
========================
এলো ঈদ কুরবানী ঈদ-
তবুও থাকছে করোনা বন্যা
একাকারে বাজায় বাজনা-
নতুন জামায় ঘুরা ফিরা,খোলা জানালাও বন্ধ!
তবুও ঈদ বলে কথা আনন্দটা থাক না
চোখে মুখে হাতের কণে বুকেতে শুধু না
শুভেচ্ছা শুধু ঠোট বহর অন্তরে- অন্তরে।
কষ্টটুকু ভাসছে বানভাসী জলে
কষ্ট কিসের কষ্ট- মুছে যাবে
সৌহার্দ্য পূর্ণে হেসে খেলে ঈদের ক্ষণে-
ভয় ভীতি আতঙ্ক সংশয় দুয়ে যাক
হুস হারায় বার বার মৃত্যু শুধু কাঁদায়
করোনার যত শিক্ষা দিক্ষা অম্লান
হোক মহাত্যাগে এই কুরবানীর ঈদ।
১৫ শ্রাবণ ১৪২৬, ৩০ জুলাই ২০
—————————
১২টি মন্তব্য
ফয়জুল মহী
অনবদ্য লেখা, পড়ে মোহিত হলাম।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা
অনেক অনেক ঈদ মোবারক জানাই
নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন—–
জিসান শা ইকরাম
করোনা, বন্যার মাঝে এবার কুরবানীর ঈদ।
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক কুরবানীর ঈদ।
আগাম ঈদ মুবারক।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি জিসান দা
অনেক অনেক ঈদ মোবারক জানাই
নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন—–
পর্তুলিকা
সুন্দর কবিতা। ঈদের শুভেচ্ছা নিন ভাইয়া।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি পর্তুলিকা দিদি
অনেক অনেক ঈদ মোবারক জানাই
নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন—–
নিতাই বাবু
আমাদের নদীমাতৃক বাংলাদেশে প্রতিবছরই বর্ষা মৌসুমে গ্রামাঞ্চলের মানুষকে বন্যা আতঙ্কে থাকতে হয়। তাই বানবাসীর সাময়িক এই কষ্ট বেশি দিনের জন্য নয়! সময়মত আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে নিশ্চয়!
সময়োপযোগী লেখায় কবিতা পড়ে ভালো লাগলো শ্রদ্ধেয় কবি লিটন দাদা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি নিতাই দা
অনেক অনেক ঈদ মোবারক জানাই
নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন—–
সুপর্ণা ফাল্গুনী
ঈদের শুভেচ্ছা রইলো। এবারের ঈদ গুলো খুব খারাপ যাচ্ছে। তবুও সবাই ভালো থাকুক, ভালো ভাবে ঈদ উদযাপন করুক। শুভ কামনা রইলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপর্ণা দিদি
অনেক অনেক ঈদ মোবারক জানাই
নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন—–
সুপায়ন বড়ুয়া
করোনা বন্যার মাঝে কোরবানি ঈদ
এবার অনন্য মর্যদা পাবে।
ভাল লাগলো। ঈদ মোবারক।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপায়ন দা
অনেক অনেক ঈদ মোবারক জানাই
নিশ্চিয় ভাল ও সুস্থ আছেন—–