সব আয়োজন মিথ্যে

সুরাইয়া পারভীন ১৫ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ১১:৩৭:৫৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

 

এই যে এমন পরিপাটি সাজগোজে-
নিজেকে অপরূপা করে তোলা!

সে তো কেবল তোমার জন্যই প্রিয়।
ভেবেছি তুমি আসবে,ভালোবাসি বলবে
কই তুমি তো এলে না; ভালোবাসি বললে না
তবে কি ধরে নেবো তুমি ভালোবাসো না!

তুমি আসবে ভেবেই; নীলাকাশের নীল থেকে
সবটুকু নীল ছিনিয়ে এনে অঙ্গে জড়িয়েছি,
হয়েছি তোমারই প্রিয় নীলাম্বরী কিংবা আকাশনীলা!
সে তো কেবল তোমার জন্যই প্রিয়।
ভেবেছি তুমি হাত বাড়াবে, ভালোবেসে জড়াবে
কই তুমি তো হাত বাড়ালে না; ভালোবেসে জড়ালে না
তবে কি ধরে নেবো আলিঙ্গনে আবদ্ধ করবে না!

এই যে কেমন সাধ করে; রামধনুর কাছ থেকে
শিমুল পলাশ অথবা কৃষ্ণচূড়ার রক্তিম আভা-
চেয়ে এনে খুব করে অধর রাঙিয়ে তুলেছি!
সে তো কেবল তোমার জন্যই প্রিয়।
ভেবেছি তুমি চেয়ে থাকবে, অধরে অধর রাখবে
কই তুমি তো চাইলে না; অধরে অধর রাখলে না
তবে কি ধরে নেবো প্রেমের স্পর্শে স্পর্শিত করবে না!

এমনি করে সব আয়োজন মিথ্যে হয়ে যাবে
সে কথা জানতাম যদি আগে; সাজতাম না তোমার নামে

ছবি-আমার

৫১৪জন ৪০৪জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ