তাঁকেই খুঁজি (মুজিব পর্ব-১৫)

শামীনুল হক হীরা ১ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার, ০২:২০:০০অপরাহ্ন কবিতা ২ মন্তব্য

আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!
যার স্বপ্ন মিশে আছে প্রতিটি শহর নগর
গ্রামের প্রত্যেকটি অলি গলিতে,
কোমলমতি শিশুরাও যাকে নিয়ে স্বপ্ন দেখে
যেমন ফুল অতীত খুঁজে তার কলিতে।
তাঁকেই খুঁজি যে বাংলা গড়ার কারিগর,
“মুজিব না থাকলে বাংলাদেশ কখনই
জন্ম নিতনা”-ফিনান্সিয়াল টাইমসের খবর।
যার সাহসীকতা দেখেছিল সারা বিশ্ববাসী,
যার জন্য বাঙ্গালির মুখে ফুটেছিল হাসি।

তাঁকেই খুঁজি যাকে জেল থেকে বের করতে
সাধারণ মানুষ রক্ত দিতে পারে,
ভালোবাসার দাম যে ভালোবাসা দিয়েই
উজার করে দেয় আর অকপটে বলে-
“যে রক্ত দিয়ে আপনারা আমায় একদিন
জেল থেকে বের করে নিয়ে এসেছিলেন,
আমার রক্ত দিয়ে আমি
রক্তের ঋণ শোধ করবো”
যে সেই প্রকৃত খাঁটি অমর দেশ প্রেমিক
আমি তাঁকেই খুঁজি,আমি তাঁকেই খুঁজি!!!

৪২২জন ৩৬৬জন
0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ