
ইচ্ছে করে মেঘ গুলোকে রাঙিয়ে বেড়াই,
হরেক সাজের তুলোর তরী সাজিয়ে বেড়াই।
হরেক সাজের সাজনি আমার হাতের মুঠোয়,
মন চাইলেই জুড়িয়ে দেবো লক্ষ ছুতোয়।
গেঁথে দেবো মনের সুতোয় যতন করে।
হারিয়ে গেলেও ভুলবে না পথ আপন ঘরে।
আমার রক্তে রাংগা মন মাতানো পাখির দলে,
ছুটবে বিদিক মন হারানো সুরের ছলে।
হাজার রঙের স্বপ্নগুলো রং মাখিয়ে,
উড়িয়ে দিলাম, যা রে যা তুই তাক লাগিয়ে,
যেদিন আসবি ফিরে মনের ঘরে চুপটি করে,
হাত দু’খানা ধরিস আমার যতন করে।
আমার ইচ্ছেগুলো উড়ে বেড়ায় মেঘের দলে,
চোখ বুজলেই যায় গো দেখা তারার কোলে,
হাত বাড়ালে নাই হয়ে যায় গগন থেকে,
বিষাদ মনে চেতন খুঁজি স্বপন রেখে।
আমার রঙ মাখানো মেঘের ভেলা উড়েই চলে,
যার কাছে যায় তারই শুধু কথা বলে।
৫টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
আমি শুধু ছবির দিকে চেয়ে রইলাম । কবিতার সাথে দারুন মিলেছে। কবিতাটি দারুন লাগলো। আপনার কল্পনায় রঙীন মেঘ দেখলাম। ভালো থাকুন সুস্থ থাকুন
আলমগীর সরকার লিটন
বেশ অন্তমিলের সাথে মেঘগুলো দুলছে কবি দা
প্রদীপ চক্রবর্তী
দারুণ কাব্যকথন দাদা।
ছবিটাও দারুণ।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
চমৎকার কবিতা —আমার রঙ মাখানো মেঘের ভেলা উড়েই চলে,
যার কাছে যায় তারই শুধু কথা বলে।
— শুভেচ্ছা রইলো।
ফয়জুল মহী
ভাষা বর্ণ ছন্দ স্নিগ্ধোজ্জ্বল