প্রিয়সী

মোহাম্মদ আলী ৪ জুলাই ২০২০, শনিবার, ০২:৫০:৪৮অপরাহ্ন কবিতা ৫ মন্তব্য

ডাহুসন্ধ্যায় নূপুরীআবেগ তুফান গতিতত্ত্ব ছুঁয়ে যায় প্রিয়সীর নীলকণ্ঠ।

জটাল নীলচুল

 

শব্দহীন নীল গগলসের ডাটি ভেঙ্গে বেরিয়ে আসে মিছেকালো চোখ।

 

ক্যাম্পাসের রংখেলায় সাজঘরে ঘরোয়া উৎসবমুখর আমেজ।

মানবতার ললাট ছুঁয়ে দিব্বি হেঁটে বেড়ায় সুচালো  সভ্যতা।

 

প্রিয়সী আসামি।

নিকোটিনে ঠোঁট ছুঁয়েছে। ধোয়াটেবক্ষ, নিকোটিনঠোঁট ধূসরআঁধার নেশাগ্রস্ত।

 

১৩২৩জন ১২৬৪জন

৫টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ