
আকাশে আজ কাল মেঘ দেখলেই মনের ভিতর কেমন যেন করে কিন্তু এখন আর আগের মত বৃষ্টিতে ভেজা হয় না ।
বর্ষায় বৃষ্টিতে ভেজা আর প্রথম প্রেম করা, দুটার জন্যই তারুণ্যের দরকার হয় । তরুণেরায় পারে এই মজা লুটে নিতে ।
একটু বয়স হয়ে গেলে সব কিছু বেমানান হয়ে পরে । শরীরও কেন জানি সব কিছু মেনে নিতে চায়না ।বয়স বাড়ার সাথে সাথে অনেক কিছু জীবন থেকে হারিয়েও যায়।
ঝরের বেগে দুরন্ত ছুটে চলা , প্রথম কোন গোপন প্রেমে পরা; দুইটার মাঝে একটা নিষেধ থাকে। বৃষ্টিতে ভিজতে বারণ , প্রেমে পরতে বারণ । বারন্ত বয়সে বারণ ভাঙ্গার মজাটায় আলাদা ।
বারণ ভাঙ্গার মাঝে দুরন্তপনা প্রতিষ্ঠিত হয়।তরুণ বয়সেই কেবল সেই দুরন্তপনা মানায়। একটু বয়স হয়ে গেলেই তা বেরসিক হয়ে পরে।
বয়স হয়ে গেলে সেটার মজাও আর থাকেনা। অথচ কোন এক বয়সে প্রাচীর টপকানোই যেন জীবনের একমাত্র ব্রত ছিল ।
২৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
বেরসিল দারুন মানিয়েছে। কবি সাব।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
রোকসানা খন্দকার রুকু।
ভালো লাগলো।
শুভ কামনা।
নিরব সাগর
শুভ কামনা প্রিয়
সুপর্ণা ফাল্গুনী
বয়স হলে অনেক কিছুই মানায় না এটা শুধু এশিয়া মহাদেশের জন্য। খুব ভালো লাগলো কবিতা। তারুণ্যের জয় হোক। শুভ কামনা রইলো
নিরব সাগর
বয়সের সাথে তারণ্যের মিল শুধু আমাদের এদেশে খুঁজা হয়। ধন্যবাদ প্রিয়
নিরব সাগর
**খোঁজা
ফয়জুল মহী
মাধুর্যমণ্ডিত প্রকাশ। একরাশ মুগ্ধতা
নিরব সাগর
মুগ্ধতা আপনাতেও প্রিয়
মোঃ মজিবর রহমান
সব বারণ এসে জমে চুড়ান্ত বারণ
ঘরের লক্ষীও বলে টাচ এখন
সমাজের আরো দশজন কয় থামুন
ইচ্ছে হয় মাটি বুঝি তখন।
নিরব সাগর
কত রকম বারণ আছে তার সুন্দর উপস্থাপন।ভাল লাগলো।
মোঃ মজিবর রহমান
আপনাকেউ শুভেচ্ছা ভাই
কামাল উদ্দিন
ঠিক বলেছেন কৈশোরের দুরন্তপনা বা বারণ নিষেধগুলো ভেঙ্গে ফেলার দুর্বার শক্তি আমাদের ক্রমান্বয়ে হৃাস পাচ্ছে। এখন বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগার ভয়, আর ঠান্ডা থেকে করোনা মহামারির ভয় তো আছেই…….ভালো থাকবেন ভাই।
নিরব সাগর
আপনিও ভাল থাকবেন
শামীম চৌধুরী
বৃস্টি সঙ্গে প্রেমের একটা দারুন নিবিড় সম্পর্ক আছে। সব প্রেমিক প্রেমিকারা বৃষ্টিকে নিয়ে ঝাপাঝাপিতে মেতে থাকে। আড়ালে সেই বানীটিই বলে একে অপরকে চলো বৃষ্টিতে ভিঁজি।
ভাল লেখেছেন।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয় অগ্রজ
নিতাই বাবু
আহা্! মনে কথা। তবে আমি কিন্তু এখন বুড়ো হয়ে গেছি, কবি। তারপরও প্রাচীর টপকাতে মন চায়।
নিরব সাগর
মন তো সবার চায় হয়ে উঠে না প্রিয়
খাদিজাতুল কুবরা
আপনার লেখাটি পড়ে স্মৃতিমেদর হয়ে পড়লাম। মনে পড়লো এসএসসির পর বন্ধুদের সাথে সাভারেে পিকনিকেে গিয়ে দেয়াল টপকে পার হলেও পায়ের একটি আঙুল ভেঙে ভুগতে হয়েছিল অনেক দিন।
আঠারো আর ফিরে আসে না।
নিরব সাগর
আপনাকে কিছু মনে করে দিতে পেরে খুব ভাল লাগছে প্রিয়।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় কবি
অনেক শুভেচ্ছা রইল————
নিরব সাগর
অনেক ভালোবাসা রইলো প্রিয়
রেজওয়ানা কবির
ইশ! বয়সকে যদি ধরে রাখা যেত।।।শুভকামনা।
নিরব সাগর
বয়স তো ধরে রাখা যাবে না পারতে তারুণ্যকে ধরে রাখুন প্রিয়।
আরজু মুক্তা
বয়স তো বাড়বে। তাই বলে মনটাকে বৃদ্ধ করার দরকার কি? যা করতে মন চায় করে ফেলুন। সময় নাই।
নিরব সাগর
আমি তো এখনো বয়সের চেয়ে তারণ্য ধরে রেখেই চলেছি।