
শশী হীন ঘোর রজনীতে,পূর্ন অবকাশে…
মৃদু মন্দ ভাবনার বাতাসে…
অলস কর্ণে যদি ধ্বনিত হয় যত চেনা কন্ঠ ধ্বনি…
শাঁখে না ফুটুক ফুল,বৃক্ষে পাতা…
সবুজ মাঠ বর্নহীন,স্মরীয় এমনি…!
সব গান সব প্রাণ তব দ্বারে…
মিশে যায় যাক…
তব রচিত গান প্রাণ স্বপ্নের দানে…
চির সজীব থাক…!
পথ ভুলে না হয় শুনেছো…
পথিকের কন্ঠ ধ্বনি …
হারায় হারাক খনিকের পথিক…
চিনা থাক পথ খানি…!
এ দুয়ার চির খোলা…
যে আজন্মো আপন ভোলা…
আপনারে আপনি বাঁধিবো বৃত্তে…
যত ঝর আসুক চিত্তে…!
যা দিলাম আমি তাই…
এর বেশি মোর দেওয়া নাই…
তা যদি জলে পড়ে ,হবে কচুরী পানা…
যদি ডাঙ্গায় পড়ে, হয় হোক আবর্জনা….
আর যদি পড়ে……….!!
****************************
১৭টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
পথ ভুলে না হয় শুনেছো…
পথিকের কন্ঠ ধ্বনি …
হারায় হারাক খনিকের পথিক…
চিনা থাক পথ খানি…!
ভাল বল্লেন ভাল লাগল।
কামরুল ইসলাম
ধন্যবাদ
সুরাইয়া পারভীন
তা যদি জলে পড়ে ,হবে কচুরী পানা…
যদি ডাঙ্গায় পড়ে, হয় হোক আবর্জনা….
বাহ্ দারুণ প্রত্যাখানের পরোয়া না করেই সবটা উজাড় করে দেওয়া/নেওয়া
ফয়জুল মহী
চমৎকার ভাবনায় লেখা ।
কামরুল ইসলাম
ধন্যবাদ ভাই
সুরাইয়া পারভীন
তা যদি জলে পড়ে ,হবে কচুরী পানা…
যদি ডাঙ্গায় পড়ে, হয় হোক আবর্জনা….
বাহ্ দারুণ প্রত্যাখানের পরোয়া না করেই সবটা উজাড় করে দেওয়া/নেওয়া
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
প্রদীপ চক্রবর্তী
প্রকৃতিকে নিয়ে নির্যাস একটা কবিতার ছোঁয়া।
আপনারে আপনি বাঁধিবো বৃত্তে…
যত ঝর আসুক চিত্তে…!
তবে তাই হোক।
শুভকামনা, দাদা।
কামরুল ইসলাম
ধন্যবাদ দাদা
আরজু মুক্তা
দিয়ে দেই। মিলাবে মিলাবে। না মিললে হতাশা নাই।
শুভকামনা
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার লেখনী, ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে, প্রকৃতির সৌন্দর্য ফুটে উঠেছে দারুন ভাবে। তবে কিছু বানান ঠিক করলে অর্থ ঠিক থাকতো। ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
রেজওয়ানা কবির
প্রকৃতির সৌন্দর্য্য আপনার কবিতায় ধরা দিয়েছে।ভালো থাকবেন।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু
পপি তালুকদার
আপনারে আপনি বাঁধিবো বৃত্তে…. যত ঝড় আসুক চিত্তে… সুন্দর কাব্যমালার সাথে মনের একান্ত অনুভূতির প্রকাশ। ভালো লাগলো।শুভ কামনা নিরন্তর।
কামরুল ইসলাম
ধন্যবাদ আপু,
অনেক শুভ কামনা