
কথা ছিল; হ্যাঁ কথা ছিল
তোমার প্রতিটি ভোর আমার হবে!
কথা ছিল সূর্য ওঠা প্রভাতে,
সূর্যের সোনালী রশ্মি হয়ে-
পূর্ব জানালার কার্নিশ বেয়ে,
প্রবেশ করবো তোমার ঘরে।
অধরে অধর ছুঁয়ে…
ঘুম ভাঙ্গাবো রোজ সকালে!
কিছু কথা হয়তো কখনোই-
কথা হয়ে উঠে না,পূর্ণতা পায় না
কিছু কথা অ-কথা হয়ে থেকে যায় জীবনে!
বুঝে নিয়েছি আমাদের কথাটাও ঠিক তেমনই।
তবে কথাটা যেমনই হোক গল্পটা কিন্তু একই
রোজ নিয়ম করে ভোর হচ্ছে,
সূর্য উঠছে পূর্বাকাশে
সূর্যের সোনালী রশ্মি প্রবেশ করছে ঘরে,
ঘুম ভাঙ্গাচ্ছে কপাল চোখ ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে!
২০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আপু সূর্য পশ্চিমাকাশে উঠে! মনে হয় ভুল হয়ে গেছে। লেখাটি চমৎকার লাগলো। ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
সুরাইয়া পারভীন
আমার কী দোষ বলুন
পূর্ব লিখলে পশ্চিম আসে
লেখার পরে আর খেয়াল করিনি
কৃতজ্ঞতা অশেষ দিদি
ভুল ধরিয়ে দেবের জন্য
আন্তরিক ধন্যবাদ জানবেন
সুপর্ণা ফাল্গুনী
হা হা হা। তাহলে এখন থেকে পশ্চিম লিখবেন। সবকিছুর উল্টোটা লিখলে ঠিকটাই আসবে। ধন্যবাদ আপু
সুপায়ন বড়ুয়া
“পূর্ব জানালার কার্নিশ বেয়ে,
প্রবেশ করবো তোমার ঘরে।
অধরে অধর ছুঁয়ে…
ঘুম ভাঙ্গাবো রোজ সকালে! “
এত আদর কেউ বা পেলে
কেমনে যাবে তোমায় ভুলে ?
খুব ভাল লাগলো আপু।
ঈদ মোবারক !
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যযোগ কৃতজ্ঞতা প্রকাশ করছি
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সুপায়ন বড়ুয়া
আপনাকে ও ধন্যবাদ। শুভ কামনা।
ফয়জুল মহী
চটুল ভাষায় হৃদয়ঙ্গম লেখা ।
সুরাইয়া পারভীন
ধন্যযোগ
ভালো থাকুন সবসময়
ছাইরাছ হেলাল
প্রাপ্তির নাম অপ্রাপ্তি আমাদের মেনে নিতেই হয়। নেই ও।
সুরাইয়া পারভীন
নিতান্ত নিরুপায় হয়ে ই মনে নিতে হয়
আর এতে আমরা অভ্যস্তও হয়ে পড়ি
ধন্যযোগ কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
খাদিজাতুল কুবরা
আপু খুব ভালো লাগলো কবিতাটি।
সত্যি তো পৃথিবীতে রোজকার নিয়ম একই থাকে।
জীবন ও জীবনের নিয়মে চলে শুধু বদলে যায় স্থান, পাত্র।
আমরা নিয়ম ভাঙার নিয়ম জানি না।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
সব কথা বাস্তবে রুপ পায়না, কিছু কথা অব্যক্ত রয়ে যায়। মৃত্যু হয় কিছু ইচ্ছের। ভালোবাসা হয়তো এমনই।
ভালো থাকুন আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যযোগ কৃতজ্ঞতা অশেষ ভাইয়া
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
প্রদীপ চক্রবর্তী
অব্যক্ত কথন সাথে কিছু স্মৃতি রোমন্থন!
বরাবরের মতো ভালো লাগলো আপনার একান্ত অনুভূতির বহিঃপ্রকাশ।
শুভকামনা দিদি।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা অশেষ দাদা
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সাবিনা ইয়াসমিন
কথা গুলো কথার বাক্সেই আটকে থাকে,
কিছু কথা শুধু শব্দের সাথে শব্দ মিতালি করতে তৈরী হয়। কিছু কথা গুলো জমে থাকে হিমালয়ের মতো অভেদ্য হয়ে। যেখানে সুর্যের আলোতেও তার প্রতিফলন হয় না। কেউ কেউ কিছু কথা শুধু বলে যায় কথার ছলে। ওগুলো কেবল কথা হয়েই থাকে।
ভালো লাগলো একান্ত অনুভূতি। যদিও এটাকে আমি কবিতা ভেবেই পড়েছি।
ভালো থাকুন, ঈদ মুবারক 🌹🌹
সুরাইয়া পারভীন
এই অভেদ্য কথার মায়ায় জড়িয়ে যাপিত জীবন হয়ে উঠে অতিষ্ঠ। ছিন্নভিন্ন হয় সমস্ত সুখস্বপ্ন
কথা গুলো শুধু কথা হয়ে এক বিভৎস যন্ত্রণায় বিদগ্ধ করে প্রতিনিয়ত।
কৃতজ্ঞতা অশেষ আপু ❤❤❤
ঈদ মোবারক
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আলমগীর সরকার লিটন
চমৎকার কবি পারভীন আপু
অনেক অনেক ঈদ মোবারক
নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন————-
সুরাইয়া পারভীন
আলহামদুলিল্লাহ
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ঈদের শুভেচ্ছা রইলো
ভালো থাকুন সবসময়