
===========================================
ঐ অরুণিমার ছায়া কেমন করে জানি
মাথার মধ্যে বেয়ে হিমালয় পর্যন্ত ছড়িয়ে গেলো অনল!
তবুও ধন্যবাদ জানাই- কিছু ঘাম ঝরা
শীতলতা বাতাস যেনো গায়ের পারে গা জুড়ে বসতে চায়
তুমি গন্ধ গোলাপ চিন- এ কেমন বুঝলাম না
কিন্তু ঝড় হাওয়া নিঠুরতার গরম বুঝতে গিয়ে একটা তারা
ছুঁটে দিলে অরুণিমা-জলছায়ায় ভাবলাম খুব!
ভেবো না কোনদিন কোন অশ্লীল বর্ণে ভিজাবে না! কারণ
সমস্ত রাস্তা জঙ্গলবন এমনতেই পবিত্রময়-
কি ছড়ালে ? জানলাম শুধু হিমালয় পর্যন্ত প্রণয় না থাকলে-
কোন কাঠে আগুন জ্বলে না-এখন নিরুপায়
তবুও ভালবাসা আছে, দিবো- সেই অপেক্ষাই বাঁচি, সবুজ
আইলপাথারে শিশুর মতো চেয়ে চেয়ে থাকি-
জোছনাময় রাত- এমনকি সোনালি রোদ দুপুর হেঁটে চললে
রক্তশিরার মধ্যে ঘুমপারা স্বপ্নে অরুণিমা।
০৩ ভাদ্র ১৪২৬, ১৮ আগস্ট ২০
—————————–
২১টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
রক্তশিরার মধ্যে ঘুমপারা স্বপ্নে অরুণিমা। ওয়াও! ভাল লাগল
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মজিব দা
আপনার মন্তব্যে বেশ প্রেরণা পেলাম
আপনি ও ভাল ও সুস্থ থাকবেন——-
নিতাই বাবু
সেই অপেক্ষায় বেঁচে থাকি!
এক কথায় অসাধারণ বর্ণনা। শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি লিটন দাদা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি নিতাই দা
আপনার মন্তব্যে বেশ প্রেরণা পেলাম
আপনি ও ভাল ও সুস্থ থাকবেন——-
দালান জাহান
সুন্দর লিখেছেন কবি
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি জাহান দা আপনি কি খুব ভাল আবৃত্তি করতে পারেন
আপনার মন্তব্যে বেশ প্রেরণা পেলাম
ভাল ও সুস্থ থাকবেন——-
শামীম চৌধুরী
রক্তশিরার মধ্যে ঘুমপারা স্বপ্নে অরুণিমা।
চমৎকার বাক্যটি। দারুন হয়েছে। শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি শামীম দা
আপনার মন্তব্যে বেশ প্রেরণা পেলাম
ভাল ও সুস্থ থাকবেন——-
সুপর্ণা ফাল্গুনী
খুব ভালো লাগলো কবি। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপর্ণা দিদি
আপনার মন্তব্যে বেশ প্রেরণা পেলাম
আপনি ও ভাল ও সুস্থ থাকবেন——-
ফয়জুল মহী
ভালো লাগলো । ভালো থাকুন , শুভ কামনা অবিরাম l
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় মহী দা
আপনার মন্তব্যে বেশ প্রেরণা পেলাম
আপনি ও ভাল ও সুস্থ থাকবেন——-
রেজওয়ানা কবির
ভালো লাগল।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবির আপু
আপনার মন্তব্যে বেশ প্রেরণা পেলাম
আপনি ও ভাল ও সুস্থ থাকবেন——-
তৌহিদ
দাদা, কবিতা লেখার পরে শব্দের বানানগুলি চেক করবেন কেমন? কিছু শব্দে অক্ষর বাদ গেলে পূর্ণ শব্দ হয়না আর এতে কবিতাটির সে বাক্যের অন্য একটি অর্থ বোঝায়। যা পড়ে পাঠক বিভ্রান্তিতে পড়তে পারেন।
কবিতার মর্মার্থ কিন্তু চমৎকার। ভালো থাকুন ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় তৌহিদ দা কথাগুলো মাথায় রাখলাম
কিন্তু কোন বানানগুলো অশুদ্ধ সেটা দেখাননি ? দেখালে শুদ্ধ করতাম প্লীজ দেখেদিন
আপনার মন্তব্যে বেশ প্রেরণা পেলাম
আপনি ও ভাল ও সুস্থ থাকবেন——-
তৌহিদ
নিজে একবার পড়ুন বুঝতে পারবেন ভাই। আর আপনার যদি মনে হয় ঠিকই আছে তাহলেতো হয়েই গেলো। ঠিকই আছে তবে।
আলমগীর সরকার লিটন
নিজের ভুল ধরা যায় না দাদা বানানগুল হবেই তবে বানান দেখে দিলে ভাল হয় সংশোধন করা সহজ হয় দাদা
আরজু মুক্তা
শেষের লাইনটা মন মাতালো।
ধন্যবাদ
আলমগীর সরকার লিটন
কি কন একদিন পর প্রিয় কবির আপু
আপনার মন্তব্যে বেশ প্রেরণা পেলাম
আপনি ও ভাল ও সুস্থ থাকবেন——-
অরুণিমা মন্ডল দাস
আমার নামে কবিতা আমার খুব ভালো লাগল দাদা !