ফেইসবুকের সার্চ বক্সটা;
আজ কাল শূন্যই থেকে যায়,
সেখানে টাইপ করা হয় না আর-
লিস্টে না থাকা প্রিয় কোনো নাম,
দেখা হয় না প্রিয় কারো এক্টিভিটি!

কেনো জানি এখন আর ইচ্ছেই করে না!
সার্চ বক্সে গিয়ে সার্চ করে কাউকে দেখতে।
সময়ের আবর্তনে ইচ্ছেরা সন্যাসী হয়েছে,
নির্বাসনে গিয়েছে সুদূর হিমালয় পর্বতে
কিংবা অচেনা কোনো দূরের বন-জঙ্গলে!

শত ঝড়-ঝঞ্ঝাট উপেক্ষা করে
কারো সাথে কথা বলার, কাউকে দেখার-
অদম্য ইচ্ছেগুলো একটু একটু করে বিলুপ্ত হয়েছে,
বির্সজিত হয়েছে সময়ের পরিক্রমায়!
ইচ্ছা-অনিচ্ছা, চাওয়া-পাওয়া এসব নিয়ে-
এখন আর একটুও বিচলিত হয় না মন।

৫৫৫জন ৪৪০জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ