
তুমি ভালবাসোনি বলে আজও
তোমাকে ভুলে যাইনি।
তোমাকে মনে পড়ে মাঝরাতে
ঘুমের ঘোরে,দুঃস্বপ্নের মাঝে।
তোমাকে পাইনি বলে আমি
এখনো নষ্ট হয়ে যাইনি।
তোমার জন্য ভাল আছি।
ভাল থাকার আপ্রাণ চেষ্টা করছি।
তুমি কাছে আসোনি বলে
আমি তো দূরে সরে যাইনি।
তোমার পাশে আছি। কল্পনাতে
হয়তো তোমার পাশেই থাকবো।
তুমি চোখে চোখ রাখনি বলে
আমি তো চোখ বন্ধ করিনি।
তোমার দিকে তাকিয়ে থাকি অপলক দৃষ্টিতে শুধু একবার দেখবো বলে।
তুমি হাতে হাত রাখনি বলে
আমি তো হাত গুটিয়ে নেইনি।
তোমার দিকে হাত বাড়িয়ে আছি একবার বুকে জড়িয়ে ধরবো বলে।
তুমি কথা বলোনি বলে
আমি তো চুপ হয়ে থাকিনি।
দুরন্ত পাঁয়ে হেঁটে যাই
তোমার দিকে কথা বলবো বলে।
এতকিছুর পরেও মাঝে মাঝে
মনে হয় এজীবনে শুধু
আমিই আমার।
তুমি বলে কোনো কিছু নেই,
কখনো ছিলো না।
১৪টি মন্তব্য
পপি তালুকদার
সুুুন্দর,সহজ অভিব্যক্তি কিন্তু অসাধারন।
নিরব সাগর
অফুরন্ত ভালবাসা নিবেন প্রিয়
ফয়জুল মহী
খুব সুন্দর লেখা। পাঠে অপার মুগ্ধতা রাশি রাশি।
নিরব সাগর
অফুরন্ত ভালোবাসা নিবেন প্রিয়
রেহানা বীথি
ভালো লাগলো আপনার কবিতা।
ভালো থাকুন সবসময়।
নিরব সাগর
আপনিও ভালো থাকবেন প্রিয়
রেজওয়ানা কবির
হয়তো তুমি বলে বাস্তবে কিছুই ছিলো না,কিন্তু কল্পনাতে তো ছিলে,আমি তোমাকে কল্পনাতে রাখতে চাই সারাজীবন। খুব ভালো লাগল। ভালো থালবেন।
নিরব সাগর
থেকে যাবে তুমি কল্পনাতে আমৃত্যু।
ভালোবাসা নিবেন প্রিয়
আরজু মুক্তা
থাক এভাবে।
নিরব সাগর
তবু বেঁচে থাক স্বপ্ন
আলমগীর সরকার লিটন
তোমাকে মনে পড়ে মাঝরাতে
ঘুমের ঘোরে,দুঃস্বপ্নের মাঝে।——-চমৎকার অনুভূতির প্রকাশ কবি দা
নিরব সাগর
মনে তো এভাবেই পরে দাদা।
রোকসানা খন্দকার রুকু
আসলেই কল্পনাতেও ভালোবাসা হয় তবে অপেক্ষা মধুর। আর নিজেই নিজের একান্ত আপন।
শুভ কামনা।
নিরব সাগর
আপনার জন্য অফুরন্ত ভালবাসা