
=========================
তোর বোকা শোকা মন মেঘে
ঝড় হাওয়া বোবা বৃষ্টি ঝরবে
কুল কিনারা পাবি না খুঁজে-
চালাক হতে লাগলে না সঙ্গ বেস
তবুও চালাক হবি অন্তবেসে
বাজা ঢোল- নিজের পিঠে- নিজে।
দেখবি হঠাৎ রঙধনু বিকেল হাসে
হাসে রোজ জোছনা তারা
সোনালি দিনগুলো তারাও হাসে
হাসেন যত আঁধার খিট খিটে;
বসলে তারার মেলায় আধার টুটে
বাজা ঢোল- বাজা নিজের পিঠে- নিজে।
তবুও হুস হলো না এ জনমে
আর কয়দিন বাঁকি জনম তরী!
তোর বুকের মাটি জনম খাঁটি-
বুঝলি না রে বোকা শীতল পাটি
হাটিস না বোকা শোকা মেঘের সনে
বাজা ঢোল- বাজা রে ঢোল বুক পিঠে।
১৩ শ্রাবণ ১৪২৬, ২৮ জুলাই ২০
——————————
১০টি মন্তব্য
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
খুব চমৎকার লিখেছেন ভাই। মুগ্ধ হয়েছি — “হাটিস না বোকা শোকা মেঘের সনে
বাজা ঢোল- বাজা রে ঢোল বুক পিঠে”।
শুভ কামনা অফুরান।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি আলম দা
চমৎকার মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
ফয়জুল মহী
একদিন কি সুন্দর দিন কাটাতাম ।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি মহী দা সবই একদিন ছিল এখন শুধু স্মৃতিময়
চমৎকার মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
সুপায়ন বড়ুয়া
বাজা ঢোল , টাক ঢুমা ডুম
ভাঙুক এবার কবির ঘুম।
ভাল লাগলো। শুভ কামনা।
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপায়ন দা
চমৎকার মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
সুপর্ণা ফাল্গুনী
দারুন লাগলো। মানুষের হুশ আসুক, খাঁটি মনের চর্চা হোক সর্বত্র। শুভ কামনা রইলো
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুপর্ণা দিদি
চমৎকার মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
সুরাইয়া পারভীন
নির্বোধ মানুষের হুশ হয় না কোনোদিন
চমৎকার লিখেছেন ভাইয়া
ভালো থাকুন সবসময়
আলমগীর সরকার লিটন
জ্বি প্রিয় কবি সুরাইয়া আপু
চমৎকার মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——