মন খারাপের দিন

পর্তুলিকা ২১ জুলাই ২০২০, মঙ্গলবার, ১২:৪৫:২৬পূর্বাহ্ন কবিতা ১৩ মন্তব্য

আজ আমার মন খারাপের দিন। যাচ্ছে যাচ্ছে করে প্রত্যাশার দিনগুলো সব চলে গেলো,
অথচ আমি দিন গুনছিলাম তটস্থ হয়ে..
উদ্বিগ্নতা নিয়ে।

এক কাপ চা খেতে খেতে অথবা ডুবন্ত ঘুম দিয়ে একেক বেলা পাড় করেছি কতো না ভাবনা নিয়ে,
স্বপ্নের সাথে স্বপ্ন জোড়া-তালি দিয়ে।

কোন এক দিন-প্রহরে তুমি ঠিকঠিক আসবে জানা ছিলো,
আরও ছিলো উদ্বেলিত করা টুকটাক ক্ষণ-স্মৃতি।
আমি খুব ধিরে-সুস্থে রয়ে-সয়ে উপভোগ করেছি অপেক্ষার এই নিদারুণ দিন-ক্ষন গুলো।

একজোড়া কাঠবেড়ালীর বিক্ষিপ্ত গমন
একফোঁটা শিশিরের সমর্পণ
এক পলক দৃষ্টির নিবন্ধন
উত্তপ্ত মরুতে যেমন মায়া-জলের আহরণ
তারও অনেক অল্প সময়ে তোমার বিচরণ!

আজ আমার মন খারাপের দিন।
আজ তুমিহীন একাকী প্রহরে তোমায় ভালোবাসার দিন।

২৩১১জন ২১৩৩জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ