক বলেছেন ভাইয়া
অশ্রুস্নাত আঁখি মুছে আগুন জ্বালানোর পালা
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আরজু মুক্তা
এতো দুঃখ কষ্ট কি ভোলা যায়? আমার তো মনে হয় পাথর হয়ো নির্বিকার হওয়ার কথা! আর অনির্বাণরা যুগ বুঝে আসে। আশায় বাঁচি আমরা।
শুভকামনা
সুরাইয়া পারভীন
মানুষ চাইলেই অসম্ভব কিছুই নয়। আর দুঃখ কষ্ট যন্ত্রণা হতাশা এগুলোতে যদি একবার অভ্যস্ত হতে পারে তখন নির্বিকার থাকাতেও ভালো লাগে
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
হালিম নজরুল
চমৎকার লিখেছো। তবে সবচেয়ে বেশি ভাল লেগেছে শিরোনাম “আগুনচোখে অশ্রু বেমানান”।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়