
কাক ডাকা এই দুপুরবেলা;
একাকী কার কথা ঐ ভাবছি,
ভাবছি বসে মনে মনে আনমনে!
হৃদয় পানে কার ছবি ঐ আঁকছি!
সে কী চৈত্রের খাঁ খাঁ দুপুর?
বিবর্ণ বিকেল,
ধূসর গোধূলি,
সন্ধ্যা রাতের প্রদীপ,
দূরাকাশের তারা,
নাকি মধ্যরাতের মায়াবী চাঁদ!
সে কী শান্ত দিঘীর জল?
সমুদ্রের উন্মত্ত ঢেউ,
রামধনুর সাত রঙ,
নাকি উড়ন্ত আর দুরন্ত গাঙচিল!
সে কী আঁধার মানিক?
মিষ্টি মধুর গান শোনানো ঝিঁঝিঁ,
টাপুর টুপুর বৃষ্টির নূপুর,
নাকি শরৎ পাতে স্নিগ্ধ শিশির!
রচনাকাল-১৭/৭/২০১৯
২৯টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
সাগর পাড়ে একলা দুপুর
ভাবতে অনেক মজা
চামড়া পুড়ে কালো হলে
সেটাই হবে সাজা।
সাগর দেখি
কবিতা ফ্রি
সময় পাই না
ঘুরি।
ভাল লাগলো। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
এমনিই কালা মানুষ আমি
আমার আর রোদে পুড়ে কালা হবার ভয় নেই দাদা,,,হা হা হা হা হা
কৃতজ্ঞতা অশেষ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ফয়জুল মহী
সাবলীল সুন্দর উপস্থাপন ।
সুরাইয়া পারভীন
ধন্যবাদ অশেষ
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
ইঞ্জা
সে কী শান্ত দিঘীর জল?
সমুদ্রের উন্মত্ত ঢেউ,
রামধনুর সাত রঙ,
নাকি উড়ন্ত আর দুরন্ত গাঙচিল!
বিমোহিত হলাম আপু।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাইয়া
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ইঞ্জা
আপু আজকাল দেখছি আপনি আমাদের কারো লেখা পড়ছেন না, অনুরোধ রাখছি সবার লেখা পড়ার জন্য।
সাবিনা ইয়াসমিন
কাক ডাকা দুপুর! ঘুঘু ডাকা নিস্তব্ধ দুপুরের গল্প অনেক পড়েছি। আজ কাক-দুপুরের কবিতা পড়লাম 🙂
কখনো কখনো এমন হয়, একটা দুপুর আনমনা করে দেয় আমাদের। নির্দিষ্ট কিছু নিয়ে নয়, খন্ড খন্ড ভাবনা গুলো তন্ময় করে রাখে সন্ধ্যা অব্দি।
আপনার গল্প পড়ায় অপেক্ষায় আছি প্রিয় লেখক।
কবে পাচ্ছি?
সুরাইয়া পারভীন
আমার স্বপ্নে ঐ সব মিষ্টি জিলাপি নেই
আমার স্বপ্নে গরুর মাংস ভুনা, কালাভুনা, ফ্রেশ ভাত এই সবই আসে।
যা হোক লিখবো অবশ্যই লিখবো মুখরোচক কিছু স্বপ্ন গল্প।
আর একটু ব্যস্ততা কমলে, মানসিক ভাবে সুস্থ হলে লেডি হ্যাকার (নীলাঞ্জনা)/দ্য লাস্ট ট্রেন গল্প শুরু করবো
কৃতজ্ঞতা অশেষ আপু ❤
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
সাবিনা ইয়াসমিন
আমিও চাই না সবার স্বপ্নেই জিলাপি আসুক। কালাভুনা আমাকেও একটু দিয়েন, লাস্ট খেয়েছিলাম এক বছর দুই মাস আগে।
এখনো ভুলতে পারি না 🙁
সুরাইয়া পারভীন
একদিন দুপুরে কাকের কা কা ডাক শুনতে পেয়ে
এই লেখাটা লিখেছিলাম আপু
সেদিন প্রথম দুপুরে কাকের ডাক শুনতে পেয়েছিলাম
সুরাইয়া পারভীন
আমি লাস্ট খেয়েছি ৩০/১১/২০১৯
স্বপ্নে দেখলেও খাইনি কিন্তু। যদি কখনো আবার একসাথে খাওয়া হয় আবার সেদিনই খাবো
হয়তো আর কখনোই খাওয়া হবে না
নিতাই বাবু
ঐ উড়ন্ত আর দূরন্ত একটা হবেই মনে হয়। কবির ভাবনায় যে কত কী আসে। কত কী আনমনে আঁকাআঁকি করে, তা কেবল কবির মনই জানে।
সুন্দর মনোমুগ্ধকর একটা কবিতা পড়লাম। পাঠে মুগ্ধ হলাম।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
খাদিজাতুল কুবরা
আনমনা দুপুরের কিছু এলোমেলো ভাবনা সুন্দর কিছু শব্দসম্ভারে সাজানো কবিতাটি খুব ভালো লেগেছে।
ভালো থাকুন আপু।
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
খাদিজাতুল কুবরা
আপনি ও খুব ভালো থাকুন আপু।
আলমগীর সরকার লিটন
চমৎকার স্মৃতিচরণ কবি আপু
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
হৃদয়ের তাল-পাওয়া চাট্টিখানি কথা না, তবে চেষ্টা জারি থাকুক।
জুটেও যেতে পারে মানিক রতন বা উল্টোটাও!!
সুরাইয়া পারভীন
ইহা একদম হক কথা বলিয়াছেন ভাইয়া
তবে হাল ছাড়তে একদমই রাজী নই আমি
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
পর্তুলিকা
একলা মনের সববেলায় একা মনে হয়।
সুরাইয়া পারভীন
হবে হয়তো
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুরাইয়া নার্গিস
দারুন লিখছেন আপু।
কাকের ডাক কর্কস প্রকৃতির যা আমাদের সব সময় বিরক্ত করে।
কিন্তু আপনার দুপুরে কাক ডাকা কবিতা পড়ে কাকের প্রতি বিরক্তবোধ চলে গেল।
অনেক ভালো লাগার একটা কবিতা পড়লাম আপু, মুগ্ধকর লিখনী শৈলী
ভালো থাকবেন,
শুভ কামনা রইল।
সুরাইয়া পারভীন
দারুণ তো!
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন আপু
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
বাপরে বাপ এতো কিছুর কথা ভাবছেন! দুপুর টা আর দুপুর রইলো না । সন্ধ্যা, গোধূলি, মধ্যরাত সব ইতো চলে আসলো। খুব সুন্দর হয়েছে। ভালোবাসা অবিরাম 🌹
সুরাইয়া পারভীন
কৃতজ্ঞতা সহ আন্তরিক ধন্যবাদ জানবেন দিদিভাই
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
লাভ ইউ সো মাচ
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার লেখা। ধন্যবাদ ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়