নিঃসঙ্গ এ সময়

সুরাইয়া পারভীন ২১ জুলাই ২০২০, মঙ্গলবার, ০১:০৫:২৩অপরাহ্ন একান্ত অনুভূতি ২৩ মন্তব্য

 

নিঃসঙ্গ নিস্তব্ধ এ সময় ভীষণ একা লাগছে,
তোমার কথা ভেবে দুচোখে অশ্রু ঝরছে,
তোমারও কী নিঃসঙ্গ সময় কাটছে?
আমায় ভেবে তুমিও কি অশ্রু জলে সিক্ত!

দু’জন দু’জনাতে খুঁজেছি প্রশান্তি
পাইনি তা,পেয়েছি কেবল অশান্তি
অশান্ত এ মনে প্রেমের আগুন জ্বলছে,
জ্বলে পুড়ে ছারখার হচ্ছে হৃদয়!

নিশ্চিত জেনেই তুমি জ্বালালে প্রেমের আগুন,
এই দহন জ্বালায় জ্বালাবে বলে আমায় সারাক্ষণ!
প্রশান্তির স্পর্শে স্পর্শিত করতে তোমায়-
অগ্নিগিরির জ্বলন্ত লাভায় জ্বলছি,
তবু যেনো পাও তুমি একটু প্রশান্তি!

৫৬১জন ৪৯২জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ