
এই যে এমন পরিপাটি সাজগোজে-
নিজেকে অপরূপা করে তোলা!
সে তো কেবল তোমার জন্যই প্রিয়।
ভেবেছি তুমি আসবে,ভালোবাসি বলবে
কই তুমি তো এলে না; ভালোবাসি বললে না
তবে কি ধরে নেবো তুমি ভালোবাসো না!
তুমি আসবে ভেবেই; নীলাকাশের নীল থেকে
সবটুকু নীল ছিনিয়ে এনে অঙ্গে জড়িয়েছি,
হয়েছি তোমারই প্রিয় নীলাম্বরী কিংবা আকাশনীলা!
সে তো কেবল তোমার জন্যই প্রিয়।
ভেবেছি তুমি হাত বাড়াবে, ভালোবেসে জড়াবে
কই তুমি তো হাত বাড়ালে না; ভালোবেসে জড়ালে না
তবে কি ধরে নেবো আলিঙ্গনে আবদ্ধ করবে না!
এই যে কেমন সাধ করে; রামধনুর কাছ থেকে
শিমুল পলাশ অথবা কৃষ্ণচূড়ার রক্তিম আভা-
চেয়ে এনে খুব করে অধর রাঙিয়ে তুলেছি!
সে তো কেবল তোমার জন্যই প্রিয়।
ভেবেছি তুমি চেয়ে থাকবে, অধরে অধর রাখবে
কই তুমি তো চাইলে না; অধরে অধর রাখলে না
তবে কি ধরে নেবো প্রেমের স্পর্শে স্পর্শিত করবে না!
এমনি করে সব আয়োজন মিথ্যে হয়ে যাবে
সে কথা জানতাম যদি আগে; সাজতাম না তোমার নামে
ছবি-আমার
২০টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির প্রকাশ কবি আপু অনেক শুভেচ্ছা রইল————
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
“এমনি করে সব আয়োজন মিথ্যে হয়ে যাবে
সে কথা জানতাম যদি আগে; সাজতাম না তোমার নামে”
এত তাড়াতাড়ি হতাশ হলে কি ছলে ?
যার আছে কাব্যরসে পরিপূর্ণ ভালবাসার আধার
তারকি হারিয়ে যাওয়া চলে ?
ভাল লাগলো আপু। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
উঁহু! ঠিকই তো
এতো সহজে হাল ছাড়লে চলবে কেনো!
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
“আগে যদি জানতাম তবে মন ফিরে চাইতাম, এই জ্বালা আর মেনে নিতাম না মিথ্যে স্বপ্ন সাজিয়ে- নিজের জন্য সাজুন, নিজেকে ভালোবাসুন।অন্যের জন্য কিছু করলে সাফল্য ,ব্যর্থতা দু’টোকেই মেনে নিতে হবে। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা সতত
সুরাইয়া পারভীন
সে তো ঠিকই আছে
কিন্তু কথা হচ্ছে সাজুগুজুতে আমার বড্ড আনাড়ী গো দিদিভাই। কতোদিন চেয়েছি একটু রঙচঙ লাগাই নিজের ই জন্য😀😀 আর প্রতিবার ঘেঁটে ঘ করে ফেলেছি।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
শামীম চৌধুরী
ভাবনা যেন মিটে। ভাবনাগুলো পূর্ন হলেই মন্ আসবে প্রশান্তি। সে আসবেই।
সুরাইয়া পারভীন
তা ঠিক বলেছেন দাদাভাই।
আমরা যা কিছু করি তা নিজের মনের প্রশান্তির জন্যই।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
আর সাজাসাজি করার দরকার নেই,
কবিতায় সেটি বুঝতে পারছি।
সুরাইয়া পারভীন
নাহ্ আর সাজাসাজির দরকার নেই
কারণ এখন আমার সাজানো শেখাটা বেশি দরকার।
শব্দের পিঠে শব্দ সাজিয়ে তুলতে হবে যে।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রোকসানা খন্দকার রুকু
এমনি করে সব আয়োজন মিথ্যে হয়ে যাবে
সে কথা জানতাম যদি আগে; সাজতাম না তোমার নামে*****
হুম। এত তারাতারি হাল ছেড়ে দিলে হবে? সাজগোজ চলতে থাকুক একসময় ঠিকই ফিরবে।
শুভ কামনা আপুনি।
সুরাইয়া পারভীন
হু ভালো বলেছেন
থামলে চলবে না নাছোড়বান্দা হয়ে লেগে থাকলেই আসবে সমস্ত সফলতা।
হা হা হা হা হা হা
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
ধীরে ধীরে প্রসিদ্ধ হচ্ছে কবিতার অবয়ব।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
তৌহিদ
আমি যেমন তেমনি কেউ পছন্দ করলে সেটাই প্রকৃত ভালোবাসা। সাজাসাজি আসলে বাহ্যিক সৌন্দর্য!
ভালো থাকুন।
সুরাইয়া পারভীন
হা হা হা হা
একদম সঠিক বলেছেন ভাইয়া
আর তাছাড়া এসব রঙ চঙ লাগাতে বড্ড অপারগ আমি
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আরজু মুক্তা
তবুও চলুক সব নতুন করে। নতুন আবেশে
সুরাইয়া পারভীন
চলুক তবে আপু যখন বলেছে
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রেজওয়ানা কবির
সে তো কেবল তোমার জন্যই প্রিয়।
ভেবেছি তুমি আসবে,ভালোবাসি বলবে
কই তুমি তো এলে না; ভালোবাসি বললে না
তবে কি ধরে নেবো তুমি ভালোবাসো না!
খুব ভালো লাগলো।
প্রিয়,তাইতো আজ আর সাজি না আগের মত,
সবকিছু হয়ে গেছে আজ ক্ষতবিক্ষত।
আজ তাই সাজি শুধু নিজের জন্য,
আর এটাতেই আমি নিজেই ধন্য।
সুরাইয়া পারভীন
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়