
আর আপনি কে ? পুলিশের বিহবল ভাব কাটছিল না।
“আমি ডিটেক্টিভ ন্যান্সি মরগান।নোটটা আপনার বসের কাছে নিয়ে যান, প্লিজ। এক্ষুনি ”
কিছুক্ষণ পরেই হন্তদন্ত হয়ে ছুটে এলেন ইন্সপেক্টর। তার মনের ভাব বুঝতে পারলো তরুণী। ‘ আপনি নিশ্চিত’ এই লোকটাই ডেট্রয়েটে ব্যাংকের ম্যানেজারকে গুলি করেছিল ? আপনার কোন ভুল হচ্ছে না তো ?
ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো তরুনী। ” আমার চোখের সামনে, আমার মাইকেল কে গুলি করেছিল ম্যাক। তাকে খোঁজার জন্যই আমি পুলিশে যোগ দিয়েছিলা। এতটা দিন এই লোকটাকেই খুঁজে বেড়িয়েছিলাম আমি ” আর আজ এতদিন পর —
ইন্টারভিউ রুম থেকে দ্রুত বেড়িয়ে গেল পুলিশ। গোলমাল শোনা গেল অন্যদিক। কিছুক্ষণ বাদে শান্ত হয়ে গেল পরিবেশ। পাখি প্রতিবার ফাঁকতালে পালালেও এবার আর সুযোগ পায়নি।
আমার মনে হয় আপনি ঠিক বলেছেন।আধঘন্টা পরের ঘটনা। ম্যাক এখন শিকার করা জিনিস,একদম বন্দী খাঁচায় যাকে বলে। লোকটা ম্যাক ই বটে। তবে আপনাকে সাহায্য করার জন্য আমাদের সাহায্য নিতে পারতেন। এতটা ঝুঁকি নেয়া উচিৎ হয়নি আপনার।
” জানি” ন্যান্সির গলা ভেঙে এলো আবার। টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে গাল বেয়ে। কিন্তু আমি চেয়েছিলাম শয়তানটাকে নিজে থেকেই গ্রেপ্তার করতে
থানা ছেড়ে বাইরে এলো ন্যান্সি । পোষ্ট অফিসে গিয়ে নিউইয়র্ক পুলিশ ফোর্সে জরুরী টেলিগ্রাম করতে হবে। খোলা আকাশের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে।
যুগে যুগে ন্যান্সিরা হয়তো এরকম কঠিন বাস্তবতার সাথে জীবন সংগ্রামে জয়ী হয়ে এরকম প্রশান্তি পাবে। অদম্য ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস নিয়েই হয়তো আগামীর পথ চলা নিয়ন্ত্রণ করবে।
২১টি মন্তব্য
তৌহিদ
আপু ব্লগে দুই পোস্টের সময়ের ব্যবধান ২৪ ঘন্টা হতে হবে জানেন কি? অর্থাৎ গতকাল যদি পোস্ট দুপুর ২ টায় দিয়ে থাকেন আজ পোস্ট দিতে হলে দুপুর ২ টার পরে দিতে হবে। এর আগে দেয়া যাবেনা।
শুভকামনা।
উর্বশী
তৌহিদ ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সময় টা অবশ্য পোস্ট দেয়ার আগে খেয়াল করিনি। দুঃখিত।
সময়ের বড় অভাব আমার ভাইয়া। আগামীতে অবশ্যই খেয়াল করবো।ইঞ্জা ভাইয়া আগেই বলেছিলেন আমায়।
ভাল থাকুন, শুভ কামনা।।
তৌহিদ
ভালো থাকুন আপু।
উর্বশী
তৌহিদভাইয়,
আন্তরিক ধন্যবাদ সহ সালাম।
উর্বশী
তৌহিদ ভাইয়া,
শুকরিয়া।
আপনিও ভাল থাকুন।
ফয়জুল মহী
অসাধারণ ভাবে অনুপম লেখা I
উর্বশী
ফয়জুল মহী,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । তুমি মন্তব্য করার পরিমান ছোট করেছো কেন? তুমি ইদানিংং বিজি হয়ে পড়েছো বুঝি? ওকে নিজের কাজ আগে, ভাল থেকো, অফুরান শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
আপু অ-নে-ক সুন্দর একটি গল্প। নারী সবসময় অবলা থাকেনা, পরিস্থিতি তেমন হলে নারীর শক্তি, ক্ষমতা অনেক উপরে ছুঁতে পারে, অসম্ভব কে সম্ভব করতে পারে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
উর্বশী
সুপর্না ফাল্গুনী আপু,
সহমত পোষণ করছি আপনার মন্তব্যের সাথে।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভালোবাসা অবিরাম।
দীর্ঘ জীবি হন।
সুপায়ন বড়ুয়া
“যুগে যুগে ন্যান্সিরা হয়তো এরকম কঠিন বাস্তবতার সাথে জীবন সংগ্রামে জয়ী হয়ে এরকম প্রশান্তি পাবে। অদম্য ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস নিয়েই হয়তো আগামীর পথ চলা নিয়ন্ত্রণ করবে। “
সুন্দর পরিসমাপ্তি টানলেন। ডিটেকটিভ ভালই লাগে যা ছেলেবেলায় হতো পড়া।
শুভ কামনা।
উর্বশী
সুপায়ন বড়ুয়া দাদা,
বিনম্র শ্রদ্ধ। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
একদম সঠিক বলেছেন দাদা। ডিটেক্টিভ ভালই লাগে। দীর্ঘ
জীবি হন। শুভ কামনা।
আরজু মুক্তা
গোয়েন্দা গল্প ভালো লাগলো।
উর্বশী
আরজু মুক্তা আপু,
আন্তরিক ধন্যবাদও কৃতজ্ঞতা।অফুরান শুভ কামনা। । দীর্ঘ জীবি হন। ভালোবাসা অবিরাম।
তৌহিদ
নারীরা চিরকালেই অদম্য। কিন্তু আমরা মানে পুরুষরা নারীকে ভোগ্যপণ্য এবং বাসার কাজের মানুষ ছাড়া অন্য কিছু ভাবতে শিখিনি। অথচ নারীরা এখন পুরুষদের সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে। মহাকাশ জয় করেছে, আকাশে বিমান উড়িয়েছে, সামরিক বাহিনীতে বন্দুক চালনা করছে। কোন ধরনের কাজেই তারা পিছিয়ে নেই। ডিটেকটিভ ন্যান্সি ঠিক তেমনই।
চমৎকার একটি গল্প ছিলো এটি। নতুন লেখা তাড়াতাড়ি দেবেন আশাকরি।
উর্বশী
তৌহিদ ভাইয়া।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আপনার সাথে একমত পোষণ করছি। তাড়াতাড়ি লেখা দেয়ার চেষ্টা করবো।অনেক ব্যস্ততার মাঝে আছি ভাইয়া, দোয়া করবেন । ভাল থাকুন শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
ধারাবাহিক লেখা গুলো একারণেই একবারে পড়ি। নয়তো প্রতি পর্ব পড়ার পর, তারপর কি হলো, কি হলো এসব ভেবেই মন উসখুস করতে থাকে। এখন সব গুলো একসাথ পড়ে শান্তি লাগছে 😇😇
ডিটেকটিভ গল্প খুব চমৎকার লিখেছেন আপু, যদিও খুব ছোট ছোট পর্বে। এরপরে আরও বড় করে লেখা চাই। ন্যান্সির মতো আত্মবিশ্বাসী মেয়েদের থ্রিলার স্টোরি এত অল্পতেই শেষ হয়ে যাবে, এমনটা চাই না। সিরিজ লিখুন, প্রতি সিরিজে ন্যান্সির একেকটা কেস উদঘাটন করবেন।
ভালো থাকুন আপু, অনেক অনেক শুভ কামনা আর ভালোবাসা রইলো ❤❤
উর্বশী
সাবিনা ইয়াসমিন আপু,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সঠিক বলেছেন,এক সাথে পড়তে পারলে এক বারেই উত্তর করতে সুবিধা। সময় বেঁচে যায়। আর এর পরে কি হতে পারে এই প্রশ্ন আসেনা। গল্পটি একবারেই দিতে চেয়েছিলাম।পরে অনেক বড় করার চিন্তা ছিল,ভাবলাম,কেমন হয় ছোট করে শেষ করবো। অভিমত বুঝে সামনে এগিয়ে যাওয়া যাবে। আমার সময় খুব কম ছিল, যার জন্য টানা লেখার সময় পাইনি। আমি এখনো ব্যস্ততার মাঝে আছি। হয়তো এই সপ্তাহেই শেষ হতে পারে।
যাক, গল্প ভাল লেগেছে,সেজন্য ভালোবাসা রইলো।
ইঞ্জা
বেশ রোমাঞ্চকর একটি লেখা পড়লাম, পাখি তাহলে খাঁচায় বন্দী হলো।
দারুণ লাগলো আপু, আরও লেখা চাই।
উর্বশী
ইঞ্জা ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। স্বপ্নে কাশফিতা আপনার ঘোড়ার গাড়ী নিয়ে আসা, না হলে মনে হয় এত তাড়াতাড়ি এই লেখাটি আসতো না। মানে আরও পরে দিতাম। যা হোক, তাহলে বড় করে লেখা সম্ভব মনে হয়। চেষ্টা করবো।সময় আমার একটু কম। একা সব দিকেই ঝামেলা দেখতে হয়। আশা করি কাটিয়ে উঠবো।ভাল থাকুন।শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
বাহ বাহ চমৎকার অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই আপু————-
উর্বশী
আলমগীর সরকার লিটন ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পাশেই থাকিবেন আশা করি।শুভ কামনা।