
লিখতে পারছিনা আজকাল, লেখা হয় না, তা নয়! এলোমেলো অগোছালো ভাবনারা খেলা করে যায় মনের দুর্গম পথে।
মন! মনেরও কি অসুখ হয়? ডুবে যায় ভ্রান্তির অথৈ সমুদ্রে? নাকি ছড়িয়ে-ছিটিয়ে থাকে ভাসা খড়কুটো হয়ে?
একটা একটা করে দিন চলে যায় আগামীদিনের অপেক্ষায়। কিসের অপেক্ষা? কেন অপেক্ষা করি আমরা?
কতটা ভালোবেসেছি তোমায় জানতে চাও?
যখন আমি নিজের করে কাউকে চাইলাম, তোমাকেই নিলাম।হাতে হাত রাখতেই জানলাম ভালোবেসেছি!
ফাগুন, কখনো কি গুনে দেখেছো নদীর বুকে বয়ে যাওয়া ঢেউ গুলো? কখনো কি শুনেছো গহীনের সুর?
ভালো লাগছে না। আজ শুধু ভালোবাসা থাকুক।
যদি আবার কোনো এক শরতের শেষ বেলায় আমাদের বিদায়ের লগ্ন আসে,
সেদিন জেনে নেবো কতটা ভালোবেসেছিলে।
* ছবি-আমার।
৩১টি মন্তব্য
সৌবর্ণ বাঁধন
শব্দের সুন্দর মিছিল।
সাবিনা ইয়াসমিন
অনেক ধন্যবাদ বাঁধন 🙂
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
তৌহিদ
এলোমেলো ভাবনায় বিক্ষিপ্ত হয়ে থাকে মন। লেখা আসবে কেমন করে আপু? মাথাকে বিশ্রাম দিন।
এমনি সময় নিজের পরিবার, প্রিয়জনদের পাশে থাকার ইচ্ছে মোটেই অমূলক নয়। ভালো থাকুন সবসময়।
শুভকামনা রইলো।
সাবিনা ইয়াসমিন
সুস্থ/অসুস্থতায়, আনন্দ-ব্যাথায় আমরা প্রিয়জনের সান্নিধ্যে থাকতে চাই, চাই তাদেরও এই সময়ে সঙ্গ দিতে। এভাবেই তো পরিবারের প্রকৃত বন্ধন অটুট হয়।
আপনার সুন্দর মন্তব্যর জন্যে ধন্যবাদ ভাই।
আপনিও ভালো থাকুন সপরিবারে।
শুভ কামনা নিরন্তর 🌹🌹
খাদিজাতুল কুবরা
আপু লিখতে না পেরেও ভীষণ সুন্দর লিখেছেন। আপনার এলোমেলো ভাবনা ও পড়ে এতো তৃপ্তি হয়। মনে হয় যেন এগুলো তো আমার মনের কথা।
দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
সাবিনা ইয়াসমিন
এমন কমেন্ট এর জবাবে কি লেখা যায় ভাবছি 🤔
এতো এতো ভালোবাসায় সত্যিই আমি মুগ্ধ।
কে বলেছে, অদেখা-অজানার কাছে কিছু পাওয়ার নেই! আপনি/ আপনারা কেমন করে আমার প্রিয়জন হয়ে গেছেন সীমাহীন আনন্দের সাথে তাই ভাবি 🙂
আপনিও অনেক অনেক ভালো থাকুন আপু।
ভালোবাসা অবিরাম ❤❤
ফয়জুল মহী
নিজের এই এলোমেলো ভাবনার একান্ত অনুভুতি হয়ে উঠে রুচিসম্পন্ন সাহিত্য
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ মহী ভাই।
ভালো থাকুন, শুভ কামনা আপনার জন্য 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
কখনো কি গুনে দেখেছো নদীর বুকে বয়ে যাওয়া ঢেউ গুলো? কখনো কি শুনেছো গহীনের সুর? আপনার এলোমেলো ভাবনাগুলোর ও কি সুন্দর বহিঃপ্রকাশ ঘটেছে। খেয়াল রাখবেন নিজের দিকে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম। শুভ সকাল 🌹🌹
সাবিনা ইয়াসমিন
কথার সত্যতা এখানেও পেলাম। ” যাকে ভালো লাগে তার সবই ভালো ” 🙂
এমন আন্তরিকতার জবাব আসলে দেয়া যায় না। হৃদয়ে ধরে রাখলাম।
আপনাদের দোয়া ভালোবাসা যার পাথেয় সে কীভাবে বেশিদিন অসুস্থ থাকবে! সুস্থ হচ্ছি দ্রুতই।
অনেক অনেক ভালো থাকুন আপনিও।
শুভ কামনা ও ভালোবাসা ❤❤
শামীম চৌধুরী
আপনার মন খারাপ। কেন খারাপ তা বললেন না। তবে যতই মন খারাপ থাকুক আপনার অনুভূতিতে ভালেবাসা ঠিকই রয়ে আছে। কোন কমতি নেই।
আপনার মনটা ভাল হোক। তাতে আরো সুন্দর অনুভূতির প্রকাশ পাবো।
অল্পতে সব বলে দিলেন। ভালই লাগলো।
শুভ কামনা রইলো আপু।
সাবিনা ইয়াসমিন
দেহের ভিতর মন থাকে? নাকি মন দেহকে বয়ে বেড়ায়? উত্তর যাইহোক, একে অপরের পরিপুরক এটা অস্বীকার করার উপায় নেই ভাইজান। এই লেখাটি ভীষণ অসুস্থ অবস্থায় লিখেছিলাম। শরীরের অসুস্থতার প্রভাব মনেও পড়েছিলো তখন।
ভালো থাকুন আপনিও। শুভ কামনা অবারিত 🌹🌹
সুপায়ন বড়ুয়া
“যদি আবার কোনো এক শরতের শেষ বেলায় আমাদের বিদায়ের লগ্ন আসে,
সেদিন জেনে নেবো কতটা ভালোবেসেছিলে।“
নি:স্বার্থ ভলবাসার আকুল আবেদন গুলো
শিরোনামহীনে ভালই মানায়।
ভাল থাকবেন। শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
দাদার মন্তব্যে বরাবরের মতোই আনন্দিত হলাম। অল্পতেই চমৎকার ভাবে কমেন্ট দিলেন 🙂
ভালো থাকুন সারাক্ষন।
শুভ কামনা 🌹🌹
আলমগীর সরকার লিটন
ভালবাসার রূপ চমৎকার কবি আপু———-
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ কবি ভাই 🙂
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
প্রদীপ চক্রবর্তী
ভালোবাসায় অপেক্ষা থাকুক।
শরতের শুভ লগ্নে পূর্ণরূপে আসুক পূর্ণতা।
.
অপেক্ষার প্রহর গুনতে গিয়ে মন খারাপ করতে নেই।
ভালো অনুভূতির
প্রদীপ চক্রবর্তী
ভালোবাসায় অপেক্ষা থাকুক।
শরতের শুভ লগ্নে পূর্ণরূপে আসুক পূর্ণতা।
.
অপেক্ষার প্রহর গুনতে গিয়ে মন খারাপ করতে নেই।
ভালো অনুভূতির বহিঃপ্রকাশ, দিদি।
শুভকামনা জানাই।
সাবিনা ইয়াসমিন
আসুক সে সময়মতো এই শরতে অথবা শরৎ শেষে,
ভালোবাসা ফুরাবার নয়, হয় নাতো নিঃশ্বেষ 🙂
তবুও বলি, বেশি বেশি কোন কিছুই ভালো না। অপেক্ষায়ও না 😉
ধন্যবাদ ও শুভ কামনা তোমাকে 🌹🌹
আরজু মুক্তা
ভালোবাসাটুকু থাকলেই হলো আমাদের জন্য।
শুভকামনা। সুস্থতা কামনা করছি।
সাবিনা ইয়াসমিন
হু, তাতো থাকবেই আপনাদের জন্য 🙂
অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
ভালো থাকুন আপনিও। শুভ কামনা 🌹🌹
রোকসানা খন্দকার রুকু
ফাগুন, কখনো কি গুনে দেখেছো নদীর বুকে বয়ে যাওয়া ঢেউ গুলো? কখনো কি শুনেছো গহীনের সুর?****
অসাধারণ,,,,,,,,,
জীবনের হিসেবটাই এরকম ভালো লাগা,খারাপ লাগা, ভালো সময়, মন্দ সময় সব মিলিয়েই চলতে হয়।।
নিজেকে একটু সময় দিন।।। সুস্থতা কামনা করছি॥।
সাবিনা ইয়াসমিন
সময় দিচ্ছি নিজেকে।
আপনি কেমন আছেন? সব ভালো?
ছাইরাছ হেলাল
“আর তারপর সেই দিনটি আসে;
যখন কুঁড়ির মধ্যে
জড়োসড়ো হয়ে
থাকবার ঝুঁকি,
ফুটে ওঠবার
ঝুঁকির চেয়েও
বেশী বেদনাদায়ক
মনে হতে থাকে।”………আনাইস নিন।
ধার করা বিদ্যা ঝেড়ে দিলাম।
সাবিনা ইয়াসমিন
কথা গুলো সুন্দর, মনকাড়া। কিন্তু মহারাজ, ধার করা বিদ্যা আমার চাই না 🙁
ঠিকঠাক মতো কমেন্ট দিন 😡
নাসির সারওয়ার
দেখুন, আমি একজন কবি বলেই বলছি,
প্রেমের কবিতায় শুধু আনন্দ আর উচ্ছ্বাস থাকবে। বেদনায় গান বাঁধুন, কবিতায় নয়।
এক কাজ করুন, বাজারে এখন নতুন বেহালা পাওয়া যায় যার গায়ে লেখা থাকে,
“করুন সূর বিহীন বেহালা”।
কিনে ফেলুন তার একটা।
ভালো থাকুন।
সাবিনা ইয়াসমিন
কবিদের আমি বড্ড সম্মান করি। তাদের কাছ থেকে পাওয়া উপদেশ/ পরামর্শ তবারক জ্ঞান করে খেয়ে ফেলি। কথা হইলো, আমিতো লিখি অ-কবিতা! প্রেম-পাম-আঙ্গুর বেদনা সবই রাখি তাতে। কাটছাঁট দিয়ে সত্যিকারের কবিতা কি আদৌ লিখতে পারবো!!
তবে কবিবর, আমার চেষ্টায় ত্রুটি থাকবে না। যদি কখনো সত্যিই কবিতা লিখতে পারি তাহলে আপনার কথা গুলো অক্ষরে-অক্ষরে ফলোবো 🙂
অনেক ভালো থাকুন। সুস্থ, এবং নিরাপদে থাকুন সপরিবারে। শুভ কামনা নিরন্তর 🌹🌹
সুরাইয়া পারভীন
আমার তো মনে হয়
মনেরই সবচেয়ে বেশি অসুখ হয়
মনের অসুখ হলেই মস্তিষ্ক করে কাবু
তখন বিক্ষিপ্ত ছড়ানো ছিটানো অগোছালো ভাবনা গুলো সাজিয়ে উপস্থাপন করা বেশ কঠিন হয়ে পড়ে
ফাগুন কী করে জানবে নদীর বুকে বয়ে যাওয়া ঢেউ এর খবর?
দ্রুত সমস্ত যন্ত্রণার অবসান ঘটিয়ে সুস্থ শরীর মনে ফিরে আসুন লেখার জগতে।
দ্রুত আরোগ্য লাভ করুন আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সাবিনা ইয়াসমিন
আমীন। এমন দোয়া ও ভালোবাসা কৃতজ্ঞতার সাথেই গ্রহণ করলাম। আর আপনার অতুলনীয় কমেন্টের জন্যে ধন্যবাদ শব্দটি খুবই খাঁটো।
অনেক অনেক ভালোবাসা দিলাম ❤❤
মোঃ খুরশীদ আলম
মানুষ যখন কারো আশেক হয় তখন আর সে নিজের মধ্যে থাকেনা। চাই কোন জীবের প্রতি ভালবাসা হোক বা সৃষ্টিকর্তার প্রতি ভালবাসা। ভালবাসা এমন একটা অনুভূতি যেখানে সারাক্ষণ মাশুকের ভাবনায় ডুবে থাকায় চরম স্বার্থকতা বিরাজ করে।
সাবিনা ইয়াসমিন
অত্যন্ত দামী কথা বলেছেন আপনি। প্রকৃত ভালোবাসা এমনই হয়। স্রষ্টার সাথে সৃষ্টির, আলোর সাথে অন্ধকার, প্রকৃতির সাথে নৈসর্গের ভালোবাসা চিরন্তন। একে অপরের পরিপুরক হয়ে ভালোবাসায় পরিপূর্ণতা আনে। এখানেই ভালোবাসার স্বার্থকতা।
চমৎকার মন্তব্যর জন্যে আপনাকে ধন্যবাদ।
ভালো থাকুন সারাক্ষন, শুভ কামনা 🌹🌹