
আমার সব মানুষের জন্য মায়া আসে না।
আমার সব মানুষের জন্য মন কাঁদেও না।
আমার সব মানুষকে ভেবে রাতের ঘুম উধাও হয় না।
রোজ নিয়ম করে প্রতি সপ্তাহে ভিক্ষার ঝুলি নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকা শক্ত সামর্থ্য নারী পুরুষের জন্য আমার মায়া আসে না। তাদের রোজ নিয়ম করে প্রতি সপ্তাহে ভিক্ষা দিতে ইচ্ছে করে না। ওরা দরজায় কড়া নাড়লে আমার ভীষণ বিরক্ত লাগে।
আমার তাদের জন্য মায়া হয়
যারা নিতান্তই নিরুপায় হয়ে একরাশ লজ্জায় নত মস্তকে বলে মা আমার একটু তেল দেবে! ঘরে একফোঁটা তেল নেই। আমার চোখ অশ্রুসিক্ত হয়
আমার তার জন্যও মায়া হয় যে এক পৃথিবী সংশয় নিয়ে বলে, রোজা থাকবো ঘরে ভালো মন্দ কিছুই নাই। কয়েক টুকরা মাছ দিবে মা! বিশ্বাস করুন শুধু মায়া নয় হুহু করে মন কাঁদে। ইচ্ছে করে ফ্রীজে যা আছে সব বের করে দেই।
আমার সেই হতভাগ্য পিতার জন্যও মায়া হয়েছিল/হয় যিনি মেয়ের বিয়ে পার করতে হাতে ব্যাগ নিয়ে আমার দরজায় কড়া নেড়ে়ছিল একটু মাংসের জন্য। কতো অসহায় হলে এটা করা যায়?
আমার সবচেয়ে বেশি মায়া হয় তাদের জন্য যারা বৃদ্ধ বয়সে রিক্সা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। চলতে পারে না তবুও রিক্সা চালায় নিজের ও পরিবারের মুখে অন্ন তুলে দিতে। আমার প্রচণ্ড কষ্ট হয় তাদের জন্য যারা অর্থব তবুও টেনে টুনে চলে বুকে একটা মস্ত বাদামের ঝুড়ি নিয়ে। আমার তাদের দেখলে শ্রদ্ধায় মাথা নুইয়ে পড়ে।
চোখের পাতা ভিজে যায়। রাতের ঘুম উধাও হয়ে যায়।
তাদের কষ্ট সইতে না পেরে দু’হাত পেতে স্রষ্টার দ্বারে অর্থ ভিক্ষা চাইতে ইচ্ছে করে। দীর্ঘশ্বাসের সাথে বেড়িয়ে যায় যদি আমার অর্থ থাকতো তবে এইসব মানুষ গুলো দ্বায়িত্ব আমিই নিতাম।
২৭টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আপনি অনুভুতি প্রবণ বলেই এমন মায়া মায়া করে ভাবতে পেরেছে,
যে ভাবনা আমাদের সবার ই হওয়া উচিৎ, কিন্তু ইচ্ছে থাকলেও সব সময় তা পারছি কৈ !!
সুরাইয়া পারভীন
হুম একদম তাই ভাইয়া
ইচ্ছে থাকলেও আমরা অনেক সময় কিছুই করতে পারি না।
কৃতজ্ঞতা প্রকাশ করছি
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
মানবিক মন যাদের আছে তাদের এমনটাই হওয়া উচিৎ। আমাদের সামান্য সামর্থ নিয়ে হয়তো সবার কষ্ট দূর করা সম্ভব হবে না। নিদেন পক্ষে কষ্ঠে থাকা এমন প্রতিবেশীদের পাশে আমাদের সবারই দাঁড়ানো উচিৎ। শুভ কামনা জানবেন আপু।
সুরাইয়া পারভীন
আমাদের সবাই উচিত যতটুকু আছে তাই নিয়ে অসহায়দের পাশে দাঁড়ানো
কৃতজ্ঞতাসহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
সুপর্ণা ফাল্গুনী
একদম, আমার ও সবার জন্য মন কাঁদে না। সহজে কাউকে ভিক্ষা দেইনা। খুব ভালো লাগলো এমন করে ক’জনে ই ভাবতে পারে বলুন! আপনি খুব ভালো সেটাই প্রমাণ হয় এই লেখাতে। ভালো থাকবেন। শুভ সকাল
সুরাইয়া পারভীন
দিদিভাই ভালোমন্দ বুঝি না। তবে আমার ভীষণ কষ্ট হয় এইসব মানুষদের দেখলে
কৃতজ্ঞতাসহ আন্তরিক ধন্যবাদ জানবেন
সুপায়ন বড়ুয়া
মানবিক মন অন্যের দু:খে কষ্টে সাড়া দেয়।
ভাল থাকুন। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতাসহ আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
সুরাইয়া নার্গিস
অনেক বলছেন আপু, আমারও মায়া হয়।
শক্তিহীনদের জন্য ভিক্ষা,শক্তি থাকতে ভিক্ষা কেন করবে তারা তো কাজ করা সামর্থ রাখে। এদের জন্য মায়া হয় না, অসহায়,অসুস্থদের যতটা পারি সাহায্যের হাত বাড়িয়ে দেই। সবাইকে হয়ত সাহায্য করতে পারি না তবে সার্ধমতো চেষ্টা করি।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতাসহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সবসময়
ইঞ্জা
মানবিক শব্দের গুচ্ছে কিছুক্ষণ নিজেকে হারিয়ে ফেলেছিলাম, বেশ আবেগপূর্ণ লেখা দিলেন আপু।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতাসহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ইঞ্জা
শুভকামনা অবিরত
ফয়জুল মহী
বাহ
নিপুণ রচনাশৈলী
ভীষণ ভালো লাগলো।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতাসহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
রোকসানা খন্দকার রুকু।
মানবিক এই দিকটা যদি সবার মাঝে থাকত তাহলে সমাজটা অনেক সুন্দর হত।
ভালো লাগলো আপু।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন আপু
কৃতজ্ঞতাসহ আন্তরিক ধন্যবাদ জানবেন
নিতাই বাবু
সমাজের প্রতিটি মানুষের এমন মন-মানসিকতা থাকা উচিৎ বলে আমি মনে করি। কিন্তু আমার মনে করা এই সমাজের কারোর কাজে বা মনে বিঁধবে বলে মনে হয় না। কারণ সবার মন-মানসিকতা এক নয়। তবুও আপনার লেখায় নিজের মনোভাব প্রকাশ করলাম।
শুভকামনা থাকলো।
সুরাইয়া পারভীন
জ্বী দাদা আমি আপনার সাথে সহমত পোষণ করছি। কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আরজু মুক্তা
সবার মন মানসিকতা এমন হলে সমাজ বদলে যেতো।
শুভকামনা আপু
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
আলমগীর সরকার লিটন
বেশ মমতাময় প্রকাশ কবি আপু
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
ভালোবাসা সবার জনু হয়না। মায়া জিনিসটিও তাই। কিছু মানুষ ভালোবাসার মুল্য দিতে জানেনা আর কেউ ভালোবাসা পেলে তাকে ভুলতে পারেনা।
সুন্দর লিখেছেন আপু। শুভকামনা রইলো।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতাসহ আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সবসময়
সাবিনা ইয়াসমিন
মায়া কখন কার প্রতি চলে আসে বলা মুসকিল। যখন চোখের সামনে কেউ হাত পেতে দাড়ায় তখন তাদের শরীরের জোর/বল/ বয়স নজরে পড়ে না। হাত ছাপিয়ে দৃষ্টি চলে তাদের মনের দিকে। চোখের দিকে। কতটা কুন্ঠাবোধ নিয়ে হাতগুলো বাড়িয়ে দেয়া হয়েছে সেটা দেখি। সবাই হাত পেতে নিতে জানে না। কারো কারো দৃষ্টিতেও দ্রারিদ্রতার ছাঁপ থাকে, যেটা মুখের ভাষায় বা চাওয়ার মাঝে প্রকাশ পায় না। আমাদের সকলেরই উচিৎ মানবিক হওয়া।
সুন্দর পোস্ট।
অনেক অনেক শুভ কামনা 🌹🌹
সুরাইয়া পারভীন
এজন্যই আপনি সবার থেকে আলাদা মিষ্টি আপু
কৃতজ্ঞতাসহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালোবাসি সবসময়