
আমরা পারি,বাঙালিরা পারে। ঘাড় বাঁকা করে যদি বলে আমরা করব তাহলে পৃথিবীর অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে বাঙ্গালী।
বাঙালিরাই একক ভাষার জন্য জীবন দেয়া জাতি। নিজের স্বাধীনতা অর্জন করা জাতি। তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া জাতি।
বাঙালিরা আজো বাঙালি আছে তবে তাদের মাথা এখন অনেক উঁচুতে।
গোটা বিশ্ব যখন কভিড-১৯ নিয়ে হিমশিম খাচ্ছে, তার প্রতিকার তৈরিতে বিশ্ব সেবা সংস্থা নিরলস পরিশ্রম করে যাচ্ছে; সেখানে আমাদের ছোট্ট দেশ থেকে সাহসের সাথে বুক ফুলিয়ে আসিফ মাহমুদ স্যার দাবি করেছেন আমরা কভিড-১৯ এর প্রতিষেধক আবিষ্কার করতে যাচ্ছি।
আমি জানিনা সফলতা আমাদের কতটুকু হবে, তবে আমি মনেপ্রাণে বাঙালি হিসেবে বলতে পারি শব্দ যখন উচ্চারণ হয়েছে তাহলে তার পূর্ণ বাক্য একদিন তৈরি হবে। বাঙালি পৃথিবীতে একক বৈশিষ্ট্যের জাতি, যারা চাইলেই অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে। শুধু চাওয়াটাই বাঙালির আন্তরিক ভাবে চাওয়া হতে হয়।
ধন্যবাদ ডঃ আসিফ মাহমুদকে। আমরা অন্তত গর্বের সাথে তার নামটা বারবার বলতেই পারি। বলতে পারি তার সহযোগী আরো গবেষকদের কথা।
আবারো জয় হোক বাঙালীর, বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে দাঁড়াক, বিশ্বমানবতাকে সহযোগিতা করুক ছোট্ট জাতির বাঙ্গালী।
১০টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
শব্দ যখন উচ্চারণ হয়েছে তাহলে তার পূর্ণ বাক্য একদিন তৈরি হবে। এই কথাটা খুব খুব ভালো লেগেছে। আমরা আশাবাদী হতেই পারি যখন ডঃ আসিফ মাহমুদ এটা জনসমক্ষে বলেছে নিশ্চয়ই সে কিছুটা সফলতার মুখ দেখেছে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তাকে । সেইসাথে আপনার জন্য ও শুভকামনা রইলো
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আমরা দেশকে নিয়ে, দেশের গর্ব নিয়ে মাথা ঘামাই না। দেশের অর্জনকে কেন জানি অস্বীকার করতে চাই। বিজ্ঞানী মরহুম জামাল নজরুল ইসলাম স্টিফেন হকিংসের চেয়েও বড় বিজ্ঞানী কিন্তু আমরা তাঁর মূল্যায়ন করিনি। আমাদেরকে অবশ্যই দেশ এবং দেশের শ্রেষ্ট সন্তানদের নিয়ে গর্ব করা উচিৎ। আপনার এই লেখার জন্য অভিনন্দন।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ডঃ আসিফ মাহমুদকে। আমরা অন্তত গর্বের সাথে তার নামটা বারবার বলতেই পারি। বলতে পারি তার সহযোগী আরো গবেষকদের কথা।
আবারো জয় হোক বাঙালীর, বিশ্ববাসীর কাছে মাথা উঁচু করে দাঁড়াক, বিশ্বমানবতাকে সহযোগিতা করুক ছোট্ট জাতির বাঙ্গালী।
আমরা বীরের জাতি চেষ্টা করলে পারি
যদি (পাকি) পরকিয়া প্রেম টা ছাড়ি।
ভাল লাগলো। শুভ কামনা।
নিরব সাগর
ধন্যবাদ প্রিয়,ভাল বলেছেন।
আরজু মুক্তা
আমিও চাই, বিশ্ব দেখুক ; আমরাও পারি
নিরব সাগর
আমিও মনে প্রাণে চাই প্রিয়।
হালিম নজরুল
আমাদের স্বপ্ন পূরণ করুক ড: আসিফ, দোয়া রইল।
নিরব সাগর
ইনশাআল্লাহ