ভালোবাসা চত্বর

নিরব সাগর ১ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার, ০১:১৯:০৬অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

 কেউ একজন ভালবাসবে বলে নিজেকে সাজিয়ে রেখেছিলাম টিএসসি চত্বরে, শাহবাগের মোড়ে, পার্কের বেঞ্চে।

সবাই কেবলি  তাদের ভালোবাসার মানুষ এনে  উদরপূর্তি ভালোবেসে, পরিপৃপ্তির ঢেকুর ফেলে গেছে আমার সামনে।

কেউ একটু ভালবাসেনি আমাকে ভাবতে চায়নি আমাকে নিয়ে ।ভুলে গেছে সবকিছু প্রিয় মানুষ কাছে পেয়ে।

তোমাদের এই ভালোবাসা দেখে আমার বুঝি কষ্ট হয় না। আমার বুঝি কোন কিছু অনুভূত হয় না, আমার বুঝি খারাপ লাগে না। 

তোমাদের ভালবাসার এই বদন্যতা দেখে আমার প্রেমিক হওয়ার সাধ জাগে ।ভালোবাসার রঙে রাঙিয়ে তুলতে ভালো লাগে।

আমারি বুকে তোমরা কত সব ভালোবাসা চাষ করো অথচ আমার প্রেমের চারাই কোনদিন অঙ্কুরোদগম হয় না

৮২৪জন ৬৩০জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ