শেষ থেকে শুরু_ পর্ব তিন

সুরাইয়া পারভীন ১৯ আগস্ট ২০২০, বুধবার, ০৭:৪৪:২৯পূর্বাহ্ন গল্প ১৫ মন্তব্য

 

প্রচণ্ড উত্তেজনা নিয়ে কল দিল শায়ন। টেনশনে ঘেমে ঘেঁটে একসার। রাজ্যের অদ্ভুত সব চিন্তা ঘুরপাক খাচ্ছে শায়নের মাথায়। মনে মনে ভাবছে সুনয়না কী আমার ফোন রিসিভ করবে? আবার নিজে নিজেই বলছে কেনো করবে না? ও তো আর জানছে না এটা আমারই নম্বর। আগে ফোন রিসিভ করুক তারপর না হয়…

ফোন বেজে বেজে কেটে গেলো। ফোন রিসিভ হলো না দেখে শায়ন অস্থির হয়ে পড়লো। তবে কী সুনয়না বুঝতে পারলো এটা শায়নের নম্বর! কিন্তু কী করে বুঝবে? আগে তো কথা হয়নি।

শায়ন কাঁপা কাঁপা হাতে আবার একবার ফোন দিল। এবার কিছু ক্ষণের মধ্যেই ফোন রিসিভ হলো। ওপাশ থেকে ভেসে এলো নারী কন্ঠস্বর…

-আসসালামুয়ালাইকুম, কে বলছেন?

এবার শায়ন থমকে গেলো। ভাবছে বলবো কী সুনয়নাকে আমি শায়ন? বলা ঠিক হবে? আজ যে ভাবে পালিয়ে এসেছে আমি বললে হয়তো ফোনটায় বন্ধ করে দেবে।

ফোনের ওপাশ থেকে আবার দরাজ কন্ঠে আওয়াজ এলো
-হ্যালো! কে বলছেন, কাকে চাইছেন, কি হলো কথা বলেন না কেনো?
-ওয়ালাইকুম সালাম! আপনি কী সুনয়না ম্যাম বলছেন?
-জ্বী, বলুন কেনো ফোন করছেন?
-ম্যাম আমি কুরিয়ার সার্ভিস থেকে ফোন করেছি। আপনার নামে একটা পার্সেল আছে।

আমার নামে পার্সেল! মনে মনে ভাবছে সুনয়না। এতো গুলো বছর তো কোনো পার্সেল এলো না।

-রেখে দিন, আমি সময় করে নিয়ে আসবো।

-ম্যাম আপনাকে কষ্ট করে আস্তে হবে না। আমাদের লোক দিয়ে আসবে আপনি শুধু আপনার এ্যাড্রেসটা দিন

-মানে কী? কুরিয়ার সার্ভিস থেকে হোম ডেলিভারি দেয় জানতাম না তো!

-জ্বী ম্যাম। এটা নতুন চালু হয়েছে। আপনাদের সুবিধার্থে এই ব্যবস্থা করা হয়েছে। আপনি এ্যাড্রেসটা বলুন নোট করছি।

-জ্বী লিখুন….

-ওকে ম্যাম থ্যাঙ্ক ইউ। খুব শীঘ্রই আপনার পার্সেল পৌঁছে যাবে।

শায়ন মনে মনে ভাবছে এবার তুমি কী করবে সুনয়না। কীভাবে পালাবে? আমি কখনোই ছালনার আশ্রয় নেইনি/নিতে চাইনি। সে-ই কলেজ লাইফ শুরু থেকে শেষ পর্যন্ত অপেক্ষা করেছি। এইভাবে তুমি আমাকে বুঝবে, আমার ভালোবাসা বুঝবে। তুমি বোঝনি কোনোদিন ই বোঝেনি। এতো গুলো বছর পর যখন তোমাকে দেখতে পেলাম আবার হারিয়ে যেতে দেই কী করে আমার সব প্রশ্নের উত্তর না দিয়ে? তাই এই ছলনা করতেই হলো। আই এম সরি সুনয়না। আমি আসছি শীঘ্রই আসছি সুনয়না। তোমার কাছে আসছি…

শেষ থেকে শুরু_দ্বিতীয় পর্ব

৭৯৭জন ৬৮৮জন
0 Shares

১৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ