
প্রিয়,
সেদিন ছিল শরতের প্রথম মাসের শেষ দিন
শেষ দিনেই শুরুর বার্তা হস্তে এসেছিলে,
দাঁড়িয়ে ছিলে আমার প্রিয় দখিন দুয়ারে!
জানো,আমি আজো জানতে পারিনি-
তুমি সেদিন কী করে বুঝেছিলে?
দখিন দুয়ারই ছিল আমার প্রিয় স্থান!
দখিন দুয়ারেই ছিল আমার নিত্য যাতায়াত!
একটু একটু করে খুব দ্রুতই-
নিজের দখলে নিলে আমার দখিন দুয়ার,
নিলে দখিনা বাতাসের স্পর্শ,
আর তার বিনিময়ে একমুঠো রঙিন স্বপ্ন-
এনে বসিয়ে দিলে আমার আঁখি পল্লবে!
আহ্! তারপর শুধু রঙ আর রঙ
যেনো রঙের ঝড় বইছে মন প্রাণ হৃদয় জুড়ে!
অদ্ভুত কী জানো! রঙ গুলো সব রক্তাক্ত ছিল
মেহেদী পাতার মতো লাল
কৃষ্ণচূড়ার মতো লাল
শিমুলের মতো লাল
পলাশের মতো লাল
আহ্! শুধু লাল আর লাল
এতো এতো লাল রঙ এসে
আমার স্বপ্নের সাথে মিশে
রক্তাক্ত ক্ষত-বিক্ষত করে তুলেছে!
অতঃপর ভয়াবহ বিভৎস রূপ নিয়েছিল-
আমার স্বপ্ন গুলো!
জানো, এখন আর স্বপ্ন দেখি না
কল্পনায় তব সনে সংসার রচি না!
সেই শরতে শুরু এই শরতে এসে থেমে গেছে সব সবকিছু!
২৭টি মন্তব্য
শামীম চৌধুরী
শরতের কাঁশফুল এ এক অন্য ধরনের অনুভুতি ধরত্রিতে। শরত শুরু আর শরতে থেমে যাওয়া দারুন একটা চাওয়া পাওয়া।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ দাদাভাই
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ফয়জুল মহী
নিখুঁত ভাবনায় কোমল হাতের লিখনী
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রেজওয়ানা কবির
জানো, এখন আর স্বপ্ন দেখি না
কল্পনায় তব সনে সংসার রচি
সুন্দর লিখেছেন।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
বন্যা লিপি
শরৎ বন্দনায় স্মৃতিকাতরতা।
কখনো স্বপ্নেরাও বিনানোটিশে অবসরে চলে যায়। তারপর স্রেফ ভাতঘুমের আলস্যি। কাঁশ ফুটুক তবু প্রতি ফিরে আসা শরতে।
সুরাইয়া পারভীন
ভাত ঘুম শেষেই আপ্রাপ্ত স্বপ্নের বীজ বপন হিসেবে এই লেখাটা।
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আরজু মুক্তা
কাশফুল আর শরত একে অপরের পরিপুরক। আমরা ক্যালেন্ডার না দেখে, শুধু কাশ দেখেই বুঝি শরত এসেছে ধরাতলে
সুরাইয়া পারভীন
একদম ঠিক বলেছেন আপু
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
রোকসানা খন্দকার রুকু।
এত এত শরত বন্দনায় শরতের সাথে প্রেম হচ্ছে যদিও আমার তালপাকা গরম অসহ্য।
তারপরও রঙিন স্বপ্ন গুলো আবার ফিরিয়ে আনুন ।
আমরাও মাখামাখি করি এই কামনা।
ভালো থাকুন।
সুরাইয়া পারভীন
শরতের আকাশে ওঠা রামধনুর সপ্তম রঙ ছড়িয়ে পড়ুক সবার জীবনে। এই তো প্রত্যাশা
কৃতজ্ঞতা অশেষ আপু
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
কল্পনার মণ্ডা মিঠাই কতক্ষণ আর টিকে থাকে!!
সুরাইয়া পারভীন
ঐ ক্ষণিক ছিলো বটে
সেই বা মন্দ কিসে বলুন
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আলমগীর সরকার লিটন
বেশ রোমান্টিক কবি আপু
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ
ভালো থাকুন সুস্থ থাকুন
ইঞ্জা
শরৎ বন্দনা ভালো লাগলো আপু। 😊
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ইঞ্জা
শুভকামনা আপু
সুপায়ন বড়ুয়া
কাশফুল দেখে বুঝা যায়
শরৎ এলো বলে।
তাই আজ কপোত কপোতি
উড়াল দিয়ে এলে।
ভাল লাগলো। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
এত রঙিন স্বপ্নগুলো সব কালোয় আচ্ছাদিত হল!!!
সুরাইয়া পারভীন
হলো বৈকি
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সৌবর্ণ বাঁধন
ভালো লাগলো। শুভকামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
কল্পনার রঙে সাজানো স্বপ্ন বাস্তবে এসে ভীন্নরুপে ধরা দেয়। সময়ে সব ঠিক হয়ে যাবে আপু।
ভালো থাকুন সবসময়।
সুরাইয়া পারভীন
জ্বী ভাইয়া
একদম সঠিক বলেছেন
আন্তরিক ধন্যবাদ সহ কৃতজ্ঞতা অশেষ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়