আমি যখন রুম্পাকে খুব ভালোবাসতাম, তখন থেকে আমি রুম্পাকে নিয়ে ছোট ছোট স্বপ্ন দেখতাম।রুম্পাকে নিয়ে আমার স্বপ্নর জাল বুনিতাম।রুম্পাকে আমার ছোট ছোট স্বপ্নের কথা বলতাম।
একবার আমি রুম্পাকে জিজ্ঞেস করলাম,আমাদের বিয়ার পর ছেলে হলে খুশি হবে নাকি মেয়ে হলে? রুম্পা আমাকে উত্তর দিলো,মেয়ে হলে ও সবচেয়ে বেশি খুশি হবে।
ধীরে ধীরে যখন আমাদের মধ্যে দূরত্ব,, অবহেল, ঘৃণা চলে আসলো,তখন আমি চাইতাম ঘৃণা, অবহেলা, দূরত্বটা দূর করতে।কিন্তু আমি হাজার চেষ্টা করে পারি নাই।রুম্পাকে যখন এসব বিষয় আমি বলতাম ও হেঁসে উড়ে দিতো।ওল্টা সামাজিক যোগাযোগ, ইমু,কনট্যাক্ট নাম্বার থেকে বল্ক দিতো।
অবশেষে যখন আমাদের দূরত্ব সৃষ্টি হলো,বিচ্ছেদ পথ তৈরি হল,অধিকার নামক শব্দটা নষ্ট হল,গভীর রাতে যন্ত্রণা নামক এক কালবৈশাখী ঝড় উটতো, তখন এই পৃথিবীতে আর বাচঁতে ইচ্ছা করতো না।আর আজ যখন পরিবার জন্য বাচঁতে খুব ইচ্ছে হয়, তখন নিষ্ঠুর দুনিয়াটা বাচঁতে দেয় না।
সংসারের টানাপোড়েন থাকবেই তাই বলে সম্পর্ক ছিন্ন করতে হবে! হবে যখন একপক্ষ দূরত্ব ঘুচানোর চেষ্টা করে আর অন্যপক্ষ দূরত্ব তৈরি করতেই আনন্দিত হয় তখন সেটা সংসার থাকেনা তাই সেখান থেকে বের হওয়াটাই উত্তম। আপনিও ভালো থাকার চেষ্টা করুন। শুভ কামনা রইলো
১৮টি মন্তব্য
ফয়জুল মহী
খুব আকর্ষণীয় লেখা । পড়ে ভালো লাগলো।
সামশুল মাওলা হৃদয়
ধন্যবাদ হে প্রিয়😍
আলমগীর সরকার লিটন
বাহ চমৎকার গল্প পড়লাম অনেক শুভ কামনা রইল———
সামশুল মাওলা হৃদয়
ধন্যবাদ হে প্রিয়
শামীম চৌধুরী
এটাই প্রকৃতিতে বসবাসকারীদে ভাগ্য। দারুন লাগলো
সামশুল মাওলা হৃদয়
হুম প্রকৃতির রং বিচিত্রময়।
আরজু মুক্তা
এতো দুর্বল হলে চলে? নায়িকা গেছে। নায়কও নতুন করে বাঁচতে শিখুক
সামশুল মাওলা হৃদয়
বাঁচতে সবাই পারি আপু,কিন্তু সেই শূন্যতা আর পূরণ হয় না।
সুপায়ন বড়ুয়া
বিরহ বেদনায় মন যে কাতর
সাময়িক ধরে নাও
জীবন অনেক বড় মহৎ
শান্তির পথ বেঁচে নাও।
শুভ কামনা।
সামশুল মাওলা হৃদয়
বিরহ বেদনায় মন যে কাতর,সাময়িক ভাবে যে ঝড় তুপান আসি বিরহটা কে উল্টোপাল্টা করে যায়।
ধন্যবাদ প্রিয়।
হালিম নজরুল
ছোট হোক বড় হোক সংসারে টানাপোড়েন থাকবেই। সেটিই তুলে ধরার প্রয়াস।
সামশুল মাওলা হৃদয়
হ্যাঁ
সুপর্ণা ফাল্গুনী
সংসারের টানাপোড়েন থাকবেই তাই বলে সম্পর্ক ছিন্ন করতে হবে! হবে যখন একপক্ষ দূরত্ব ঘুচানোর চেষ্টা করে আর অন্যপক্ষ দূরত্ব তৈরি করতেই আনন্দিত হয় তখন সেটা সংসার থাকেনা তাই সেখান থেকে বের হওয়াটাই উত্তম। আপনিও ভালো থাকার চেষ্টা করুন। শুভ কামনা রইলো
সামশুল মাওলা হৃদয়
ধন্যবাদ প্রিয় আপু😍😍
রেজওয়ানা কবির
শূন্যতা কখনোই পুরন হয় না কিন্তু মানুষকে চলতে হয়।তাই দূর্বল হলে হবে না।
সামশুল মাওলা হৃদয়
হুম।সে শুন্যতা আজীবন থেকে যায়
রোকসানা খন্দকার রুকু
জীবন এমনই কাউকে যখনই মুল্যবান ভাববেন তখনই শুরু হবে ঝামেলা। শুভ কামনা।
সামশুল মাওলা হৃদয়
সত্যি কথা বলছেন আপু।
ধন্যবাদ