
আগামীকাল কুরবানী
গরুর রশি টানাটানি
মাস্ক মুখে গরু কিনে
তাই দেখে পশু হাসে।
গরু আনে বাড়িতে
বেঁধে রাখে খুঁটিতে
স্বাস্থ্য বিধি মেনে চলে
বৈশ্বিক এই করোনাকালে।
হাতে নাই টাকা
বলে আসছে যারা
বাস করছে এরা
কোন দেশে তারা?
ফেসবুকে সেলফি দেয়
রাম ছাগলের সাথে
কেউ আবার চুুমু খায়
লাল গরুর গালে।
ফেবু যখন ছিল না
কুরবানী কি হতো না?
তারা তখন ছিল কোথায়?
কোন দেশে কোন গুহায়?
কেউ কি বলবে আমায়?
প্রশ্নগুলো গেলাম রেখে
সুধী জনের কাছে
এদের আমরা সবাই
ডাকবো কোন নামে?
টাইমলাইনে ছবির মেলা
এটাই হলো তাদের খেলা
কেউ দেয় ম্যাসেজ বক্সে
কেউ বা দেয় ইওর-স্টোরীতে।
ফেসবুকে প্রকাশ পাবে
রক্ত, মাংস, পশু জবাই
বড় কারা তাদের চেয়ে
একদিনের হবে কসাই।
এরা সবাই প্রতিবন্ধী
নেই তাদের প্রতিদন্ধী
আদায় করো ওয়াজিব
ধর্মকে রাখো সজীব।
শামীম চৌধুরী
৩১-০৭-২০২০
১৩টি মন্তব্য
মাহবুবুল আলম
হাহাহাহা! ভালই লিখেছেন।
ঈদ মুবারক!
শামীম চৌধুরী
ঈদ মুবারক।
সুপর্ণা ফাল্গুনী
দারুন ছড়া ভাইয়া। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো। ঈদের শুভেচ্ছা ও শুভকামনা রইলো
শামীম চৌধুরী
ঈদ মুবারক দিদিভাই।
ছাইরাছ হেলাল
আপনাকে তো এবার ছড়াকার বলতেই হচ্ছে।
ইদ মুবারক, ভাই।
শামীম চৌধুরী
ঈদ মুবারক।
ফয়জুল মহী
নান্দনিক লেখনী ।
শামীম চৌধুরী
ধন্যবাদ।
ঈদ মুবারক।
সুপায়ন বড়ুয়া
“ফেসবুকে প্রকাশ পাবে
রক্ত, মাংস, পশু জবাই
বড় কারা তাদের চেয়ে
একদিনের হবে কসাই। “
সুন্দর একটি ছড়া লিখলেন
আজকের বাস্তবতায়
যেটা আমরা লিখতে ভয় পাই
থাকি তাই নিরালায়
শুভ কামনা।
শামীম চৌধুরী
যতই থাকুন নিরালায়
ভুলতে দেবোনা আমায়।
ঈদ মুবারক।
ইঞ্জা
😆😆😆😆😆 চমৎকার লিখেছেন ভাই
শামীম চৌধুরী
ঈদ মুবারক।
ইঞ্জা
ঈদ মুবারক ভাই