
বিশ্বাস জেনো গা ছাড়া তাস বুকে হাত
দিয়ে বলতে পারবে না কোনদিন যে চাঁদ,
বামনের গায়ে আঁধার ছিল, বুঝতেই পারেনি-
কি আশ্চর্য রাতের গায়ে চাঁদ জ্বলচ্ছে বেশ!
এখন জানালার ফাঁকে চাঁদ দেখা হয় অহরহ-
সব জেনো এক বৃষ্টিহীন- ছায়াহীন মৃদল পথ।
অথচ সেই চাঁদ কতদিন হলো দেখা হয় না আর
বৃন্দবন জুড়ে শুকে যাচ্ছে গোলাপ- গন্ধহীন মেঘ
এপাশ ওপাশ করে ভাসচ্ছে- তারপরও চাঁদের
এতটুকু হুস নেই-বজ্রপাত, কলঙ্ক, আমাবস্যা আছে;
বামনের চিৎকারে ঝর্ণাধারা, সমুদ্রে উতাল পাতাল
শুধু বামনের পাড়ায় চাঁদ নেই ঐ তারার পাশে-
অপরূপ লাগছে তুমি তারার পাশে সুখে থাক চাঁদ।
২১ শ্রাবণ ১৪২৬, ০৫ আগস্ট ২০
————————————
২১টি মন্তব্য
রেজওয়ানা কবির
তুমি।তারার পাশে সুখে থাকো চাঁদ,সুন্দর লেখা ভাইয়া।
আলমগীর সরকার লিটন
জ্বি কবি কবির আপু
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ দারুন লাগলো ভাইয়া। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপর্ণা দিদি
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
নিতাই বাবু
বামনের আত্ম চিৎকারে চাঁদের তো কিছু আসে-যায় না। তাই চাঁদের জায়গায় চাঁদ চিরসুখে আছে। থাকবে নিশ্চয় আজন্মকাল পর্যন্ত। আর চাঁদকে নিয়ে কবিরাও লিখতে থাকুক কবিতার পাতায় পাতায়।
সাথে মুগ্ধতা রেখে গেলাম কবি লিটন দাদার কবিতায়।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি নিতাই দা অনুপ্রাণিত
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
ফয়জুল মহী
নন্দিত অনুভূতি চলনসই প্রকাশ
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা অনুপ্রাণিত
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
মোঃ মজিবর রহমান
এই চাদ এই বামন কে কার?
চাদই সুখে থাক। লিটন ভাই।
দারুন লিখা
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মজিবর দা অনুপ্রাণিত
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
মোঃ মজিবর রহমান
আর ভালথাকা চাকরি হারা
হবে নীড় পাখিছাড়া
পথই বাস ডাস্টবিনই হতচ্ছাড়া
আলমগীর সরকার লিটন
কি কন দাদা শুনে কষ্ট পেলাম
মাহবুবুল আলম
কবিতা ভাল লেগেছে
শুভেচ্ছা জানাবেন!
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মাহবুবুল দা অনুপ্রাণিত
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
ইঞ্জা
সেই চাঁদ কতদিন হলো দেখা হয় না আর
বৃন্দবন জুড়ে শুকে যাচ্ছে গোলাপ- গন্ধহীন মেঘ
এপাশ ওপাশ করে ভাসচ্ছে- তারপরও চাঁদের
এতটুকু হুস নেই-বজ্রপাত, কলঙ্ক, আমাবস্যা আছে;
অসাধারণ লিখলেন ভাই, ভালো লাগা রইলো।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি ইঞ্জা দা অনেক অনেক অনুপ্রাণিত
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
ইঞ্জা
শুভেচ্ছা ও শুভকামনা ভাই
খাদিজাতুল কুবরা
চির যৌবনা চাঁদ সকলের কাঙ্ক্ষিত হলেও পাওয়া হয়না।
তাতে কি চাঁদের সুখেে ছেদ পড়েনা।
দারুণ লিখেছেন কবি দাদা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি কুবরা আপু অনেক অনুপ্রাণিত
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
তৌহিদ
চাঁদেরও অমাবস্যা আছে, চাঁদেরও দাগ আছে। এসব জেনেই কিন্তু আমরা তার সৌন্দর্য উপভোগ করি।
ভালো থাকুন ভাই।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি তৌহিদ দা অনেক অনুপ্রাণিত
সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-