
অষ্টাবিংশ বয়সে এসে আজকের দিনের শুরুটা সবচেয়ে বেশি স্পেশাল আমার জীবনে! জীবনের প্রথম স্বচক্ষে সূর্যোদয় দেখেছি। এই প্রথম দেখেছি অন্ধকারের বুক চিরে একটু একটু করে ভোরের মায়া ত্যাগ করে পূর্বাকাশের কোল জুড়ে সকালের আলো ফুটতে। আহ্! এই দেখা যে কতোটা তৃপ্তির কতোটা প্রশান্তির তা বলে বা লিখে বোঝানো সত্যিই অসম্ভব।
জানেন, আমি আগে কখনো দেখিনি সূর্যোদয়ের এতো সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। কখনো দেখেনি ভোরের আকাশের অন্ধকার ভেদ করে নতুন সকালের হাতছানি এতো মায়াময় হয়। সূর্য যে এতোটা স্নিগ্ধ হয় জানা ছিল না।
ইদানিং আমি নিজের প্রতি বেশ কেয়ারিং হয়েছি। বুঝতে শিখেছি ভালো থাকতে হলে নিজেকেই নিজের দ্বায়িত্ব নিতে হবে। আগে নিজেকেই ভালোবাসতে হবে
তাই একটু একটু করে আমার উড়নচণ্ডী স্বভাব বদলে নিচ্ছি। এতে আমার মমতাময়ী মা ভীষণ খুশি।
এবার আসি স্পেশাল শুরুর গল্পে। ইদানিং আমি প্রতিদিন ভোরে উঠছি। আমি বছরের পর বছর নামাজ পড়েছি তবে চার ওয়াক্ত আর এক ওয়াক্ত মানে ফজরের নামাজ কাযা পড়েছি। যদিও জানি রেগুলার কাযা নামাজ পড়া যায় না তবুও পড়েছি।
এখন রাতের শেষ প্রহরে ঘুম ভাঙ্গে আমার। ভোর ৪:৩০ মি. এ ঘুম থেকে উঠলাম। তারপর ফজরের নামাজ আদায় করে জগিং ড্রেস পরে বেড়িয়ে পড়লাম। তখনও ঘোর অন্ধকার। একদম সুনশান চারদিক। রাস্তার পাশে বড় বড় নিয়ন বাতির আলো ছড়ানো ছিটানো। প্রায় ৪৫ মিনিট হাঁটা/দৌড়ানোর পর বাসায় এলাম। এখনও সূর্য ওঠেনি। অন্ধকারেই সিঁড়ি ভেঙ্গে চার তলা ভবনের ছাদে গিয়ে বসলাম। তারপর চেয়ে চেয়ে দেখলাম শুরু থেকে শেষ পর্যন্ত সূর্য ওঠা। পাখিদের আনাগোনা,উড়াউড়ি দেখলাম। নয়ন যুগোল স্বার্থক আমার।
২৪টি মন্তব্য
কামাল উদ্দিন
বলেন কি আজকেই জীবনের প্রথম সুর্যোদয়কে পর্যবেক্ষণ করলেন। ভালো তাওতো আজ সময় করে নিয়াছেন……..শুভ কামনা জানবেন আপু।
সুরাইয়া পারভীন
স্কুল লাইফে রাত ২-৩ টা অব্দি পড়া লেখা করে ঘুমিয়ে যেতাম আর সকল উঠতাম ৮-৯ টায়। তাই কখনো সূর্যোদয় দেখা হয়নি । এতো
দিন এই ধারায় অব্যহিত ছিল। ইদানিং চলছে বদলের পালা। কৃতজ্ঞতা রইল
কামাল উদ্দিন
ভোরে উঠার মজাই আলাদা, তাছাড়া ভোরে উঠলে সব কাজ কর্ম ঘুছিয়ে নেওয়ার জন্য বেশী সময় পাওয়া যায়। আমি চির জীবন ভোরে উঠা পাবলিক।
নিরব সাগর
এতোদিন পর, ভোরের সূর্য আপনাকে দেখে পূর্ণতা পেল।
সুরাইয়া পারভীন
হা হা হা হা
কী যে বলেন না
আমি কিন্তু জন্ম দু চোখকে স্বার্থক মনে করছি। ধন্যবাদ অশেষ
শামীম চৌধুরী
খুব ভাল লাগলো আপনার লাইফ স্টাইল মোডিফিকশন জেনে। রাত ১০ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত ঘুম স্বাস্থ্যের জন্য উপকার। এই ৮ ঘন্টা যেসব হরমোন নিঃসৃত হয় তা দেহের মাংসপেশী মজবুত করে ও ইনস্যুলিনের লেবেল ঠিক রাখে। ৬ টি রোগ থেকে মুক্ত থাকা যায়।
প্রতিটি দিন হোক আপনার নতুন।
সুরাইয়া পারভীন
জ্বী দাদাভাই
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
আলমগীর সরকার লিটন
সুন্দর দৃশ্যপট অনেক শুভেচ্ছা রইল আপু
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন
আলমগীর সরকার লিটন
জ্বি আপনিও
ফয়জুল মহী
অনন্যসাধারণ ভাবে অনুপম লেখা I
L
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ
রেজওয়ানা কবির
সূর্যোদয়ের মত এত মনেোমুগ্ধকর দৃশ্য জীবনে অনেক দেখেছি।খুব ভালো লাগে আমার সূর্যোদয় আর সূর্যাঅস্ত দেখতে।সুন্দর অনুভূতির প্রকাশ।
সুরাইয়া পারভীন
জ্বী আপু
সত্যিই অদ্ভুত সুন্দর অনুভূতি
ধন্যবাদ অশেষ
ছাইরাছ হেলাল
সূর্যোদয় আপনাকে কানে কানে কী বলে তা আমাদের একটু জানান।
সুরাইয়া পারভীন
হুম বলবো একদিন ঠিকই বলবো
আন্তরিক কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানবেন
রোকসানা খন্দকার রুকু।
সূর্যোদয় কি বললো?
আপনি সত্যি এতদিন দারুন জিনিস মিস করেছেন।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন
সুপর্ণা ফাল্গুনী
আহ্ ভোরের লগ্ন টা খুব ভালো লাগে। নতুন আরেকটি দিন ফিরে পাবার আনন্দ ও থাকে। ভালো থাকুন সুস্থ থাকুন
সুরাইয়া পারভীন
একদম তাই দিদি
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ধন্যবাদ অশেষ
তৌহিদ
শুভ হোক প্রতিটি সকাল। ভালো থাকুন আপু।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ভালো থাকুন সবসময়
আরজু মুক্তা
এভাবে সকালগুলো নতুন গল্প শোনাক
সুরাইয়া পারভীন
ইনশাআল্লাহ
ধন্যবাদ অশেষ আপু